শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়াম
বরিশালে স্টেডিয়ামের ড্রেসিংরুমে ফুটবলারের ‘আত্মহত্যা’
বরিশালের শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামের নির্মিতব্য ড্রেসিংরুমে রবিবার ভোরে গলায় ফাঁস দিয়ে এক ফুটবলার ‘আত্মহত্যা’ করেছেন।
নিহত সোহেল জমাদ্দার (২৩) ঝালকাঠির নলছিটির রায়াপুর বটতলা এলাকার হাফিজ জমাদ্দারের ছেলে এবং ঢাকার সাইফ স্পোটিং ক্লাবের অনুর্ধ্ব ১৭ দলের গোলরক্ষক।
রবিবার নির্ধারিত ম্যাচ থাকায় শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে গিয়েছিলেন তিনি।
তার পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যা থেকে তারা সোহেলের সঙ্গে যোগাযোগ করতে পারেনি।
আরও পড়ুন: চবির হলে গলায় ওড়না পেঁচিয়ে ছাত্রীর ‘আত্মহত্যা’
সোহেলের বোন শান্তা জানান, একটি মেয়ের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের জের ধরে শনিবার তার ভাইয়ের স্ত্রী তাদের আট মাসের শিশুকে নিয়ে বাড়ি থেকে চলে যায়।
মেয়েটির সঙ্গে ইমোতে ভিডিও কলের সময় তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলেও তিনি জানান।
কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) শহীদুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
এসআই শহীদুল আরও বলেন, আলামত হিসেবে তার মোবাইল জব্দ করা হয়েছে। লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে। অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: সিরাজগঞ্জে ঈদের জামা কেনার টাকা না দেওয়ায় কিশোরের ‘আত্মহত্যা’
ঋণ থেকে মুক্তি পেতে কচুয়ায় যুবকের আত্মহত্যা
১ বছর আগে