ফেনীর দাগনভূঞায় পুকুরে গোসল করার সময় পানিতে ডুবে নাফিজ (৯) ও ইয়াছিন (৭) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২ মে) দুপুরে উপজেলায় ইয়াকুবপুর ইউনিয়নের চন্ডিপুর গ্রামে হাটপুকুর মোহাম্মদ আলী মিয়াজী বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো— সাইফুল ইসলামের ছেলে নাফিস (৯) ও নেজাম উদ্দিনের ছেলে ইয়াছিন (৭)। তারা সম্পর্কে চাচাতো ভাই।
পরিবারের সদস্যরা জানান, শুক্রবার দুপুরে সবাই যখন জুমার নামাজে চলে যান, তখন তারা বাড়ির সামনে পুকুরে গোসল করতে যায়। মসজিদ থেকে এসে তাদেরকে এদিক সেদিক খোঁজ করে না পেয়ে পরে পুকুরে খোঁজ করলে পানি থেকে ডুবন্ত অবস্থায় উদ্ধার করে। দুপুর ২টা ২০ মিনিটে দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: কুষ্টিয়ায় যুবলীগ নেতা গ্রেপ্তার
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’