স্ত্রীকে খুন
রূপগঞ্জে স্ত্রীকে খুনের অভিযোগ যুবক আটক
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ছুরিকাঘাতে স্ত্রীকে খুনের অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। রবিবার (২৩ মার্চ) দুপুর ১২টার দিকে রূপগঞ্জের ইছাখালী থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত নারীর নাম ফারজানা আক্তার (২২)। তার স্বামীর নাম তারিকুল ইসলাম (৩২)। দু’জনেই গাইবান্ধার সুন্দরগঞ্জের বাসিন্দা হলেও তারা ইছাখালীতে ভাড়া বাসায় থাকতেন।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা জানান, ইছাখালীতে পরকীয়ার জেরে স্বামী তারিকুল ছুরিকাঘাত করেন স্ত্রী ফারজানাকে। দুপুরে ১২টায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়।
স্বামীকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন বলেও জানান ওসি।
আরও পড়ুন: কেরাণীগঞ্জে মাদকাশক্তি নিরাময় কেন্দ্রে যুবকের ছুরিকাঘাতে কর্মচারী নিহত
নওগাঁর মান্দায় ছুরিকাঘাতে একজন নিহত
৮ মাস আগে
সিলেটে ছুরিকাঘাতে স্ত্রীকে খুন, স্বামী গ্রেপ্তার
সিলেট নগরীর মেজরটিলায় স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় স্বামীকে গ্রেপ্তার করেছে শাহপরাণ থানা পুলিশ।
শুক্রবার (২১ জুলাই) রাত সাড়ে ৯টায় নগরীর শাহপরাণ এলাকার জাকারিয়া সিটি পার্কে অভিযান চালিয়ে বিশ্বজিৎকে গ্রেপ্তার করে পুলিশ।
শনিবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
বিশ্বজিৎ দেব নাথ (২৬)সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার নৃপেন্দ্র দেবনাথের ছেলে ও শিমলা রাণী নাথ (২১) এর স্বামী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকাল ৩টার দিকে নিহত শিমলা রাণী নাথ বাবার বাড়িতে ঘরের কাজ করছিলেন। এ সময় স্বামী বিশ্বজিৎ এসে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে আলাপ শুরু করেন। এক পর্যায়ে তাদের মধ্যে কথাকাটাকাটি শুরু হলে স্ত্রীকে ছুরিকাঘাত করেন বিশ্বজিৎ। স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: চট্টগ্রামে ছোট ভাইয়ের বিরুদ্ধে ছুরিকাঘাতে বড় ভাই খুনের অভিযোগ
এদিকে, স্ত্রীকে খুন করে বাসা থেকে পালিয়ে যান ঘাতক স্বামী বিশ্বজিৎ। তাকে ধরতে সিলেট নগরীর বিভিন্ন স্থানে ঝটিকা অভিযান চালায় পুলিশের একাধিক টিম।
নিহত শিমলার বাবা জিতেন্দ্র দেবনাথ বলেন, বিশ্বজিৎ এর সঙ্গে ছয় থেকে সাত মাস আগে শিমলার বিয়ে দিয়েছিলেন।
শিমলা নগরের নয়াসড়ক এলাকায় একটি কসমেটিক্সের দোকানে চাকরি করতেন। একইসঙ্গে সিলেট সরকারি মহিলা কলেজে অনার্স পড়ছিলেন একুশ বছরের এ তরুণী। বেকার স্বামীকে বিয়ের পর থেকে একটা কিছু করার জন্য তাগাদা দিতে থাকেন তিনি। এ নিয়ে দু’জনের মধ্যে মনোমালিন্য চলছিল। কিছুদিন পূর্বে শিমলা স্বামীর বাসা থেকে আমাদের কাছে চলে আসে। বিশ্বজিৎ তাকে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়ে বৃহস্পতিবার (২০ জুলাই) দুপুরের দিকে নিজের কিছু বখাটে বন্ধু-বান্ধব নিয়ে শিমলার কর্মস্থলে গিয়ে তাকে নানাভাবে হুমকি-ধমকি দিয়েছেন। এ কারণে তার বাবা বৃহস্পতিবারই শাহপরাণ থানায় একটি জিডি দায়ের করেছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছে শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে। নিহত শিমলা হুমকি দেওয়ার কারণে তার পিতা থানায় সাধারণ ডায়রি করেন পরে স্বামী বিশ্বজিৎকে গ্রেপ্তার করা হয়েছে।
তাকে জিজ্ঞাসাবাদ শেষে শনিবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান ওসি।
আরও পড়ুন: কানাইঘাটে ব্যবসায়ীর ১৩ লাখ টাকা লুট, যুবক খুন
১ বছর আগে
ঝালকাঠিতে স্ত্রীকে খুনের পর ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের আত্মসমর্পণ!
ঝালকাঠিতে নিজের স্ত্রীকে খুনের পর ফেসবুকে স্ট্যাটাস দিয়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন এক যুবক। সোমবার (১৫ মে) সকাল ১০ টার দিকে সুগন্ধা নদী সংলগ্ন গাবখান ইকোপার্কে এ ঘটনা ঘটে।
নিহত মোসা. সায়মা পারভিন (১৯) ঝালকাঠি শহরের ফকিরবাড়ি এলাকার শাহাদাত তালুকদারের মেয়ে।
আরও পড়ুন: ঝালকাঠিতে সাবেক ইউপি সদস্য ও তার ভাতিজা নিহত
অভিযুক্ত আলী ইমাম খান অনু (২৮) ঝালকাঠি শহরের ফকিরবাড়ি এলাকার দলিল লেখক নান্না খানের ছেলে এবং ঝালকাঠি জেলা ছাত্রলীগের সহ-সভাপতি।
জানা যায়, সোমবার সকাল ১০টায় নিহত সায়মাকে সঙ্গে নিয়ে ইকোপার্কে যায় তার স্বামী। এরপর ছুরি দিয়ে সায়মার পেটে ও বুকে আঘাত করে হত্যা করে লাশ ইকোপার্কের পূর্বাংশে ফেলে রেখে যায়।
এরপর তিনি তার স্ত্রীর ‘বিবাহ বহির্ভূত সম্পর্কে’ জড়িত থাকার এবং স্ত্রীকে হত্যার কথা জানিয়ে ফেসবুকে কয়েকটি স্ট্যাটাস দেন এবং নিজেই পুলিশের কাছে গিয়ে আত্মসমর্পণ করেন।
ঝালকাঠি অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মহিতুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, হত্যাকাণ্ডের পরে অভিযুক্ত নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। অনুশোচনার কারণে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে বলে তিনি জানান। তাকে নিয়ে পুনরায় ঘটনাস্থলে গিয়ে লাশ দেখতে পাওয়া যায়।
তিনি আরও জানান, অভিযুক্তকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি নিজেই হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছেন। তার দাবি স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্কের কারণে ক্রোধান্বিত ও ক্ষুব্ধ হয়ে সে একাই স্ত্রীকে হত্যা করেছেন।
পুলিশ সুপার আরও জানান, ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আরও পড়ুন: ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় বাসের সুপারভাইজারসহ নিহত ২
ঝালকাঠিতে স্বামীকে খুন, ৯৯৯-এ ফোন করে স্ত্রীর আত্মসমর্পণ!
১ বছর আগে