রাজধানীর কামরাঙ্গীরচর এলাকা থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের এক সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। তিনি আট বছর পলাতক ছিলেন।
রবিবার দুপুরে কামরাঙ্গীরচরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন: চট্টগ্রামে ৫ বছরের শিশুকে ধর্ষণ, ধর্ষক গ্রেপ্তার
গ্রেপ্তার নাফিজ সালাম উদয় (৪৫) শহরের আদাবর এলাকার বাসিন্দা। এছাড়া তিনি 'দাওয়াত'-এর একজন সক্রিয় সদস্য এবং হিযবুত তাহরীরের অর্থ বিভাগের একজন সক্রিয় সদস্য।
সোমবার সকালে র্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. ফজলুল হক এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, নাফিস সালাম উদয় নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিজবুত তাহরীরের শীর্ষ জঙ্গি নেতা এবং দাওয়াতি ও অর্থ বিভাগের সক্রিয় সদস্য। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-২ এর সন্ত্রাসবিরোধী সেলের একটি বিশেষ দল রবিবার দুপুরে কামরাঙ্গীরচরে অভিযান চালিয়ে নাফিজকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে মোহাম্মদপুর ও আদাবর থানায় তিনটি মামলা এবং মোহাম্মদপুর থানায় পুলিশ লাঞ্ছিতের একটি মামলা রয়েছে।
তিনি আরও বলেন, তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনাল গ্রেপ্তারি পরোয়ানাও জারি করেছে। এছাড়া তিনি আট বছর পলাতক ছিলেন।
তিনি হিযবুত তাহরীরের বাংলাদেশ শাখার আমীর ও অন্যান্য গ্রুপের নেতাদের সঙ্গে যোগাযোগ রেখে রাষ্ট্রবিরোধী লিফলেট বিতরণ করতেন এবং বিভিন্ন মসজিদে লোকদের আমন্ত্রণ জানাতেন। এছাড়া তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
তার কাছ থেকে পাওয়া তথ্য যাচাই-বাছাই করে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের অন্য সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান র্যাবের এই কর্মকর্তা।
আরও পড়ুন: চট্টগ্রামে অস্ত্রসহ ১৮ মামলার আসামি গিট্টু জাহাঙ্গীর গ্রেপ্তার