৭০ লাখ টাকা
বেনাপোল সীমান্তে ৭০ লাখ টাকার স্বর্ণের বার জব্দ
যশোরের বেনাপোল থেকে ছয়টি স্বর্ণের বার জব্দ করার দাবি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় কোনো পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি।
মঙ্গলবার (১০ এপ্রিল) ভোরে পোর্ট থানার সাদিপুর সীমান্ত থেকে স্বর্ণের চালানটি আটক করা হয়।
আরও পড়ুন: শার্শায় ৮৫ লাখ টাকার স্বর্ণের বার জব্দ, আটক ১
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহমেদ হাসান জামিল জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানার সাদিপুর সীমান্তের পোতার পোস্ট এলাকায় অবস্থান নেয় বিজিবি। কিছু সময় পর একজন ব্যক্তিকে ওই এলাকায় ঘোরাঘুরি করতে দেখে বিজিবি সদস্যরা তাকে ডাক দেয়। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি ভারতের দিকে দৌড়ে পালিয়ে যায়।
তিনি আরও জানান, এ মূহুর্তে তার সঙ্গে থাকা একটি ব্যাগ পড়ে যায়। ব্যাগটি ক্যাম্পে নিয়ে তল্লাশি করে তার মধ্যে থেকে ছয়টি স্বর্ণের বার পাওয়া যায়। যার ওজন ৬৯৯ গ্রাম এবং বাজার মূল্য প্রায় ৭০ লাখ টাকা।
তিনি আরও জানান, উদ্ধারকৃত স্বর্ণের বার যশোর ট্রেজারি শাখায় জমা করা হয়েছে।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় দুই কোটি টাকার স্বর্ণ জব্দ, ভ্যানচালক আটক
ঢাকা বিমানবন্দরে এক কোটি টাকা মূল্যের স্বর্ণের বার উদ্ধার: এপিবিএন
১ বছর আগে