মাদকদ্রব্য উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার: বিজিবি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত এলাকা থেকে ২৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, এক কেজি হেরোইন ও ৭৭ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার উপজেলার চকপাড়া, তেলকুপি ও আজমতপুর সীমান্তে অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার সকালে ৫৯ বিজিবি ব্যাটালিয়নের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নিজস্ব তথ্যের ভিত্তিতে ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়ার নেতৃত্বে বিজিবির একটি টহল দল বুধবার গভীর রাতে চকপাড়া, তেলকুপি ও আজমতপুর সীমান্ত এলাকায় অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ২৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, এক কেজি হেরোইন ও ৭৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, প্রধানমন্ত্রী ও বিজিবি মহাপরিচালক ঘোষিত মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষে সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে বিজিবির সাড়ে ৫৮ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস
যশোরে প্রাইভেটকার থেকে ৯ কোটি টাকার স্বর্ণের বার উদ্ধার: বিজিবি
১ বছর আগে