চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে যুবক আহত
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মহানন্দা নদীতে মাছ ধরার সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফএর গুলিতে এক বাংলাদেশি যুবক আহত হয়েছে।
শনিবার (১৭ ফেব্রুয়ারি) ভোরে জেলার ভোলাহাট উপজেলার পোল্লাডাঙ্গা সীমান্তে মহানন্দা নদীতে মাছ ধরার সময় এই ঘটনা ঘটে।
আহত জাহাঙ্গীর আলম উপজেলার গোহালবাড়ি ইউনিয়নের কলোনিপাড়া গ্রামের আব্দুল কুদ্দুস আলমের ছেলে।
স্থানীয়রা জানান, শনিবার ভোর সাড়ে ৪টার দিকে পোল্লাডাঙ্গা সীমান্তে মহানন্দা নদীতে নৌকা নিয়ে মাছ ধরছিল জাহাঙ্গীর আলম। এ সময় বিএসএফ তাকে লক্ষ্য করে গুলি করলে তার ডান হাতে গুলি লাগে। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. দেলোয়ার হোসেন জানান, জাহাঙ্গীরকে ডান হাতের কুনইয়ে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে রামেক হাসপাতালে রেফার করা হয়েছে।
আরও পড়ুন: সিলেটে বাসের ধাক্কায় ৬ পুলিশ সদস্য আহত: চালক-হেলপার-সুপারভাইজার গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জ ৫৯ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, উপজেলার পোল্লাডাঙ্গা সীমান্তে ২০১ নম্বর সীমান্ত এলাকায় আজ ভোর সাড়ে ৪টার মহানন্দা নদীতে মাছ ধরার এক পর্যায়ে জাহাঙ্গীর ভারতীয় সীমানায় চলে গেলে ভারতের মনষামাথা বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি করে। এতে সে আহত হয়।
তিনি আরও জানান, এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে বিএসএফকে কড়া প্রতিবাদলিপি দেওয়া হয়েছে।
আরও পড়ুন: আবারও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, ২ পুলিশ আহত
১০ মাস আগে
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৩৮ কেজি কচ্ছপের হাড় উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৩৮ কেজি কচ্ছপের হাড় উদ্ধার করা হয়েছে। তবে এই ঘটনায় কেউকে আটক করতে পারেনি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার রাত দেড়টার দিকে জেলার ভোলাহাট উজেলার সীমান্তবর্তী চামুষা মাঠ এলাকা থেকে হাড়গুলো উদ্ধার করা হয়।
আরও পড়ুন: ঝিনাইদহ সীমান্তে আটক ৭: বিজিবি
শুক্রবার বিকালে ৫৯ বিজিবি বাটালিয়নের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, নিজস্ব তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আমীর হোসেন মোল্লার নেতৃত্বে বিজিবির একটি বিশেষ টহল দল বৃহস্পতিবার রাত দেড়টার দিকে জেলার ভোলাহাট উজেলার সীমান্তবর্তী চামুষা মাঠ এলাকায় অভিযান চালায়।এসময় মালিকবিহীন অবস্থায় ৩৮ কেজি কচ্ছপের হাড় জব্দ করা হয়।
আরও পড়ুন: ভারত থেকে ৫ বাংলাদেশিকে ফেরাতে ব্যর্থ বিজিবি
এর আনুমানিক মূল্য ৫৭ লাখ টাকা। এ বাপারে প্রয়োজনীয় ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
২ বছর আগে
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অবৈধ আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জ উপজেলায় পিস্তল, ছয় রাউন্ড গুলি ও দু’টি ম্যাগজিন উদ্ধারের দাবি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি।
আরও পড়ুন: কুমিল্লায় ২০ হাজার ইয়াবাসহ আটক ১, অস্ত্র ও গুলি উদ্ধার
৫৯ বিজিবি ব্যাটালিয়নের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিজস্ব তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আমীর হোসেন মোল্লার নেতৃত্বে বিজিবির একটি বিশেষ টহল দল সোমবার রাত ১০টার দিকে শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে আমবাগানে অভিযান চালায়। এসময় মালিকবিহীন পিস্তল, ছয় রাউন্ড গুলি ও দুটি ম্যাগজিন উদ্ধার করা হয়।
আরও পড়ুন: আ’লীগ নেতার বাড়ি থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার
উদ্ধারকৃত এসব মালামালের আনুমানিক বাজার মূল্য এক লাখ এক হাজার ২০০ টাকা। এ ব্যাপারে প্রয়োজনীয় কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
২ বছর আগে
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহতের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জ উপজেলার শিংনগর সীমান্তে রবিবার সন্ধ্যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে সুমন (২২) নামে এক যুবক নিহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে।
৪ বছর আগে
স্বর্ণ পাচারের নতুন রুট চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত
দেশি ও আন্তর্জাতিক চোরাচালানকারী চক্র অরক্ষিত সীমান্ত ও বিট খাটাল থাকায় চাঁপাইনবাবগঞ্জ সীমান্তকে স্বর্ণ পাচারের নতুন নিরাপদ রুট হিসেবে ব্যবহার শুরু করেছে।
৪ বছর আগে