ধামইরহাট সীমান্ত
ধামইরহাট সীমান্তে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক
নওগাঁর ধামইরহাটের বস্তাবর সীমান্তে ভারতের কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতি নিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ জানুয়ারি)বিকাল সাড়ে ৪টার দিকে ওই উপজেলার বস্তাবর সীমান্ত চৌকি (বিওপি) সংলগ্ন শূন্য রেখায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।
ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) ১২৩ ব্যাট্যালিয়নের শিবরামপুর কোম্পানি কমান্ডারের সঙ্গে বর্ডার গার্ড বাংলাদেশ ১৪ ব্যাটালিয়নের (বিজিবি) বস্তাবর বিওপির কোম্পানির কমান্ডারের সঙ্গে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: সীমান্ত অপরাধ দমনে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত
এ বিষয়ে জানতে চাইলে শুক্রবার রাতে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির ১৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, `বিজিবি ও বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে। কাঁটাতারের বেড়া নির্মাণকাজ বন্ধ রাখতে সম্মত হয়েছে বিএসএফ। সীমান্তে কাঁটাতারের বেড়া বা রাস্তা হবে কি না তা বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠক করে সিদ্ধান্ত নেবেন।’
তিনি বলেন, ‘বিএসএফ বলেছেন তারা সীমান্তের শূন্য রেখা থেকে ১৫০ গজের মধ্যে তারা কোনো বেড়া বা স্থাপনা করবে না। প্রতিশ্রুতি ভঙ্গ করে ১৫০ গজের মধ্যে বেড়া বা স্থাপনা করার চেষ্টা করলে বিজিবি প্রতিহত করবে।’
বিজিবি ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, ধামইরহাট উপজেলার বস্তাবর সীমান্তে প্রায় ৬০০ গজের মধ্যে দুই দেশের কোনো বেড়া নেই।
গত বুধবার সকাল ৯টা থেকে বিজিবির সঙ্গে কোনো সমঝোতা ছাড়াই সীমান্তের শূন্যরেখা থেকে ভারতীয় সীমান্তে বিএসএফের সদস্য ও কিছু নির্মাণশ্রমিকের কার্যক্রম চোখে পড়ে। ওই এলাকায় তারা গাছপালা কাটছিলেন এবং এক্সকাভেটর (খননযন্ত্র) দিয়ে মাটি কাটার কাজ করছিলেন।
আইন অনুযায়ী সীমান্তের শূন্যরেখা থেকে ১৫০ গজের মধ্যে ফসল চাষ ব্যতীত সীমান্তবর্তী কোনো দেশ তাদের সীমানায় বেড়া কিংবা কোনো স্থাপনা নির্মাণ করতে পারবে না। কিন্তু বিএসএফের সদস্যরা আন্তর্জাতিক আইন ভঙ্গ করে সীমান্তে স্থাপনা নির্মাণের চেষ্টা করেন।
জানতে পেরে বিজিবি সদস্যরা তাদের বাধা দেন। পরে কাজ না করেই ফিরে যান বিএসএফের সদস্যরা।
আরও পড়ুন: টেকনাফে বিজিবি-বিজিপির মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত
৮১ দিন আগে
নওগাঁয় ৫০ লাখ টাকা মূল্যের ৬টি স্বর্ণের বার জব্দ, গ্রেপ্তার ১
নওগাঁর ধামইরহাট সীমান্তে ভারতে পাচারকালে অর্ধকোটি টাকা মূল্যের ৬টি স্বর্ণের বার জব্দ করা হয়েছে। এসময় একজনকে গ্রেপ্তারের দাবি করেছে বিজিবি।
শুক্রবার (২৮ এপ্রিল) দুপুরে নওগাঁর পত্নীতলা ১৪ বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন নওগাঁ ১৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল হামিদ উদ্দিন।
গ্রেপ্তার কিবরিয়া (৩৮) ধামইরহাট উপজেলার চকবদল গ্রামের মো. আলাউদ্দিনের ছেলে।
সংবাদ সম্মেলনে নওগাঁর পত্নীতলার ১৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল হামিদ উদ্দিন জানান, নওগাঁর ধামইরহাট সীমান্তে গ্রেপ্তার কিবরিয়া দীর্ঘদিন যাবত মাদক চোরাকারবারির সঙ্গে জড়িত। এর আগে ধামইরহাট থানায় তার বিরুদ্ধে মাদক পাচারের মামলাও রয়েছে।
আরও পড়ুন: টেকনাফে মাদক জব্দ, আটক ৪
৭০৪ দিন আগে