পুকুর
শ্রীনগরে পুকুর থেকে আওয়ামী লীগ নেতার লাশ উদ্ধার
মুন্সীগঞ্জের শ্রীনগরে পুকুর থেকে শাহজাহান শেখ (৬০) নামে এক আওয়ামী লীগ নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৪ অক্টোবর) সকাল ১০টার দিকে বীরতারা ইউনিয়নের কাঠালবাড়ির রাস্তার পাশের ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় নিখোঁজের ২ দিন পর ভ্যানচালকের লাশ উদ্ধার
শাহজাহান বীরতারা ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক ছিলেন।
নিহতের স্ত্রী শিমা বেগম বলেন, বৃহস্পতিবার শাহজাহান বাজারে চা পান করতে গেলে আর বাড়ি ফেরেনি। রাতে খোঁজাখুঁজি করে তাকে পাওয়া যায়নি। সকালে বাড়ি থেকে প্রায় একশ গজ দূরে রাস্তার পাশের ডোবায় তার লাশ পাওয়া যায়। কারো বিরুদ্ধে তাদের কোনো অভিযোগ নেই। এছাড়া তিনি সক্রিয় রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না। দল মত ভেদে সবার সঙ্গেই তার ভালো সম্পর্ক ছিল।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াসিন মুন্সী বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: পতেঙ্গায় জাহাজে বিস্ফোরণ; ৩ জনের লাশ উদ্ধার
চুয়াডাঙ্গায় ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার
২ মাস আগে
নওগাঁয় পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
নওগাঁয় পৃথক স্থানে পুকুরের পানিতে ডুবে হুজায়ফা (৩) ও মাইশা আক্তার (৩) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার রাতে মহাদেবপুর উপজেলার ভীমপুর ইউপির উত্তর ভীমপুর গ্রামের বাড়ির পাশের একটি পুকুরে পরে মাইশার মৃত্যু হয়।
অপরদিকে শনিবার মান্দা উপজেলার গনেশপুর ইউনিয়নের উত্তর পারইল দিঘিপাড়া এলাকায় একটি দিঘির পানিতে পরে হুজায়ফার মৃত্যু হয়।
আরও পড়ুন: পাবনায় নদীর পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
হুজায়ফা ওই গ্রামের সাইফুল ইসলামের ছেলে এবং মাইশা আক্তার ওই একই গ্রামের ট্রাক ডাইভার মোহাম্মদ আলীর মেয়ে।
হুজায়ফার বাবা সাইফুল ইসলাম বলেন, হুজায়ফা দিঘির পাড়ে ফারজানা নামের এক শিশুর সঙ্গে খেলা করছিল। খেলাধুলার এক পর্যায়ে হুজায়ফা দিঘির পানিতে পাড়ে যায়। পরে হুজায়ফাকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান মুঠোফোনে বলেন, ঘটনাটি আমি জেনেছি। পুলিশ ফোর্স পাঠানো হয়েছে।
মাইশার মৃত্যুর বিষয়ে স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার মাইশার দাদি অসুস্থ অনুভব করায় রাত ৯টার সময় গ্রাম ডাক্তারের বাসায় ওষুধ নিতে যান। মাইশাও তার দাদির পেছনে পেছনে যায়। তার দাদি বুঝতে না পারাই সে নিজ বাসায় চলে আসেন। বাসাতে শিশুটি না থাকায় পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে নওহাটা পুলিশ ফাঁড়িকে জানায়। ফাঁড়ি পুলিশ রাত ১১টার সময় নিহত শিশুর বাড়ির পাশের একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করে।
মাইশা আক্তারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নওহাটা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) জিয়াউর রহমান জিয়া।
আরও পড়ুন: কুষ্টিয়ায় বিলের পানিতে ডুবে ফুফু-ভাতিজির মৃত্যু
২ মাস আগে
কুষ্টিয়ায় পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
কুষ্টিয়ার দৌলতপুরে পুকুরের পানিতে ডুবে তামিম হোসেন (১২) ও আশিক আহমেদ (১১) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার রিফাইতপুর ইউনিয়নের লক্ষিকোলা গ্রামে এ ঘটনা ঘটে।
তামিম ওই গ্রামের রাকিবুলের ছেলে ও আশিক আকছেদ মন্ডলের ছেলে।
আরও পড়ুন: মাগুরায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে বাড়ির পাশের একটি পুকুরে বেশ কয়েকজন শিশু গোসল করতে নামে।
এসময় তামিম ও আশিক পানিতে ডুবে যায়। পরে অন্য শিশুদের চিৎকারে এলাকাবাসীরা এসে মৃত অবস্থায় তাদের উদ্ধার করে।
এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, দুপুরে পুকুরের পানিতে গোসলে নেমে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
আরও পড়ুন: নাফ নদীতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু
সিলেটে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
৩ মাস আগে
দিনাজপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
দিনাজপুরের বীরগঞ্জে পুকুরের পানিতে ডুবে ভানু রানী রায় নামে ১৫ মাসের শিশু কন্যার মৃত্যু হয়েছে।
শনিবার (২৪ আগস্ট) উপজেলার শতগ্রাম ঘটনাটি ঘটে।
আরও পড়ুন: চৌদ্দগ্রামে পানিতে ডুবে শিশুর মৃত্যু
ভানু রানী রায় উপজেলার শতগ্রাম ইউনিয়নের ঝাড়বাড়ী দেবারুপাড়া এলাকায় ধর্ম নারায়ণ রায়ের মেয়ে।
স্থানীয়রা জানান, শনিবার সকালে ভানুকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে বসতবাড়ি সংলগ্ন পুকুর থেকে শিশুটির লাশ উদ্ধার করেন স্বজনরা।
শতগ্রাম ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ওমর আলী বলেন, ‘অভিভাবকরা বাসার কাজে ব্যস্ত থাকায় অসাবধানতার করণে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হয়েছে।’
বীরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আক্তারুজ্জামান বলেন, ‘সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে শিশুর লাশ পরিবারের কাছে তুলে দেওয়া হয়েছে। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা রেকর্ড করা হয়েছে।’
আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু
৩ মাস আগে
মাদরাসার পাশের পুকুরে ভেসে উঠল নিখোঁজ ছাত্রের লাশ
ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলায় মাদরাসার পাশের পুকুরের পানি থেকে শিক্ষার্থীর ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই শিক্ষার্থীর নাম সিয়াম হোসেন (১৪)।
শনিবার (২৭ জুলাই) সকাল ৯টার দিকে উপজেলার শিতলী গ্রামের শিতলী বেগম রোকেয়া খাতুন নূরানী হাফেজিয়া মাদরাসার পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।
আরও পড়ুন: মানিকগঞ্জে পিকনিকের ট্রলার ডুবিতে নিখোঁজ ২ জনের লাশ উদ্ধার
সিয়াম কালীগঞ্জ উপজেলার পারখিদ্দাহ গ্রামের শামিম হোসেনের ছেলে এবং শিতলী বেগম রোকেয়া খাতুন নূরানী হাফেজিয়া মাদরাসার ছাত্র।
মাদরাসার সুপার মো. সাইফুল ইসলাম বলেন, ‘শুক্রবার (২৬ জুলাই) দুপুরে মাদরাসার পাশের পুকুরে গোসল করতে নামে সিয়াম। গোসল শেষে সবাই মাদরাসায় ফিরে এলেও সিয়াম ফেরেনি। পরে দুপুর ৩টার দিকে পড়ানোর সময় তাকে না পেয়ে খোঁজ নিয়ে জানা যায় সে গোসল করতে নেমে আর ফেরেনি। পুকুরে মাছ ধরার জাল ফেলেও তার খোঁজ মেলেনি। পরে শনিবার সকালে পুকুরে তার লাশ ভেসে ওঠে।
আরও পড়ুন: রাজবাড়ীতে আবাসিক হোটেল থেকে লাশ উদ্ধার
হরিণাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান বলেন, ওই মাদরাসা ছাত্র সাঁতার জানতো না বলে জানিয়েছে মাদরাসা কর্তৃপক্ষ ও তার পরিবারের সদস্যরা। তাই পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
আরও পড়ুন: গাজা থেকে ৫ জিম্মির লাশ উদ্ধার করেছে ইসরায়েল
৪ মাস আগে
ঠাকুরগাঁওয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
ঠাকুরগাঁও সদর উপজেলার রাজাগাঁওয়ের দানুভিটা পাড়ায় পুকুরের পানিতে ডুবে আলিফ হোসেন (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (৮ জুলাই) বাড়ির পাশের একটি পুকুরে এ দুর্ঘটনা ঘটে। সে দক্ষিণ আসাননগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র।
আরও পড়ুন: শেরপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিকুঞ্জু কুমার বর্মন বলেন, ককেজন শিশু বৃষ্টির মধ্যে বাড়ির পাশে খেলা করছিল। এসময় আলিফের জুতা পুকুরে পড়ে সে গেলে জুতা তুলতে গিয়ে পানিতে পড়ে ডুবে যায়। পরে খবর পেয়ে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় বাজারে এক চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে রাজাগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খাদেমুল ইসলাম সরকার বলেন, পুকুরে ডুবে শিশুটির মৃত্যুর সংবাদটি রুহিয়া থানার ওসিকে জানালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং এব্যাপারে কোন অভিযোগ না থাকায় পরিবারের কাছে লাশ হস্তান্তর করে।
আরও পড়ুন: সিংড়ায় আত্রাই নদীতে পড়ে শিশুর মৃত্যু
ময়মনসিংহে ট্রাকচাপায় অটোরিকশার চালকসহ নিহত ৩
৫ মাস আগে
সিলেটে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে, অল্পের জন্য রক্ষা পেল ২৫ যাত্রী
সিলেটের দক্ষিণ সুরমায় ২৫ হন যাত্রী নিয়ে ঢাকা থেকে ছেড়ে আসা একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গিয়েছে। এঘটনায় অল্পের জন্য রক্ষা পায় যাত্রীরা।
সোমবার (৮ জুলাই) ভোর সোয়া ৫টায় ঢাকা-সিলেট মহাসড়কের লালাবাজার এলাকার ৭ এপিবিএন অফিসের সামনে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: সীতাকুণ্ডে সড়কদ্বীপের ওপর বাস উঠে নিহত ১, আহত ১৪
৭ এপিবিএনের মিডিয়া কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ পাবেল বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা ইমাম পরিবহনের একটি বাস ঢাকা-সিলেট মহাসড়কের লালাবাজার এলাকার ৭ এপিবিএন অফিসের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়।
৫ মাস আগে
শেরপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
শেরপুরে শ্রীবরদী উপজেলার পুটল গ্রামে পানিতে ডুবে রুমান মিয়া (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (৩ জুলাই) বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে শিশুটি মারা যায়।
আরও পড়ুন: দেশের ৪ জেলায় পানিতে ডুবে ৫ জনের মৃত্যু
নিহত শিশু রুমান মিয়া ওই গ্রামের আব্দুর রশীদের ছেলে।
পরিবারের সদস্যরা জানান, রুমান বাড়ির উঠানে খেলার সময় সবার অজান্তে রুমান বাড়ির পাশেই পুকুরে পানিতে পড়ে ডুবে যায়।
পরে তাকে পুকুরে পানিতে ভাসতে দেখে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম খান সিদ্দিকী বলেন, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।
আরও পড়ুন: চৌদ্দগ্রামে পানিতে ডুবে শিশুর মৃত্যু
ঝালকাঠিতে পানিতে ডুবে শিশুর মৃত্যু
৫ মাস আগে
পুকুরে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু
হবিগঞ্জের ফুটবল খেলার পর পুকুরে গোসল করতে নেমে ডুবে প্রলয় দাস (৭) ও সূর্য দাস (৬) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (২৯ জুন) দুপুরে আজমিরীগঞ্জের বদলপুর ইউনিয়নের মাহমুদপুর গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত শিশু প্রলয় দাস মাহমুদপুর গ্রামের গোবিন্দ দাসের ছেলে এবং প্রলয় দাস একই গ্রামের রুবেল দাসের ছেলে।
আরও পড়ুন: সিলেটে খালের পানিতে পড়ে শিশুর মৃত্যু
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুর ১২টার দিকে প্রলয় ও সূর্য দাস অন্যান্য শিশুদের সঙ্গে মাহমুদপুর মাঠে ফুটবল খেলা শেষে মাঠ সংলগ্ন পুকুরে গোসল করতে নামে। গোসলের এক পর্যায়ে প্রলয় ও সূর্য পুকুরের সিঁড়ি থেকে পা পিছলে পুকুরের গভীর পানিতে তলিয়ে যায়। এ সময় সঙ্গে থাকা অন্য শিশুরা চিৎকার শুরু করলে বিষয়টি স্থানীয়দের নজরে আসে। স্থানীয়রা পুকুর থেকে প্রলয় ও সূর্যকে উদ্ধার করে তাদের পরিবারকে খবর দেয়। পরিবারের লোকজন ও স্থানীয়রা তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ডালিম আহমেদ বলেন, পরিবার থেকে ময়নাতদন্ত ছাড়া শিশুদের লাশ নেওয়ার জন্য আবেদন করা হয়েছে।
আরও পড়ুন: নদীতে পড়ে আদিবাসী শিশুর মৃত্যু
রংপুরে নদীতে ডুবে ২ শিশুর মৃত্যু
৫ মাস আগে
চাঁদপুরে পুকুর থেকে ২ শিশুর লাশ উদ্ধার
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সুহিলপুর গ্রামে বাড়ির পাশের পুকুর থেকে দুই শিশু লাশ উদ্ধার করা হয়েছে।
দুই শিশু হলো- ওমর ফারুক (৫) ও জিহাদ হোসেন মানিক (৬)।
আরও পড়ুন: ঘুমন্ত মায়ের কোল থেকে চুরি যাওয়া শিশুর লাশ মিলল বিলে
বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার সুহিলপুর গ্রামের হাওলাদার বাড়ির পাশের পুকুর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
নিহত ওমর ফারুক হাওলাদার বাড়ির শাহ পরানের ছেলে এবং জিহাদ হোসেন মানিক একই বাড়ির জুয়েলের ছেলে। তারা চাচাতো ভাই।
স্বজনরা জানায়, ওমর ফারুকের বাবা শাহ পরান গ্রামের একটি দোকান থেকে চিপস কিনে দিয়ে তাদের বাড়ি পাঠিয়ে দেন। বেশ কিছুক্ষণ হলেও তারা বাড়ি পৌঁছায়নি। পরে খুঁজে না পেয়ে বাড়ির পাশের একটি পুকুরে জাল ফেলা হয়। সেখান থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
হাজিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ. রশিদ ইউএনবিকে বলেন, কোনো অভিযোগ না থাকায় রাতেই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: তিস্তায় নৌকাডুবি: নিখোঁজের ৩ দিন পর শিশুর লাশ উদ্ধার
তিস্তায় নৌকাডুবি: শিশুর লাশ উদ্ধার, নিখোঁজ ৭
৫ মাস আগে