ভোগান্তিতে মানুষ
চট্টগ্রামের ৩ জেলার ২৬ রুটে পরিবহন ধর্মঘট চলছে, ভোগান্তিতে মানুষ
চট্টগ্রামের ৩ জেলায় পরিবহন ধর্মঘট চলছে। এই ধর্মঘটের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।
বুধবার (১৮ অক্টোবর) সকাল ৬টা থেকে সড়ক দুর্ঘটনা প্রতিরোধসহ একাধিক দাবিতে চট্টগ্রাম-কক্সবাজার-টেকনাফ-বান্দরবান সড়ক ও উপ-সড়কের ২৬ রুটে সন্ধ্যা ৬টা পর্যন্ত পরিবহন ধর্মঘট চলছে।
চট্টগ্রাম দক্ষিণাঞ্চল-কক্সবাজার-বান্দরবান জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ এ ধর্মঘটের ডাক দেয়। ফলে এসব সড়কে সকাল থেকে কোনো গণপরিবহন চলছে না।
পূর্বে কোনো ঘোষণা ছাড়াই হঠাৎ করে ধর্মঘটের কারণে দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন গন্তব্যের শত শত যাত্রী কর্ণফুলী শাহ আমানত সেতু ও মইজ্জার টেক এলাকায় আটকা পড়েন।
আরও পড়ুন: খুলনায় জ্বালানি তেল ব্যবসায়ীদের তিন দফা দাবিতে ডাকা ধর্মঘট প্রত্যাহার
মালিক-শ্রমিকের দাবিগুলো হচ্ছে- সড়ক ও উপ-সড়কে দুর্ঘটনা প্রতিরোধ, সড়কে শৃঙ্খলা আনা, বিআরটিএ’র অনুমোদন ছাড়া মিনি বাস চ্যাসিসকে লোকাল গ্যারেজে করে দ্বিতল বাসে রূপান্তর করে স্লিপার কোচ নাম দিয়ে অপ্রশস্ত রোডে চলাচল নিষিদ্ধ করা, বহিরাগত এসি/নন-এসি বাস রুট পারমিটের শর্ত ভঙ্গ করে লোকাল রুটের যাত্রী বহনের কারণে গাড়িতে গাড়িতে অসম প্রতিযোগিতা বন্ধ করা, সড়কের দুর্ঘটনা ও প্রাণহানির জন্য দায়ী ইজিবাইক, ব্যাটারি রিকশা, টমটম ও অবৈধ থ্রি হুইলার সিএনজিচালিত অটোরিকশা চলাচল নিষিদ্ধ করা, হাইওয়ের আইন অনুযায়ী রাস্তার উভয় পাশের অবৈধ স্থাপনাসহ হাটবাজার সরিয়ে নেওয়া, ঢাকা ও চট্টগ্রামে একই ট্রাফিক আইনে দ্বিগুণ জরিমানার বৈষম্য দূরীকরণ।
আরও দাবির মধ্যে রয়েছে- চট্টগ্রাম বহদ্দারহাট আঞ্চলিক বাস টার্মিনাল সংস্কার ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ, খোলা ট্রাকে লবণ পরিবহন নিষিদ্ধের সিদ্ধান্ত বাস্তবায়ন, রিকুইজিশানের মাধ্যমে দুই জেলায় রুট পারমিটধারী বাস মিনিবাস কোচ গাড়ি দেশের প্রত্যন্ত এলাকা ও উপজেলায় পাঠানোর নামে রিকুইজিশন বাণিজ্য বন্ধ, কক্সবাজার পৌর বাস টার্মিনালে আবর্জনার স্তুপ অবিলম্বে পরিষ্কার করা।
চট্টগ্রাম দক্ষিণাঞ্চল-কক্সবাজার-বান্দরবান জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মুছা জানান, সড়কে শৃঙ্খলা আনা, সড়ক দুর্ঘটনা প্রতিরোধসহ একাধিক দাবিতে চট্টগ্রাম-কক্সবাজার-টেকনাফ-বান্দরবান সড়ক ও উপ-সড়কে বুধবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পরিবহন ধর্মঘট চলছে। যার কারণে এ রুটে কোনো গাড়ি চলছে না।
এর আগে, ৯ অক্টোবর চট্টগ্রাম নগরী থেকে কক্সবাজার-বান্দরবানসহ দক্ষিণ চট্টগ্রামের সব রুটে দুই ঘণ্টা বাস চলাচল বন্ধ রেখে বিক্ষোভ করেছেন পরিবহন শ্রমিকরা।
আরও পড়ুন: ফিলিং স্টেশন মালিকদের ধর্মঘট প্রত্যাহার না হলে সোমবার থেকে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: বিপিসি
১ বছর আগে
নারায়ণগঞ্জে পাইপলাইন লিকেজের কারণে গ্যাস সরবরাহ বন্ধ, ভোগান্তিতে মানুষ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাই প্রেশার তিতাস গ্যাসের পাইপলাইনে লিকেজ হয়ে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বৃহস্পতিবার দুপুরে রূপগঞ্জ উপজেলার কাঞ্চন সড়কের রূপসী এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রূপসী কাঞ্চন সড়কে তিতাস গ্যাসের আট ইঞ্চি ব্যাসের পাইপ রয়েছে। দুপুর ১টার দিকে রূপসী এলাকায় ওই পাইপ লাইনে হঠাৎ লিকেজ হয়ে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে।
এ সময় বিস্ফোরণ হওয়া জায়গা থেকে বিকট শব্দ করে গ্যাস বের হচ্ছিল। এতে করে রূপসীসহ আশপাশের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শিল্প এলাকা হওয়ায় কল-কারখানার শ্রমিক এবং মালিকপক্ষের লোকজনের মধ্যেও এ আতঙ্ক ছড়িয়েছে।
খবর পেয়ে তিতাস গ্যাসের সোনারগাঁ জোনের যাত্রামুড়া শাখা কার্যালয়ের কর্তৃপক্ষ ঘটনাস্থলে এসে পার্শ্ববর্তী গ্যাসের ডিআরএস (গ্যাসের নিয়ন্ত্রণ স্টেশন) থেকে গ্যাস সরবরাহ বন্ধ করে দেন। পরে ধীরে ধীরে শব্দ কমতে থাকে এবং গ্যাস বের হওয়া বন্ধ হয়।
আরও পড়ুন: রাজধানীর বেশ কয়েকটি এলাকায় 'গ্যাসের গন্ধ' সমস্যাটির সমাধান করা হয়েছে: তিতাস গ্যাস
এ ঘটনায় উপজেলার তারাবো, বরাবো, যাত্রামুড়া, রূপসী, মুড়াপাড়া, মাছিমপুর, মিরকুটিরছেও, ভুলতা, পাচাইখা, শোনাবো, গোলাকান্দাইল, শাওঘাট, সিংলাব, মিয়াবাড়িসহ আরও বিভিন্ন এলাকার গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। ফলে ভোগান্তিতে পড়েন তিতাসের আবাসিক গ্রাহকেরা।
লাইন মেরামতের কাজ শেষ করে দ্রুত গ্যাস সরবরাহের দাবি জানান সেখানকার বাসিন্দারা।
তিতাস গ্যাসের সোনারগাঁ জোনের যাত্রামুড়া শাখা কার্যালয়ের ব্যবস্থাপক মেজবাউল হক বলেন, পাইপলাইনে লিকেজ হয়ে গ্যাস বেরোচ্ছে এমন সংবাদ পেয়ে সঙ্গে সঙ্গে তিতাসের লোকজনকে ঘটনাস্থলে পাঠানো হয় এবং ডিআরএস থেকে তাৎক্ষণিক গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়া হয়।
তিনি আরও বলেন যে লিকেজ হওয়া পাইপলাইন দ্রুত মেরামতের কাজ চলছে। কাজ শেষ হলে পুনরায় গ্যাস সরবরাহ চালু করা হবে।
আরও পড়ুন: গ্যাসের গন্ধের খবরে ঢাকাবাসীকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জ্বালানি মন্ত্রণালয়ের
১ বছর আগে