মরিশাসের প্রেসিডেন্ট
৬ষ্ঠ ইন্ডিয়ান ওশান কনফারেন্স ও দ্বিপক্ষীয় কর্মসূচিতে যোগ দিতে ঢাকায় মরিশাসের প্রেসিডেন্ট
মরিশাসের প্রেসিডেন্ট পৃথ্বীরাজসিং রূপন তার স্ত্রী ও মরিশাস সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের নিয়ে বৃহস্পতিবার ঢাকায় পৌঁছেছেন।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
মরিশাস থেকে এটাই প্রথম রাষ্ট্রপতি পর্যায়ের বাংলাদেশ সফর।
পৃথ্বীরাজসিং রূপন ঢাকায় অনুষ্ঠিতব্য '৬ষ্ঠ ইন্ডিয়ান ওশান কনফারেন্স ২০২৩' এর পাশাপাশি দ্বিপক্ষীয় কর্মসূচিতে যোগ দেবেন।
তিনি বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গেও সাক্ষাৎ করবেন।
আরও পড়ুন: ১২ মে ঢাকায় ইন্ডিয়ান ওশান কনফারেন্স উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ মরিশাস সফররত প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
মরিশাসের প্রেসিডেন্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের প্রতি শ্রদ্ধা জানাতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করবেন।
এছাড়া তার ঢাকায় মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শন করার কথা রয়েছে। সফরকালে তিনি টেক্সটাইল শিল্পও পরিদর্শন করবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশ ও মরিশাসের মধ্যে চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্ক রয়েছে।
মরিশাসে কর্মরত প্রায় ২০ হাজার বাংলাদেশির উপস্থিতির ফলে এই সম্পর্ক আরও জোরদার হয়েছে।
আরও পড়ুন: ঢাকায় ইন্ডিয়ান ওশান কনফারেন্স ১২-১৩ মে: মিয়ানমারকে আমন্ত্রণ জানানো হয়নি
১ বছর আগে