সৌদি আরবসহ মধ্য প্রাচ্য ও পৃথিবীর অন্য দেশগুলোতে শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় তাদের সঙ্গে চাঁদপুরের প্রায় ৪০টি গ্রামের মুসল্লি শুক্রবার ঈদুল ফিতর উদযাপন করছে।
গত ২৩ মার্চ আরব দেশগুলোর সঙ্গে রোজা রাখা শুরু করে এসব গ্রামের মানুষ।
গতকাল (বৃহস্পতিবার) শাওয়াল মাসের চাঁদ দেখার ভিত্তিতে আজ (শুক্রবার) তারা ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন।
সরেজমিনে গিয়ে দেখা যায়, শুক্রবার (২১ এপ্রিল) সকাল ৯টায় সাদ্রা দরবার শরীফ ময়দান ও ১০টায় সাদ্রা হামিদিয়া ফাজিল মাদরাসা ঈদগাহে ঈদুল ফিতরের পৃথক দুটি জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন সাদ্রা দরবারের পীর আল্লামা মুফতি এওয়াইএম জাকারিয়া চৌধুরী আল মাদানী ও তার পুত্র মাওলানা মোহাম্মদ আরিফ চৌধুরী। এ ছাড়া একই এলাকায় আরও কয়েকটি ঈদের জামাত হয়েছে।
আরও পড়ুন: সৌদি আরবের সঙ্গে মিল রেখে দিনাজপুরে পৃথক স্থানে ঈদুল ফিতর উদযাপন
এদিকে সকাল ৯টায় ফরিদগঞ্জ উপজেলার টোরা মুন্সীরহাট জামে মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মাওলানা মো. রহমত উল্যাহ।
এছাড়াও সকাল সাড়ে ৮টা থেকে ১০টা পর্যন্ত হাজীগঞ্জ উপজেলার বলাখাল, শ্রীপুর, মণিহার, বড়কূল, অলিপুর, বেলচোঁ, রাজারগাঁও, জাকনি, কালচোঁ, মেনাপুর, ফরিদগঞ্জ উপজেলার শাচনমেঘ, খিলা, উভারামপুর, পাইকপাড়া, বিঘা, উটতলী, বালিথুবা, শোল্লা, রূপসা, বাসারা, গোয়ালভাওর, কড়ইতলী, নয়ারহাট, মতলবের মোহনপুর, এখলাশপুর, দশানী, নায়েরগাঁও, বেলতলী, শহারাস্তি উপজেলা কয়েকটি গ্রামের আংশিক এলাকায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
আজ খুব সকাল থেকেই ঈদের জামাতের প্রস্তুতি চলে এসব গ্রামে।মুসল্লিরা আসতে শুরু করেন ময়দানে। কোথাও মসজিদে, আবার কোথাও ঈদগাহে অনুষ্ঠিত হয় ঈদের জামাত।
আরও পড়ুন: লালমনিরহাটের কালীগঞ্জে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন