প্রবীর কুমার সরকার
ঢাবির নতুন প্রক্টর অধ্যাপক মাকসুদুর রহমান
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নতুন প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. এম মাকসুদুর রহমান।
তিনি সদ্যবিদায়ী প্রক্টর ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক গোলাম রাব্বানী স্থলাভিষিক্ত হন।
ঢাবি উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান মাকসুদুরকে নতুন প্রক্টর হিসেবে নিয়োগ দিয়েছেন বলে বুধবার রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার জানিয়েছেন।
তিনি ইউএনবিকে বলেন, 'আমি আজ নিয়োগপত্র পেয়েছি। সবকিছু ঠিকঠাক থাকলে আগামীকাল (বৃহস্পতিবার) থেকে আমি আমার নতুন দায়িত্ব গ্রহণ করবো।
উল্লেখ্য, মাকসুদুর রহমান ১৯৯৪ ও ১৯৯৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন এবং ২০০৮ সালে যুক্তরাজ্যের হাল বিশ্ববিদ্যালয় থেকে মানব ভূগোল বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
আরও পড়ুন: ঢাবিতে শিক্ষার্থীদের কান-মুখ খোলা রাখতে দেয়া নোটিশের কার্যকারিতা হাইকোর্টে স্থগিত
যৌন হয়রানি: ঢাবির ক্রিমিনোলজির শিক্ষার্থী সাময়িক বরখাস্ত
১ বছর আগে