শিক্ষক নিহত
বগুড়া সদর থানার সামনে ছুরিকাঘাতে শিক্ষক নিহত, পুলিশসহ আহত ৩
বগুড়া সদর থানার সামনে ছুরিকাঘাতে অবসরপ্রাপ্ত এক কলেজ শিক্ষক নিহত হয়েছেন৷ এ ঘটনায় পুলিশের দুই সদস্য ও এক পথচারী আহত হন।
শুক্রবার রাত পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে বলে।
আরও পড়ুন: সীতাকুণ্ডে গাড়ির ধাক্কায় নিহত ১
এ ঘটনায় মেন্দি খায়রুল (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আটক মেন্দি খায়রুল বগুড়া শহরের ফুলবাড়ি এলাকার বাসিন্দা এবং সম্রাট পিত্তিরাজের ছেলে।
নিহত শিক্ষক রেজাউল করিম পান্না বগুড়া সরকারি আজিজুল হক কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক। তিনি ফুলবাড়ী এলাকার বাসিন্দা।
আহতরা হলেন, বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের সদস্য শাহাদাৎ হোসেন, গোলাম কিবরিয়া ও পথচারী আব্দুর রউফ।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী ঘটনাটি নিশ্চিত করে জানান, থানার মোড়ে মেন্দি নামের ওই যুবক কলেজ শিক্ষক পান্নাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। এতে বাধা দিতে গেলে দুই পুলিশ সদস্য ও এক পথচারী আহত হন।
পরে আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই কলেজ শিক্ষকের মৃত্যু হয়।
তিনি আরও জানান, আটক মেন্দি জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে তিনি ওই শিক্ষককে ছুরিকাঘাত করেছেন।
আরও পড়ুন: বরিশালে বাসের ধাক্কায় পুলিশ উপপরিদর্শক (এসআই) নিহত
সিলেটে সড়ক দুর্ঘটনায় তরুণ ব্যবসায়ী নিহত
১ বছর আগে
ক্যাম্পাসে মোটরসাইকেল দুর্ঘটনায় চবির শিক্ষক নিহত
চট্টগ্রামে প্রাইভেট কারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষক নিহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ে ১নং গেটের কাছে এই দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: বাস-মোটরসাইকেল সংঘর্ষে খুলনায় ১ ভাই নিহত, অপর ভাই আহত
নিহত আফতাব হোসেন (৪১) চবির প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক এবং তিনি চবির শিক্ষক ডরমিটরি বি সি হলে থাকতেন। তার বাবার নাম ইমাম হোসেন।
আরও পড়ুন: মোটরসাইকেল-ট্রাক সংঘর্ষে নাটোরে এনজিও কর্মকর্তা নিহত
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান জানান, রাত পৌনে ১২টার দিকে মোটরসাইকেল চালিয়ে যাবার সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১নং গেটের কাছে একটি প্রাইভেটকারের ধাক্কা লেগে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর রাত ১টার দিকে তিনি মারা যান।
২ বছর আগে
সাতক্ষীরায় ট্রাকচাপায় শিক্ষক নিহত
সাতক্ষীরার আশাশুনিতে ট্রাকচাপায় এক অবসরপ্রাপ্ত শিক্ষক নিহত হয়েছেন। শনিবার সকাল ৯টার দিকে উপজেলার হলদেপোতা ব্রিজের কাছে এই দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় ট্রাক চালককে আটক করা হয়েছে।
নিহত গোবিন্দ রায় (৬৫) পূর্ব কাটাকাটি গ্রামের সূর্যকান্ত রায়ের ছেলে ও খেজুরডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ১
আটক চালক আমিরুল ইসলাম সদর উপজেলার পারকুকরালি গ্রামের নজরুল গাজীর ছেলে।
নিহতের ভাই সঞ্জয় রায়ের বরাত দিয়ে আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম জানান, সকালে হলদে পোতা ব্রিজের কাছে দাঁড়িয়ে থাকা অবস্থায় পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দিলে গোবিন্দ রায় ঘটনাস্থলে নিহত হন। স্থানীয়রা সঙ্গে সঙ্গে ট্রাক চালককে আটক করে স্থানীয় ইউপি সদস্যের কাছে নিয়ে যায়। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
আরও পড়ুন: বগুড়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
ওসি জানান, লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
২ বছর আগে
মাগুরায় মোটরসাইকেল চাপায় শিক্ষক নিহত
মাগুরায় মোটরসাইকেল চাপায় এক শিক্ষক নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ১০টার দিকে মাগুরা ঝিনাইদহ সড়কের মাগুরা স্টেডিয়ামের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত মো. আব্দুর রাকিব (৪৮) মাগুরা শহরের স্টেডিয়াম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে নিহত
মাগুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মন্জুরুল আলম জানান, বৃহস্পতিবার রাতে ১০টার দিকে মাগুরা ঝিনাইদহ সড়কের মাগুরা স্টেডিয়ামের সামনে এই দুর্ঘটনা ঘটে। এসময় মোটরসাইকেলের আরোহী তিন যুবক আহত হন। আহতদের মাগুরা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় মাগুরা থানায় একটি মামলা হয়েছে।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত
২ বছর আগে
ট্রাক, ট্রলি ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে রাজশাহীতে শিক্ষক নিহত
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রাজাবাড়ী ছয়ঘাটি এলাকায় শুক্রবার মিনি ট্রাক, ট্রলি ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে এক কলেজ শিক্ষক নিহত হয়েছেন।
৪ বছর আগে