মাগরিবের নামাজ
ঈদুল ফিতর উদযাপন হবে শনিবার
শুক্রবার সন্ধ্যায় শাওয়ালের চাঁদ দেখা যাওয়ায় বাংলাদেশের মুসলমানরা শনিবার তাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপন করবে।
মাগরিবের নামাজের পর ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম জাতীয় মসজিদ কার্যালয়ে এক সভা শেষে শুক্রবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটি বিষয়টি নিশ্চিত করেছে।
আরও পড়ুন: সৌদি আরবে ঈদুল ফিতর উদযাপিত হবে শুক্রবার
ইতোমধ্যে রাজধানীসহ দেশের অন্যান্য স্থানে ঈদের জামাত অনুষ্ঠানের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
এদিকে গ্রামের বাড়িতে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে ইতোমধ্যে রাজধানী ছেড়েছেন লাখো মানুষ।
এ উপলক্ষে টেলিভিশন চ্যানেল ও রেডিও স্টেশনগুলো বিশেষ অনুষ্ঠান সম্প্রচার করবে এবং সরকারি ও বেসরকারি অফিস ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হবে।
এছাড়া হাসপাতাল, জেল, সরকার পরিচালিত শিশু হোম-ছোটমনি নিবাস-প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য কেন্দ্র, আশ্রয়কেন্দ্র, এতিমখানা, ভবঘুরে কল্যাণ ও নিঃস্ব কল্যাণ কেন্দ্রে বিশেষ খাদ্য পরিবেশন করা হবে।
আরও পড়ুন: চাঁদপুরের ৪০ গ্রামে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল ফিতর উদযাপন
সৌদি আরবের সঙ্গে মিল রেখে দিনাজপুরে পৃথক স্থানে ঈদুল ফিতর উদযাপন
১ বছর আগে