প্রতিবন্ধী যুবতী
সিরাজগঞ্জের প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১
সিরাজগঞ্জের এনায়েতপুর থানা সদরে বাক প্রতিবন্ধি এক যুবতী ধর্ষণের শিকার হয়েছেন। মঙ্গলবার (১৯ মার্চ) ধর্ষণের অভিযোগে আয়নাল হক নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার আয়নাল এনায়েতপুর গ্রামের মেহের উদ্দিনের ছেলে।
এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: জৈন্তাপুরে শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মাদরাসাশিক্ষক আটক
তিনি বলেন, মঙ্গলবার সকালে ওই প্রতিবন্ধী যুবতী স্থানীয় শালবাগানে গেলে আয়নাল হক তাকে জোরপূবর্ক ধর্ষণ করে।
এ সময় ওই প্রতিবন্ধীর চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে আসে এবং ধর্ষক আয়নালকে আটক করে পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।
এদিকে এনায়েতপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আহম্মেদ মোস্তফা খান বাচ্চু বিষয়টি ৫০ হাজার টাকার বিনিময়ে আপোষ করার চেষ্টা করেছিলেন বলে অভিযোগ উঠেছে। গতরাতে দায়ের করা মামলায় তাকেও আসামি করা হয়েছে।
আরও পড়ুন: ১৩ বছরের স্কুলছাত্রের বিরুদ্ধে ৬ বছরের শিশু ধর্ষণের অভিযোগ
৯ মাস আগে
নলছিটিতে প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ
ঝালকাঠির নলছিটিতে প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণের পর হত্যা করার অভিযোগ উঠেছে। বুধবার দুপুরে উপজেলার পশ্চিম কামদেবপুর গ্রামের ফসলের মাঠ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত স্মৃতি আক্তার (৩৫) পশ্চিম কামদেবপুর গ্রামের মৃত মতিউর রহমান মোল্লার মেয়ে।
আরও পড়ুন: মাদারীপুরে চতুর্থ শ্রেণির ছাএীকে ধর্ষণের অভিযোগ
পুলিশ জানায়, স্মৃতি আক্তার মায়ের সঙ্গে বাড়িতে থাকতো। রাতে ঘরের দরজা খুলে মেয়েকে অজ্ঞাত ব্যক্তিরা নিয়ে যায়। বাড়ির পেছনের একটি ফসলের মাঠে নিয়ে তাকে ধর্ষণের পর হত্যা করে লাশ ফেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
সকালে ঘরের দরজা খোলা পেয়ে নিহতের মা মেয়েকে অনেক খোঁজাখুঁজি করেও পায়নি। দুপুরে ফসলের মাঠে লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা।
এরপর পুলিশ লাশ উদ্ধার করে।
নিহতের মাথায় গুরুতর আঘাতের চিহ্ন ও ধর্ষণের আলামত পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। ঝালকাঠির পুলিশ সুপার আফরুজুল হক টুটুল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতাউর রহমান বলেন, নিহতের মাথায় আঘাত এবং ধর্ষণের আলামত রয়েছে। ধারণা করা হচ্ছে ধর্ষণের পর ওই যুবতীকে হত্যা করে লাশ ফেলে পালিয়েছে দুর্বৃত্তরা।
এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, লাশ উদ্ধার করে বিকালে ময়না তদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।
আরও পড়ুন: ধর্ষণ মামলায় মামুনুল হকের বিরুদ্ধে আরও ২ জনের সাক্ষ্যগ্রহণ
গারো শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ঝিনাইগাতী ছাত্রলীগ নেতা বহিষ্কার,কমিটি বিলুপ্ত
১ বছর আগে