কাঠ ব্যবসায়ী
নাটোরে কাঠ ব্যবসায়ীকে নির্যাতনের অভিযোগে ওসিসহ ৫ জনের বিরুদ্ধে মামলা
নাটোরের বাগাতিপাড়ায় কাঠ ব্যবসায়ীকে নির্যাতনের অভিযোগে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও অপর দুই পুলিশ সদস্যসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা হয়েছে।
মঙ্গলবার দুপুরে কাঠ ব্যবসায়ী নিজাম উদ্দিন বাদী হয়ে নাটোরের আমলি আদালতে মামলাটি দায়ের করেন।
অভিযোগ আমলে নিয়ে বিচারক মো. আবু সাঈদ নাটোর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ সুপারকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
মামলার আসামিরা হলেন- বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম, উপ-পরিদর্শক (এসআই) রবিউল ইসলাম ও শাকিল আহমেদ, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুল করিমের স্ত্রী অঞ্জনা বেগম ও অঞ্জনার বাড়ির কেয়ারটেকার আবুল বাসার।
আরও পড়ুন: মেহেরপুরে জোড়া খুনের মামলায় ৯ জনের ফাঁসি
আদালত সূত্রে জানা যায়, এএসআই আব্দুল করিমের স্ত্রী অঞ্জনা বেগমের পাওয়ার টিলার ভাড়া নিয়ে কাঠ পরিবহন করতেন নিজাম উদ্দিন। এ নিয়ে উভয়ের মধ্যে বিরোধ তৈরি হয়। অঞ্জনা বেগম পুলিশের স্ত্রী হওয়ায় নিজাম উদ্দিনকে তিন দফায় বাগাতিপাড়া থানায় নিয়ে নির্যাতন ও নন জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর করিয়ে নেওয়া হয়।
ওসি সিরাজুল ইসলাম বলেন যে একটা ঘটনায় তিনি উভয়পক্ষকে মীমাংসা করে নেওয়ার পরামর্শ দিয়েছিলেন। নির্যাতনের কোনো ঘটনা ঘটেনি।
আরও পড়ুন: দেশ টিভির খুলনা বিভাগীয় প্রতিনিধির বিরুদ্ধে ডিএসএ-তে দু’টি মামলা দায়ের
১ বছর আগে