৩ টিকটকার
ধর্মীয় অনুভূতিতে আঘাত হানায় ঠাকুরগাঁওয়ে ৩ টিকটকার গ্রেপ্তার
ঠাকুরগাঁওয়ে ধর্মীয় অনুভুতিতে আঘাত করে টিকটক ভিডিও করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানোর অভিযোগে তিন কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে।
রবিবার সদর উপজেলার শ্রী কৃষ্ণপুর কোনবাড়ি গ্রামের নিমাই বর্মন (৪৬) বাদি হয়ে তাদের বিরুদ্ধে সদর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করলে পুলিশ তাদের গ্রেপ্তার করে।
আরও পড়ুন: কুয়াকাটায় পর্যটকদের মারধর করে টাকা ছিনতাইয়ের অভিযোগ, গ্রেপ্তার ২
মামলার আসামিরা হলো-সদর উপজেলার শ্রী কৃষ্ণপুর কোনপাড়া গ্রামের মো. আব্দুল কাদেরের ছেলে মো. রিপন ইসলাম (১৭), একই গ্রামের মো. হামিদ ইসলামের ছেলে মো. সজীব ইসলাম (১৩) ও মো. সফর উদ্দিনের ছেলে মো. সোহেল ইসলাম (১৫)।
মামলার বিবরণে জানা যায়, গত বৃহস্পতিবার সদর উপজেলার নারগুন ইউনিয়নের শ্রী কৃষ্ণপুর কোনপাড়া সুক নদীর শ্মশান ঘাট বালুর চড়ে ওই তিন কিশোর ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয় এমন এক টিকটক ভিডিও বানান।
পরে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়।
বিষয়টি মামলার বাদি নিমাই বর্মনের চোখে পড়লে তিনি ওই তিন যুবকের সঙ্গে যোগাযোগ করলে তারা জানায় যে, ভিডিওগুলো ডিলিট করে দেওয়া হয়েছে। তবে তারা আক্রমনাত্মক কথাবার্তা বলেছেন।
পরে মামলার বাদি স্থানীয় মন্দির কমিটির লোকজনের সঙ্গে পরামর্শ করেন ও সদর থানায় মামলাটি দায়ের করেন।
এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জানান, উল্লিখিত তিন কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে মুদি ব্যবসায়ীকে হত্যার ঘটনায় গ্রেপ্তার ২
ইসলামাবাদের আদালত থেকে ইমরান খান গ্রেপ্তার
১ বছর আগে