বৃহত্তম ঈদ
শোলাকিয়ায় দেশের বৃহত্তম ঈদের জামাত অনুষ্ঠিত
দেশের সবচেয়ে বড় ঈদের জামাত আজ সকাল ১০টায় কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়েছে।
ঈদের জামাতে অংশ নিতে শনিবার সকাল থেকেই দূর-দূরান্ত থেকে মানুষ ঈদগাহে ছুটে আসেন।
ময়মনসিংহ ও ভৈরব থেকে দুটি ট্রেন সকালে ভক্তদের নিয়ে কিশোরগঞ্জে পৌঁছায়। সকাল ৯টার মধ্যেই ঈদগাহ লোকে লোকারণ্য হয়ে পড়ে।
ঈদের জামাতে ইমামতি করেন বাংলাদেশ ইসলাহুল মুসলিমীন পরিষদের চেয়ারম্যান মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ।
এ বছর শোলাকিয়া ঈদগাহ ময়দানে ১৯৬তম জামাত অনুষ্ঠিত হয়।
বুধবার অনুষ্ঠানস্থল পরিদর্শনকালে কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ জানান, নিখুঁত নিরাপত্তা নিশ্চিত করতে ঈদগাহ ও এর আশপাশে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
ঈদগাহে শুধু নামাজের টুপি ও মাস্ক পরেই প্রবেশ করতে দেওয়া হয়েছে। এ বছর নিরাপত্তার কারণে কাউকে মোবাইল ফোন ও ছাতা বহন করতে দেওয়া হয়নি।
র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যা ব), পুলিশ, সাদা পোশাকের পুলিশ ও গোয়েন্দাদের পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মোট পাঁচ প্লাটুন মোতায়েন করা হয়েছে। সিসিটিভি ক্যামেরা ছাড়াও, মাঠে নজরদারির জন্য ছয়টি ওয়াচ টাওয়ার এবং ড্রোনও মোতায়েন করা হয়েছিল।
জরুরি কলের জন্য ছয়টি অ্যাম্বুলেন্স এবং ফায়ার সার্ভিস সার্বক্ষণিক প্রস্তুত ছিল।
আরও পড়ুন: কুমিল্লায় ঈদের জামাতে দুই পক্ষের গোলাগুলিতে গুলিবিদ্ধ ১
সিলেটে কোথায় কখন ঈদের জামাত
১ বছর আগে