বর্ডার হাট
বাংলাদেশ-ভারত বর্ডার হাট ফের চালু
দীর্ঘ দুই বছর পর মঙ্গলবার বাংলাদেশ-ভারত বর্ডার হাট– বালাট এবং (পূর্ব খাসি পার্বত্য জেলা, মেঘালয়, ভারত)- লাউয়াঘরে (ডালোরা, সুনামগঞ্জ জেলা, বাংলাদেশ) পুনরায় চালু করা হয়েছে।
১৯ এপ্রিল অনুষ্ঠিত যৌথ সীমান্ত হাট ব্যবস্থাপনা কমিটির এক যৌথ সভায় এই হাট চালুর সিদ্ধান্ত নেয়া হয়।
বর্তমানে বাংলাদেশ ও ভারতের মধ্যে সাতটি বর্ডার হাট রয়েছে এবং আরও ৯টি নতুন সীমান্ত হাট চালুর পরিকল্পনা রয়েছে।
আরও পড়ুন: প্রতিবেশী হিসেবে বাংলাদেশ-ভারত সম্পর্ক কূটনীতির ‘রোল মডেল’: শাহরিয়ার আলম
বর্ডার হাটগুলো দুই দেশের মধ্যকার একধরনের বাজার, যা সীমান্তের উভয় পাশের স্থানীয় বাসিন্দাদের তাদের ‘স্থানীয় পণ্য’ বাজারজাত করতে এবং ক্রয় করার জন্য প্রতিষ্ঠিত হয়েছে।
উল্লেখ্য, যৌথ সীমান্ত হাট ব্যবস্থাপনা কমিটি ১২ মে রিংকু (পূর্ব খাসি পাহাড়, মেঘালয়) – বাগান বাড়ি (ডুয়ারা বাজার, সুনামগঞ্জ)এবং ১৬ মে নালিকাটা (দক্ষিণ পশ্চিম খাসি পাহাড়, মেঘালয়)- সায়দাবাদ (তাহিরপুর, সুনামগঞ্জ) সীমান্ত হাট পুনরায় খোলার সিদ্ধান্ত নিয়েছে।
২ বছর আগে
সীমান্ত হত্যা দুঃখজনক, এটি অবশ্যই বন্ধ করতে হবে: দোরাইস্বামী
বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বাংলাদেশ-ভারত সীমান্তে হত্যাকাণ্ডের বিষয়ে তার দেশের অবস্থান পুনর্ব্যক্ত করে বলেছেন, এটি দুঃখজনক, এটিকে অবশ্যই বন্ধ করতে হবে।
তিনি বলেন, ‘আমরা বারবার বলেছি সীমান্ত হত্যা দুঃখজনক এবং এটা বন্ধ করতে হবে। কিন্তু আমাদের এটিকে সঠিকভাবে সংজ্ঞায়িত করতে হবে, সীমান্তে যারা আহত বা নিহত হয় তারা দু’দেশেরই।
হাইকমিশনার বলেন, কেউ চায় না যে সীমান্তে কেউ আঘাত করুক। মানুষ কেন মানব পাচারসহ অবৈধ কার্যকলাপ চালাচ্ছে ঘনিষ্ঠ সহযোগিতার উপায় খুঁজে বের করার জন্য উভয় পক্ষের আরও শক্তিশালী প্রচেষ্টা দরকার।
বুধবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) এবং রিসার্চ অ্যান্ড ইনফরমেশন সিস্টেম ফর ডেভেলপিং কান্ট্রিজের (রিস) যৌথভাবে আয়োজিত ‘বাংলাদেশ-ভারতের ৫০ বছরের অংশীদারত্ব: আগামী ৫০ বছরের অগ্রযাত্রা’ শীর্ষক এক সেমিনারে তিনি এ কথা বলেন।
আরও পড়ুন: নওগাঁও সীমান্ত থেকে বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ
হাইকমিশনার সীমান্ত এলাকায় আরও বেশি বর্ডার হাট, আন্তঃসীমান্ত অর্থনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে এ সমস্যা সমাধানের উপর গুরুত্ব দেন।
অধ্যাপক রেহমান সোবহানের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথির বক্তব্য দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।
পড়ুন: সীমান্ত হত্যা বন্ধে আন্তর্জাতিক আইনে পদক্ষেপ নেয়ার আহ্বান বিএনপির
আমরা কোনো সীমান্তেই প্রাণহানি চাই না: ভারতীয় হাইকমিশনার
৩ বছর আগে
বিয়ানীবাজারে সীমান্ত হাটের অবকাঠামো উন্নয়নে কাজ করবে ভারত
সিলেটের বিয়ানীবাজারের মুড়িয়ায় বাংলাদেশ-ভারত সীমান্তে চালু হচ্ছে সিলেট জেলার তৃতীয় সীমান্ত হাট (বর্ডার হাট)। এ লক্ষ্যে সব ধরনের প্রশাসনিক কাজ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
৪ বছর আগে