ঈদুল ফিতর উদযাপন
চাঁদপুরের ৪০ গ্রামে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল ফিতর উদযাপন
সৌদি আরবসহ মধ্য প্রাচ্য ও পৃথিবীর অন্য দেশগুলোতে শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় তাদের সঙ্গে চাঁদপুরের প্রায় ৪০টি গ্রামের মুসল্লি শুক্রবার ঈদুল ফিতর উদযাপন করছে।
গত ২৩ মার্চ আরব দেশগুলোর সঙ্গে রোজা রাখা শুরু করে এসব গ্রামের মানুষ।
গতকাল (বৃহস্পতিবার) শাওয়াল মাসের চাঁদ দেখার ভিত্তিতে আজ (শুক্রবার) তারা ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন।
সরেজমিনে গিয়ে দেখা যায়, শুক্রবার (২১ এপ্রিল) সকাল ৯টায় সাদ্রা দরবার শরীফ ময়দান ও ১০টায় সাদ্রা হামিদিয়া ফাজিল মাদরাসা ঈদগাহে ঈদুল ফিতরের পৃথক দুটি জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন সাদ্রা দরবারের পীর আল্লামা মুফতি এওয়াইএম জাকারিয়া চৌধুরী আল মাদানী ও তার পুত্র মাওলানা মোহাম্মদ আরিফ চৌধুরী। এ ছাড়া একই এলাকায় আরও কয়েকটি ঈদের জামাত হয়েছে।
আরও পড়ুন: সৌদি আরবের সঙ্গে মিল রেখে দিনাজপুরে পৃথক স্থানে ঈদুল ফিতর উদযাপন
এদিকে সকাল ৯টায় ফরিদগঞ্জ উপজেলার টোরা মুন্সীরহাট জামে মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মাওলানা মো. রহমত উল্যাহ।
এছাড়াও সকাল সাড়ে ৮টা থেকে ১০টা পর্যন্ত হাজীগঞ্জ উপজেলার বলাখাল, শ্রীপুর, মণিহার, বড়কূল, অলিপুর, বেলচোঁ, রাজারগাঁও, জাকনি, কালচোঁ, মেনাপুর, ফরিদগঞ্জ উপজেলার শাচনমেঘ, খিলা, উভারামপুর, পাইকপাড়া, বিঘা, উটতলী, বালিথুবা, শোল্লা, রূপসা, বাসারা, গোয়ালভাওর, কড়ইতলী, নয়ারহাট, মতলবের মোহনপুর, এখলাশপুর, দশানী, নায়েরগাঁও, বেলতলী, শহারাস্তি উপজেলা কয়েকটি গ্রামের আংশিক এলাকায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
আজ খুব সকাল থেকেই ঈদের জামাতের প্রস্তুতি চলে এসব গ্রামে।মুসল্লিরা আসতে শুরু করেন ময়দানে। কোথাও মসজিদে, আবার কোথাও ঈদগাহে অনুষ্ঠিত হয় ঈদের জামাত।
আরও পড়ুন: লালমনিরহাটের কালীগঞ্জে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন
১ বছর আগে
সৌদি আরবের সঙ্গে মিল রেখে দিনাজপুরে পৃথক স্থানে ঈদুল ফিতর উদযাপন
সৌদি আরবের সঙ্গে মিল রেখে আজ (শুক্রবার) সকালে দিনাজপুর সদরসহ কয়েকটি পৃথক স্থানে ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন কিছু সংখ্যক মুসল্লি।
শুক্রবার সকাল পৌনে ৮টায় জেলা শহরের বাসুনিয়াপট্টিতে একটি কমিউনিটি সেন্টারে ঈদের প্রধান জামাতে নামাজ আদায় করেছেন প্রায় তিনশ’ পরিবার। এতে ইমামতি করেন বিরলের মহেশপুর মাদরাসা পরিচালক আব্দুর রাজ্জাক।
২০০৭ সাল থেকে দিনাজপুরের কয়েকটি স্থানে রোজা শুরু, তারাবির নামাজ আদায়সহ পবিত্র ঈদুল ফিতর এবং ঈদুল আযহার আনন্দ ভাগাভাগি সৌদি আরবের সঙ্গে মিল রেখে পালন করে আসছেন কিছু সংখ্যক মুসল্লি।
আরও পড়ুন: সৌদি আরবে ঈদুল ফিতর উদযাপিত হবে শুক্রবার
এছাড়াও পৃথকভাবে চিরিরবন্দর উপজেলার সাইতাড়া রাবার ড্যাম, বিরল উপজেলার কামদেবপুর, কাজীপাড়া, কাহারোল উপজেলার রসুলপুর ইউনিয়নের ভবানীপুরে, বিরামপুর উপজেলার বিনাইল ইউনিয়নের আয়রা মাদরাসা এবং জোতবানী ইউনিয়নের খয়েরবাড়ি মির্জাপুর জামে মসজিদসহ ওই সব স্থান মিলে প্রায় দুই থেকে তিন হাজার পরিবারের মানুষ ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন। আরও কয়েকটি স্থানে সিমিত সংখ্যক মানুষ পবিত্র ঈদের নামাজ আদায় করেছেন বলে জানা গেছে।
অন্যদিকে দেশের বৃহত্তর ঈদগাহ মাঠ গোর-এ শহীদ ময়দানে প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯ টায়।
কিশোরগঞ্জের শোলাকিয়ার মতো এই বৃহৎ জামাতে এবারও ছয় লক্ষাধিক মুসল্লি নামাজ আদায় করবেন বলে আশা করছেন আয়োজকরা। এজন্য প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
আরও পড়ুন: সাতক্ষীরার কয়েকটি গ্রাম আজ ঈদুল ফিতর উদযাপন করছে
১ বছর আগে