অস্ত্র সরবরাহকারী
কক্সবাজারে আরসার ৩ সন্দেহভাজন অস্ত্র সরবরাহকারী আটক
কক্সবাজারের চকরিয়া থেকে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) সদস্যদের অস্ত্র সরবরাহকারী তিন অভিযুক্তকে বৃহস্পতিবার আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সদস্যরা।
আটক ব্যক্তিরা হলেন- মোক্তার আহমদ (৫২), আব্দুর রহিম (৪০) ও মো. এনামুল হক (৩৮)। তারা মহেশখালী ও চকরিয়া উপজেলার বাসিন্দা।
র্যাব-১৫ এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম সুমন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল আজ (বৃহস্পতিবার) সকালে বড় ভেউলা লাল ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।’
আরও পড়ুন: কক্সবাজারে ৫ আরসা সদস্য গ্রেপ্তার
এ সময় তাদের কাছ থেকে তিনটি এক নলা ও একটি দোনলা বন্দুক এবং অস্ত্র বিক্রির নগদ এক লাখ পাঁচ হাজার ৭০০ টাকা জব্দ করা হয়েছে।
এদের মধ্যে মোক্তার আরসার প্রধান অস্ত্র সরবরাহকারী বলে জানান র্যাব কর্মকর্তা সাইফুল।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা স্বীকার করেছে যে তারা দীর্ঘদিন ধরে মহেশখালী ও চকরিয়া উপজেলা এলাকায় অবৈধ অস্ত্র ব্যবসা পরিচালনা করে এবং রোহিঙ্গা ক্যাম্পে আরসার সদস্যসহ বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর কাছে অস্ত্র সরবরাহ করে আসছিল।
তাদের চকরিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।
আরও পড়ুন: উখিয়ায় রোহিঙ্গা শিবির থেকে ৬ আরসা সদস্য আটক
১ বছর আগে