ঝালকাঠিতে নিজের স্ত্রীকে খুনের পর ফেসবুকে স্ট্যাটাস দিয়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন এক যুবক। সোমবার (১৫ মে) সকাল ১০ টার দিকে সুগন্ধা নদী সংলগ্ন গাবখান ইকোপার্কে এ ঘটনা ঘটে।
নিহত মোসা. সায়মা পারভিন (১৯) ঝালকাঠি শহরের ফকিরবাড়ি এলাকার শাহাদাত তালুকদারের মেয়ে।
আরও পড়ুন: ঝালকাঠিতে সাবেক ইউপি সদস্য ও তার ভাতিজা নিহত
অভিযুক্ত আলী ইমাম খান অনু (২৮) ঝালকাঠি শহরের ফকিরবাড়ি এলাকার দলিল লেখক নান্না খানের ছেলে এবং ঝালকাঠি জেলা ছাত্রলীগের সহ-সভাপতি।
জানা যায়, সোমবার সকাল ১০টায় নিহত সায়মাকে সঙ্গে নিয়ে ইকোপার্কে যায় তার স্বামী। এরপর ছুরি দিয়ে সায়মার পেটে ও বুকে আঘাত করে হত্যা করে লাশ ইকোপার্কের পূর্বাংশে ফেলে রেখে যায়।
এরপর তিনি তার স্ত্রীর ‘বিবাহ বহির্ভূত সম্পর্কে’ জড়িত থাকার এবং স্ত্রীকে হত্যার কথা জানিয়ে ফেসবুকে কয়েকটি স্ট্যাটাস দেন এবং নিজেই পুলিশের কাছে গিয়ে আত্মসমর্পণ করেন।
ঝালকাঠি অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মহিতুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, হত্যাকাণ্ডের পরে অভিযুক্ত নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। অনুশোচনার কারণে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে বলে তিনি জানান। তাকে নিয়ে পুনরায় ঘটনাস্থলে গিয়ে লাশ দেখতে পাওয়া যায়।
তিনি আরও জানান, অভিযুক্তকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি নিজেই হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছেন। তার দাবি স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্কের কারণে ক্রোধান্বিত ও ক্ষুব্ধ হয়ে সে একাই স্ত্রীকে হত্যা করেছেন।
পুলিশ সুপার আরও জানান, ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আরও পড়ুন: ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় বাসের সুপারভাইজারসহ নিহত ২