খাগড়াছড়ি, ২৬ মার্চ (ইউএনবি)— ১৮ দিনের ব্যবধানে খাগড়াছড়ির লারমা স্কয়ারে ফের অগ্নিকাণ্ড ঘটেছে। এবারের আগুনে অন্তত ২৪টি ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে।
মঙ্গলবার (২৫ মার্চ) দিবাগত রাত পৌনে ২টার দিকে লারমা স্কয়ারের পাশেই অবস্থিত বোয়ালখালী বাজারের তৃপ্তি হোটেলে প্রথমে আগুন লাগে। এরপর তা আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।
তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা নিশ্চিত করতে পারেননি দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া।
আরও পড়ুন: অগ্নিকাণ্ডে ঘর পুড়ে ছাই, খোলা আকাশের নিচে ঝিনাইদহের ৯ পরিবার
খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের উপ-সহকারী পচিালক মোহাম্মদ জাকের হোসেন জানান, খবর পেয়ে খাগড়াছড়ি, লংগদু ও দীঘিনালা ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে সেনাবাহিনীর দীঘিনালা জোনের সদস্য, দীঘিনালা পুলিশ ও স্থানীয় জনগণের সহযোগিতায় প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত সাড়ে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
এরই মধ্যে কাপড় দোকান, হার্ডওয়ার স্টোর, মুদি দোকান, হোটেল-রেস্তোরাঁসহ অন্তত ২৪টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে ক্ষতিগ্রস্ত হয় বলে জানান এ কর্মকর্তা।