কামরাঙ্গীরচর
খাগড়াছড়িতে কামরাঙ্গীরচর হত্যা মামলার প্রধান অভিযুক্ত গ্রেপ্তার
খাগড়াছড়িতে গত ১৭ অক্টোবর গুলি করে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তির নাম পিচ্চি মনির।
লালবাগ ডিবি পুলিশের উপ-পুলিশ কমিশনার মশিউর রহমান জানান, লালবাগ জোনের ডিবি পুলিশের একটি দল বুধবার খাগড়াছড়ি জেলা থেকে মনিরকে গ্রেপ্তার করে।
জিজ্ঞাসাবাদশেষে কামরাঙ্গীরচর এলাকা থেকে হত্যায় ব্যবহৃত একটি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৯ নভেম্বর ৪ জনকে গ্রেপ্তার করে পুলিশ।
১৭ অক্টোবর কামরাঙ্গীরচরে নিজ বাসার সামনে রমজান আলী ওরফে পেটকাটা রমজান নামে এক অপরাধীকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।
পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, চুরি যাওয়া মূল্যবান জিনিসপত্র ও মাদক বিক্রি করে অর্জিত অর্থ ভাগাভাগি নিয়ে পিচি মনিরের সঙ্গে রমজানের শত্রুতা ছিল।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে ফেনসিডিল জব্দ, গ্রেপ্তার ৩
সিলেট মহানগর বিএনপি ও জেলা যুবদলের সভাপতি গ্রেপ্তার
১১ মাস আগে
কামরাঙ্গীরচরে পিকআপ ভ্যানের ধাক্কায় অজ্ঞাত যুবকের মৃত্যু
রাজধানীর কামরাঙ্গীরচর থানার লোহার ব্রিজের ঢালে রাস্তা পার হওয়ার সময় পিকআপ ভ্যানের ধাক্কায় অজ্ঞাতপরচিয় এক যুবকের মৃত্যু হয়েছেন। এই ঘটনায় চালকসহ পিকআপ ভ্যানটি আটক করেছে পুলিশ।
শুক্রবার (১৩ অক্টোবর) ভোরবেলা এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় ওই যুবককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ২
তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় পাওয়া যায়নি। তার বয়স আনুমানিক ৩৬ বছর। পড়নে ছিল ব্লু সার্ট ও চেক লুঙ্গি।
বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন কামরাঙ্গীরচর থানার উপপরিদর্শক (এসআই) নুসরাত জাহান নুপুর।
তিনি বলেন, ডিউটি করার সময় আমরা খবর পাই কামরাঙ্গীরচর থানার লোহার ব্রিজের ঢালে সুরুচি হোটেলের সামনে পিকআপের ধাক্কায় এক ব্যক্তি আহত হয়ে পড়ে আছে। পরে আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, এই ঘটনায় চালকসহ পিকআপ ভ্যানটি আটক করা হয়েছে। প্রাথমিকভাবে আমরা নিহত ব্যক্তির নাম-পরিচয় জানতে পারিনি। লাশটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। প্রযুক্তির সহায়তায় তার লাশ শনাক্তের চেষ্টা চলছে।
আরও পড়ুন: উখিয়ায় সড়ক দুর্ঘটনায় এলজিইডি কর্মকর্তা নিহত, আহত ৪
নড়াইলে সড়ক দুর্ঘটনায় নিহত ২
১ বছর আগে
কামরাঙ্গীরচরকে আধুনিক ব্যবসাকেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে: ঢাদসিক মেয়র
কামরাঙ্গীরচরকে একটি আধুনিক ব্যবসায়িক কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ঢাদসিক) মেয়র শেখ ফজলে নূর তাপস।
বুধবার (১১ অক্টোবর) সকালে কামরাঙ্গীরচরের লোহার ব্রিজ থেকে নিজামবাগ বেড়িবাঁধ পর্যন্ত 'বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কামরুল সরণি'র নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে ঢাদসিক মেয়র গণমাধ্যমকে এসব কথা বলেন।
তিনি বলেন, ‘কামরাঙ্গীরচরে অপরিকল্পিত নগরায়ন হয়েছে। আমরা ঢাকা শহরকে একটি বাসযোগ্য, পরিকল্পিত নগরীতে রূপান্তর করার যে মহাপরিকল্পনা নিয়েছি, সেই পরিপ্রেক্ষিতে কামরাঙ্গীরচরকে একটি আধুনিক ব্যবসায়িক কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চাই। উন্নত দেশে আমরা দেখি, একটি সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক বা ফিনান্সিয়াল হাব থাকে। সেভাবেই কামরাঙ্গীরচরকে গড়ে তোলার পরিকল্পনা আমরা নিয়েছি।’
ঢাদসিক মেয়র বলেন, ‘আমরা আদি বুড়িগঙ্গা পুনঃখনন করছি। আদি বুড়িগঙ্গা তার রূপ আবার ফিরে পাচ্ছে। এর পাশ দিয়েই আমরা নান্দনিক পরিবেশ সৃষ্টি করব। এই লোহারপুল সেতুর জায়গায় আমরা ছয় সারি বিশিষ্ট একটা আধুনিক সেতু নির্মাণ করব। এর উত্তরদিকে যে এলাকা রয়েছে আমরা সেখানে আধুনিক মানের একটি ফাইভ স্টার হোটেল, কনভেনশন হল, ৫০তলা বিশিষ্ট নান্দনিক ভবনসহ অন্যান্য স্থাপনা নির্মাণ করব।
তিনি আরও বলেন, দক্ষিণ দিকে সুন্দরভাবে আবাসন গড়ে তুলব। এ ছাড়াও বুড়িগঙ্গা নদীর পাড় দিয়ে নিজামবাগ থেকে ঝাউচর পর্যন্ত আরও ৪ সারি সড়ক নির্মাণ করা হবে। এভাবেই কামরাঙ্গীরচরকে একটি আধুনিক নগরীতে পরিণত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। তারই ফলশ্রুতিতে আজ এই নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে।’
আরও পড়ুন: সায়েদাবাদ বাস টার্মিনাল সার্ভিস কাঁচপুরে স্থানান্তর করা হবে: মেয়র তাপস
তিনি বলেন, ‘আপনারা আমাদের উপর যে আস্থা রেখেছেন, তার পরিপ্রেক্ষিতে বলতে পারি এখানে যেসব সরকারি জমি রয়েছে সেগুলো অবশ্যই দখলমুক্ত করা হবে। কিন্তু ব্যক্তি মালিকানাধীন যেসব জমির প্রয়োজন হবে, আমরা তাদের পূর্ণরূপে ক্ষতিপূরণের ব্যবস্থা করব। কেউ বঞ্চিত হবে না। যথাসময়ের পূর্বে আপনারা ক্ষতিপূরণে অর্থ পেয়ে যাবেন।’
আগামী ২ থেকে ৩ বছরের মধ্যে কামরাঙ্গীরচরের উন্নয়ন কার্যক্রম দৃশ্যমান হবে উল্লেখ করে ঢাদসিক মেয়র বলেন, ‘রাজধানী ঢাকার আধুনিক প্রাণকেন্দ্র হবে কামরাঙ্গীরচর। দুই পাশে নদী পরিবেষ্টিত এই ধরনের নান্দনিক পরিবেশ শুধু ঢাকা শহরই নয়, সারা বাংলাদেশেও পাওয়া যাবে না। সেভাবেই আমরা কামরাঙ্গীরচরকে গড়ে তুলছি। ইনশাল্লাহ আগামী ২ থেকে ৩ বছরের মধ্যেই কামরাঙ্গীরচরের চেহারা পাল্টে যাবে। পরিকল্পিত নগরায়নের আধুনিক সব সুযোগ-সুবিধা কামরাঙ্গীরচরবাসী পাবে।’
অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আইনজীবী কামরুল ইসলাম বলেন, ‘আজকে দেশে উন্নয়ন হচ্ছে, অগ্রগতি হচ্ছে। উন্নয়নের এই ধারাবাহিকতাকে আমরা যাতে এগিয়ে নিয়ে যেতে পারি, এই অর্জনগুলোকে আমরা যাতে রক্ষা করতে পারি, কোনো হায়েনার দল যেন এই অর্জনগুলোকে নষ্ট করতে না পারে সেজন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা, গণতন্ত্রের অগ্রযাত্রাকে এগিয়ে নিতে আমরা সবাই শেখ হাসিনার পাশে ঐক্যবদ্ধ থাকব।’
এ সময় আইনজীবী কামরুল ইসলাম কামরাঙ্গীরচরের উন্নয়নে বিশেষ নজর রাখায় ঢাদসিক মেয়রকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
পরে সিদ্দিক বাজার আধুনিক নগর বিপনী বিতানের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ তাপস।
উল্লেখ্য যে, ঢাদসিকের নিজস্ব অর্থায়নে এই সড়কটি নির্মাণ করা হবে। ২ হাজার ২০০ ফুট দৈর্ঘ্য এবং ১০৪ ফুট গড় প্রশস্ততার এই সড়ক নির্মাণে ব্যয় হবে ৩৯ কোটি টাকা।
অনুষ্ঠানে করপোরেশনের সচিব আকরামুজ্জামান, প্রধান প্রকৌশলী আশিকুর রহমান, ৩ নম্বর অঞ্চলের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা বাবর আলী মীর, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. ইফতেখার আহমেদ চৌধুরী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী কাজী বোরহান উদ্দিন, কাউন্সিলরদের মধ্যে ৫৫ নম্বর ওয়ার্ডের মো. নুরে আলম, ৫৬ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ হোসেন, ৫৭ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ সাইদুল ইসলাম, ২৪ নম্বর ওয়ার্ডের মো. মোকাদ্দেস হোসেন জাহিদ এবং সংরক্ষিত আসনের শেফালী আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: মুষলধারে বৃষ্টির পরেও জাতীয় ঈদগাহে নির্বিঘ্নে জামাত আদায় হয়েছে: মেয়র তাপস
১ বছর আগে
নারায়ণগঞ্জে যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার ২
নারায়ণগঞ্জের রূপগঞ্জে রাজমিস্ত্রি সুমনকে(৩৫) হত্যার ঘটনায় দায়ের করা মামলায় দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
রবিবার (১ অক্টোবর) ঢাকার কামরাঙ্গীরচর থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন র্যাব-১১ এর সিনিয়র এএসপি ও গণমাধ্যম কর্মকর্তা মো. রিজওয়ান সাঈদ জিকু।
গ্রেপ্তার যুবকরা হলেন- কিশোরগঞ্জের নিকলী উপজেলার ছাতিরচর গ্রামের রঙ্গু বেপারীর ছেলে আরমান (৩৫) ও জালাল উদ্দিনের ছেলে সেতুল (২৯)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রবিবার ঢাকার কামরাঙ্গীরচর থানার মাদবর বাজারের আশরাফাবাদ রোড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে র্যাব-১১।
আরও পড়ুন: বাগেরহাটে স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২
২০২৩ সালের ১৯ সেপ্টেম্বর রাতে সুমনকে ডেকে পলাশ কয়েল ফ্যাক্টরির পেছনে নিয়ে যায় সুমনকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে হত্যা করেছে বলে তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে।
এ ঘটনায় নিহতের মা নার্গিস বেগম (৬৪) বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তারদের রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
আরও পড়ুন: কোম্পানীগঞ্জে ভারতীয় শাড়ি-লেহেঙ্গা জব্দ, গ্রেপ্তার ২
১ বছর আগে
রাজধানীর কামরাঙ্গীরচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু
রাজধানীর কামরাঙ্গীরচরে বৈদ্যুতিক তারের সঙ্গে জড়িয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার ভোরে একটি ভাড়ি মেশিন প্লাস্টিক কারখানায় ঢুকানোর সময় এই ঘটনা ঘটে।
মৃত শ্রমিক মো. শাহিন (৩৩) ওই এলাকার মজিবর রহমানের ছেলে।
শাহীনের সহকর্মী রজবের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, লাশটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আমরা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করি। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, আমরা লেবারের কাজ করি, ভোরে বিক্রমপুর প্লাস্টিক কারখানায় একটি মেশিন সাপ্লাই দিতে গিয়ে ঐ মেশিনটি কারখানায় ঢোকানোর সময়ে গেইটের সামনে বৈদ্যুতিক তারে শাহিন বিদ্যুৎস্পৃষ্টে অচেতন হয়ে পরে। পরে তাকে হাসপাতালে নিয়ে আসি। ঠিকাদারের অধীনে তারা কাজ করে বলে জানান এক সহকর্মী।
আরও পড়ুন: তেজগাঁওয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিরাপত্তারক্ষীর মৃত্যু
কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৈদ্যুতিক মিস্ত্রির মৃত্যু
১ বছর আগে
রাজধানীতে ৮ বছর পলাতক হিজবুত তাহরীর নেতা গ্রেপ্তার
রাজধানীর কামরাঙ্গীরচর এলাকা থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের এক সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। তিনি আট বছর পলাতক ছিলেন।
রবিবার দুপুরে কামরাঙ্গীরচরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন: চট্টগ্রামে ৫ বছরের শিশুকে ধর্ষণ, ধর্ষক গ্রেপ্তার
গ্রেপ্তার নাফিজ সালাম উদয় (৪৫) শহরের আদাবর এলাকার বাসিন্দা। এছাড়া তিনি 'দাওয়াত'-এর একজন সক্রিয় সদস্য এবং হিযবুত তাহরীরের অর্থ বিভাগের একজন সক্রিয় সদস্য।
সোমবার সকালে র্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. ফজলুল হক এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, নাফিস সালাম উদয় নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিজবুত তাহরীরের শীর্ষ জঙ্গি নেতা এবং দাওয়াতি ও অর্থ বিভাগের সক্রিয় সদস্য। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-২ এর সন্ত্রাসবিরোধী সেলের একটি বিশেষ দল রবিবার দুপুরে কামরাঙ্গীরচরে অভিযান চালিয়ে নাফিজকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে মোহাম্মদপুর ও আদাবর থানায় তিনটি মামলা এবং মোহাম্মদপুর থানায় পুলিশ লাঞ্ছিতের একটি মামলা রয়েছে।
তিনি আরও বলেন, তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনাল গ্রেপ্তারি পরোয়ানাও জারি করেছে। এছাড়া তিনি আট বছর পলাতক ছিলেন।
তিনি হিযবুত তাহরীরের বাংলাদেশ শাখার আমীর ও অন্যান্য গ্রুপের নেতাদের সঙ্গে যোগাযোগ রেখে রাষ্ট্রবিরোধী লিফলেট বিতরণ করতেন এবং বিভিন্ন মসজিদে লোকদের আমন্ত্রণ জানাতেন। এছাড়া তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
তার কাছ থেকে পাওয়া তথ্য যাচাই-বাছাই করে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের অন্য সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান র্যাবের এই কর্মকর্তা।
আরও পড়ুন: চট্টগ্রামে অস্ত্রসহ ১৮ মামলার আসামি গিট্টু জাহাঙ্গীর গ্রেপ্তার
১০ বছর আত্মগোপনের পর মিরপুরে ২২ মামলার আসামি গ্রেপ্তার
১ বছর আগে
কামরাঙ্গীরচর থেকে ২ তরুণের লাশ উদ্ধার
৯৯৯-এ ফোন পেয়ে রাজধানীর কামরাঙ্গীরচর থেকে দুই তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে কামরাঙ্গীরচর থানার মুসলিমবাগ এলাকার সুরভি প্লাস্টিক কারখানার পাশ থেকে দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে গেলে চিকিৎসকেরা তাদের মৃত ঘোষণা করেন।
নিহতদের নাম মেরাজ (১৯) ও রুবেল (১৮)। নিহতেরা দুজন বন্ধু ছিলেন। নিহত মেরাজ পার্শ্ববর্তী একটি প্লাস্টিক কারখানায় কাজ করত।
কামরাঙ্গীরচর থানার উপপরিদর্শক (এসআই) অনিরুদ্ধ জানান, কি কারণে ওই তরুণদের হত্যা করা হয়েছে তা এখনও নিশ্চিত হতে পারেনি তারা।
পুলিশ আরও জানায়, বিষয়টি নিয়ে তদন্ত চলছে, পরে বিস্তারিত জানানো হবে।
অপর একটি সূত্র জানায়, নিহতেরা কিশোর গ্যাং এর আধিপত্যকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ডের শিকার হয়েছে।
আরও পড়ুন: কক্সবাজার সৈকতে ২ যুবকের লাশ উদ্ধার
কুষ্টিয়ায় ইবি শিক্ষকের স্ত্রীর লাশ উদ্ধার
২ বছর আগে
কামরাঙ্গীরচরে পলিথিন কারখানায় আগুন
ঢাকার কামরাঙ্গীরচরের কয়লার ঘাটে পলিথিন তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার জানান, ফায়ার সার্ভিসের চারটি ইউনিট তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে দেড় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনের সূত্রপাতের কারণ এখনও জানা যায়নি বলে জানান তিনি।
এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আরও পড়ুন: মিরপুরে আবাসিক ভবনে আগুন, দগ্ধ ৩
২ বছর আগে
স্ত্রী-মেয়েকে শ্বাসরোধে হত্যার দায় স্বীকার মুকুন্দ চন্দ্রের
রাজধানীর কামরাঙ্গীরচরে স্ত্রী ও মেয়েকে শ্বাসরোধ করে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন মুকুন্দ চন্দ্র দাস।
সোমবার (২৬ জুলাই) চিকিৎসা শেষে আসামি মুকুন্দ্র চন্দ্র দাসকে আদালতে হাজির করা হয়। এ সময় স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হন তিনি।
এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা কামরাঙ্গীরচর থানার উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম ফৌজদারি কার্যবিধি ১৬৪ ধারায় আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন।
পড়ুন: কামরাঙ্গীরচরে আগুন: আহত দম্পতির মৃত্যু
আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী তার জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাকে কারাগারে পাঠানো হয়।
কামরাঙ্গীরচর থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক হেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে রবিবার মামলার তদন্ত কর্মকর্তা কামরাঙ্গীরচর থানার এসআই জহিরুল ইসলাম ঘটনার প্রত্যক্ষদর্শী মুকুন্দ্র চন্দ্রের বড় মেয়ে ঝুমা রাণীকে আদালতে হাজির করেন। এরপর সাক্ষী হিসেবে তার জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন।
আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শাহিনুর রহমানের আদালত তার জবানবন্দি রেকর্ড করেন। একই দিন আদালত এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন আগামী ১৪ সেপ্টেম্বর ধার্য করেন।
পড়ুন: মিতু হত্যা: আদালতে জবানবন্দি দেননি বাবুল আক্তার
মেহেরপুরে সমাজসেবা কর্মচারী হত্যা: গ্রেপ্তার ফারুকের স্বীকারোক্তিমূলক জবানবন্দি
গত ১০ বছর ধরে এই পরিবার কামরাঙ্গীরচর এলাকায় বসবাস করছে। তাদের গ্রামের বাড়ি কুমিল্লায়। মোহন্দ্র চন্দ্র ভ্যানগাড়িতে করে সবজি বিক্রি করতেন। আসামি ঋণগ্রস্ত হয়ে পড়েছিলেন এবং ঋণেরকারনে হতাশায় ভুগছিলেন। সম্প্রতি আর্থিক টানাপোড়েনের জেরে স্ত্রীকে মারধর করেছিলেন।
গত শুক্রবার রাতে স্ত্রী ফুলবাসী রানী দাস (৩৪) ও তার ১১ বছরের মেয়ে সুমী রানী দাসের মুখে কীটনাশক ঢেলে শ্বাসরোধে হত্যা করেন মুকুন্দ্র চন্দ্র দাস। মুকুন্দ্র চন্দ্র দাসও কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করেন।
এ ঘটনায় শনিবার রাতে কামরাঙ্গীরচর থানায় একটি মামলা করেন ফুলবাসী রানী দাসের বোন বিশাখাবাসী রানী দাস।
৩ বছর আগে
কেরানীগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর অফিসে আ’লীগ প্রার্থীর ‘হামলা’
কেরানীগঞ্জের কামরাঙ্গীরচরের বড়গ্রাম এলাকায় ৫৬নং ওয়ার্ডের আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থীর বিরুদ্ধে ওই ওয়ার্ডের স্বতন্ত্র পদপ্রার্থীর কার্যালয় ভাঙচুর ও পুড়িয়ে দেয়ার অভিযোগ উঠেছে।
৪ বছর আগে