প্রতিবন্ধী নারী
লবণ নেওয়ার অজুহাতে ঘরে ঢুকে প্রতিবন্ধী নারীকে ‘ধর্ষণ’
যশোরের অভয়নগরে লবণ নেওয়ার অজুহাতে প্রতিবন্ধী এক নারীর ঘরে ঢুকে তাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই অভিযোগে হালিম মোল্লা নামে তার এক প্রতিবেশীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে উপজেলার ধুলগ্রাম এলাকায় ভুক্তভোগীর নিজ বাড়িতে এই ঘটনা ঘটে। ঘটনার একদিন পর ভুক্তভোগীর পরিবার বিষয়টি জানতে পারেন। এ ঘটনায় অভয়নগর থানায় মামলা করেছে ভুক্তভোগীর পরিবার।
এরপর গতকাল (শনিবার) অভিযুক্তকে যশোর সদর উপজেলার জয়তা গ্রাম থেকে গ্রেপ্তার করে পুলিশ।
ধর্ষণের শিকার নারী বাক প্রতিবন্ধী এবং মানসিকভাবে কিছুটা ভারসাম্যহীন বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) সৈয়দ বকতিয়ার আলী।
তিনি জানান, ঘটনার সময় ওই নারী বাড়িতে একা ছিলেন। সেদিন সকাল ৯টার দিকে প্রতিবেশী হালিম মোল্লা লবণ নেওয়ার অজুহাতে তার বাড়িতে যান। ভুক্তভোগী নারী রান্নাঘর থেকে লবণ আনতে গেলে হালিম ঘরে ঢুকে তাকে ধর্ষণ করেন। ঘটনার পর তিনি দ্রুত সেখান থেকে সটকে পড়েন। পরের দিন বিষয়টি বুঝতে পেরে ভুক্তভোগীর পরিবারের সদস্যরা তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি এলাকা ছেড়ে পালিয়ে যান। পরে তার বিরুদ্ধে মামলা করা হয়। এরপর হালিমের অবস্থান শনাক্ত করে শনিবার তাকে আটক করা হয়।
রোববার (৩১ আগস্ট) হালিম মোল্লাকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
৯৫ দিন আগে
মেহেরপুরে লাটাহাম্বারের চাপায় প্রতিবন্ধী নারীর মৃত্যু
মেহেরপুরে গরু বোঝাই লাটাহাম্বারের (ইঞ্জিন চালিত গাড়ির আঞ্চলিক নাম) চাপায় নিছারন নামে এক প্রতিবন্ধী নারীর মৃত্যু হয়েছে।
শনিবার (২৭ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের চোখতোলা মাঠে এই দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: চট্টগ্রামে আগুনে পুড়ে প্রতিবন্ধী নারীর মৃত্যু
নিহত নিছারন নেছা (৫৫) গাংনী উপজেলার কাষ্টদহ গ্রামের মাঠপাড়া এলাকার আব্দুল মোতালেবের মেয়ে।
স্থানীয়রা জানান, নিছারন চোখতোলা থেকে জোড়পুকুরিয়ায় যাচ্ছিলেন। তখন লাটাহাম্বারটি বামন্দী থেকে গাংনীর দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নিছারনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান নিছারন। ঘটনার পরপরই চালক ও গরুর মালিকরা গরু নিয়ে পালিয়ে যান।
আরও পড়ুন: মনপুরায় মানসিক প্রতিবন্ধী নারীর লাশ উদ্ধার
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে গাংনী থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছেছে। নিহতের লাশ উদ্ধারের প্রস্তুতি চলছে।’
আরও পড়ুন: ভোলার ইলিশায় নদী তীরের সিসি ব্লক ধ্বসে বাকপ্রতিবন্ধী নারীর মৃত্যু
৪৯৫ দিন আগে
চট্টগ্রামে আগুনে পুড়ে প্রতিবন্ধী নারীর মৃত্যু
চট্টগ্রাম মহানগরীতে আগুনে পুড়ে এক প্রতিবন্ধী নারীর মৃত্যু হয়েছে। রবিবার (১৪ মে) দুপুরে নগরীর চান্দগাঁও থানার এক কিলোমিটার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত হাছিনা বেগম টুনু (৫৫) ওই এলাকার জাকির হোসেনের স্ত্রী।
আরও পড়ুন: মাগুরায় গবাদিপশু বাঁচাতে গিয়ে আগুনে পুড়ে স্কুলছাত্রের মৃত্যু
জানা যায়, এ ঘটনায় আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে ইব্রাহিম নামে এক ফায়ার সার্ভিস কর্মী আহত হয়েছেন। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানায়, দুপুরে এক কিলোমিটার এলাকার নজরুল কলোনীতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট এবং স্থানীয়রা মিলে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বেশ কয়েকটি ঘর পুড়ে গেছে।
চান্দগাঁও থানার উপপরিদর্শক (এসআই) অসীম জানান, এক কিলোমিটার এলাকায় বসতঘরে আগুন লেগে পুড়ে এক বৃদ্ধ নারী ঝলসে যায়। পরে তাকে আমরা উদ্ধার করে চমেক হাসপাতালে আনলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: নাটোরে আগুনে পুড়ে ২ সন্তানসহ মায়ের মৃত্যু, আহত বাবা
রাঙ্গুনিয়ায় বসতঘরে আগুনে পুড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
৯৩৫ দিন আগে