বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)
গুরুতর অসুস্থতা নিয়ে জীবন-মৃত্যুর সঙ্গে লড়ছেন খালেদা জিয়া: ফখরুল
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দলের চেয়ারপার্সন খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে জীবন-মৃত্যুর সঙ্গে লড়াই করছেন, যেখানে নানা পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে।
তিনি বলেন, ‘আমাদের নেত্রী (খালেদা জিয়া) আবারও অসুস্থ হয়ে পড়েছেন। তিনি এতটাই অসুস্থ হয়ে পড়েন যে রাত ৩টায় তাকে হাসপাতালে নিয়ে যেতে হয়। তিনি এখন জীবন-মৃত্যুর সঙ্গে লড়াই করছেন।’
মঙ্গলবার রাজধানীর গোপীবাগে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত পদযাত্রা কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন যে সাবেক এই প্রধানমন্ত্রীকে রাজনীতি থেকে দূরে রাখতে 'মিথ্যা' মামলায় কারারুদ্ধ করেছে, কারণ তিনি মুক্ত থাকলে তারা কোনো নির্বাচনে বিএনপিকে পরাজিত করতে পারবে না।
আরও পড়ুন: এভারকেয়ার হাসপাতালে খালেদার স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে
তিনি বলেন, আওয়ামী লীগও ভালো করেই জানে, অবাধ ও সুষ্ঠু নির্বাচনে তারা ১০টি আসনও পাবে না।
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি এবং বর্তমান সরকারের সকল অন্যায়ের জবাব দিতে দেশের জনগণ, সকল গণতান্ত্রিক দল ও সংগঠনকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।
হঠাৎ অসুস্থ হয়ে পড়লে সোমবার দিবাগত রাতে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় বিএনপি চেয়ারপার্সনকে।
আরও পড়ুন: তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কোনো আপস নয়: ফখরুল
গভীর রাতে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি খালেদা জিয়া
১ বছর আগে
মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে নির্বাচন ও প্রচারণা প্রক্রিয়া নিয়ে আলোচনা বিএনপি মহাসচিবের
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার দুপুরে গুলশানে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের বাসায় তার সঙ্গে সাক্ষাৎ করেন।
ঢাকাস্থ মার্কিন দূতাবাস এক টুইট বার্তায় জানিয়েছে যে তারা অবাধ ও সুষ্ঠু নির্বাচন, প্রচারণা প্রক্রিয়া এবং যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের কিছু অতিরিক্ত গুরুত্বপূর্ণ অগ্রাধিকার নিয়ে আলোচনা করেছেন।
বিএনপির চেয়ারপার্সনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান জানান, বিএনপির মহাসচিবকে বহনকারী একটি প্রাইভেটকার দুপুর ১টা ২০ মিনিটে রাষ্ট্রদূতের বাসভবনে প্রবেশ করে এবং দুপুর ২টা ২৪ মিনিটে গাড়িটি বের হয়।
আরও পড়ুন: মার্কিন ভিসা নীতি ভোটাধিকার পুনরুদ্ধারে জনগণের দীর্ঘদিনের দাবিকে প্রতিফলিত করে: ফখরুল
তবে এ সাক্ষাৎ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি বিএনপি।
এর আগে ১৬ এপ্রিল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদসহ তিন সদস্যের একটি প্রতিনিধি দল মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে তার গুলশানের বাসভবনে সাক্ষাৎ করেন।
বিএনপি ওই সাক্ষাতের বিষয়ে কোনো মন্তব্য না করলেও ঢাকাস্থ মার্কিন দূতাবাস এক ফেসবুক পোস্টে বলেছে, তারা অবাধ ও সুষ্ঠু নির্বাচন এবং অহিংস রাজনৈতিক প্রক্রিয়ার গুরুত্ব নিয়ে আলোচনা করেছেন।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের অসম্মানজনক ভিসা নীতির জন্য সরকার দায়ী: ফখরুল
মার্কিন ভিসা নীতি: বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিত করতে সহায়ক ভূমিকা পালন করবে বলে আশা বিএনপির
১ বছর আগে
সরকার বিরোধী দলের নেতাকর্মীদের কারাগারে পাঠিয়ে আন্দোলনকে স্তব্ধ করার চেষ্টা করছে: ফখরুল
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, সরকার বিরোধী দলের নেতাকর্মীদের কারাগারে পাঠিয়ে জনগণের চলমান আন্দোলনকে স্তব্ধ করার চেষ্টা করছে এবং রাষ্ট্রযন্ত্রের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করছে।
তিনি আরও বলেন, বিএনপির ১০ দফা দাবি আদায়ের জন্য উত্তাল আন্দোলনই একমাত্র বিকল্প,কারণ এই সরকারের কোনো রকমের শুভ বুদ্ধির উদয় হওয়ার সম্ভাবনা নেই।
মঙ্গলবার বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলটির নেতা ইকবাল হাসান মাহমুদ টুকু, আমান উল্লাহ আমান ও তার স্ত্রী সাবেরা আমানের সাজা বহাল রেখে হাইকোর্টের দেওয়া রায়ের প্রতিক্রিয়ায় এসব কথা বলেন।
আরও পড়ুন: আগামী নির্বাচন নিয়ে সংকট নিরসনে সরকারের সুর নেমে এসেছে: ফখরুল
তিনি বলেন, ‘এই রায় থেকে বোঝা যায় যে এই সরকার বিচার বিভাগসহ সমগ্র রাষ্ট্রযন্ত্রকে দখল করে নিয়েছে। তারা ফরমায়েশি রায় দিয়ে বিরোধী দলীয় নেতা-কর্মীদের কারাগারে পাঠিয়ে গণতান্ত্রিক আন্দোলনকে স্তব্ধ করার চেষ্টা করছে।’
টুকু,আমান ও সাবেরার বিরুদ্ধে সুপ্রিম কোর্টের রায়ের তীব্র নিন্দা জানিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘আমরা মনে করি, এগুলো ফরমায়েশি রায়। এ ধরনের রায় দিয়ে গণতান্ত্রিক আন্দোলনকে কোনোদিন স্তব্ধ করা যাবে না। জনগণ তাদের অধিকার অবশ্যই আদায় করবে।’
দলের প্রতিষ্ঠাতার ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন ফখরুল।
এর আগে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ পৃথক দুর্নীতি মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু এবং দলের ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমানুল্লাহ আমান ও তার স্ত্রী সাবেরা আমানের কারাদণ্ড বহাল রাখেন।
আরও পড়ুন: বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনে আ. লীগ সরকার বাধা: বিএনপি নেতা মোশাররফ
১ বছর আগে
জিয়ার ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির ১৩ দিনের কর্মসূচি
যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা ও নেতা জিয়াউর রহমানের ৪২তম মৃত্যুবার্ষিকী পালনে মঙ্গলবার ১৩ দিনের কর্মসূচি ঘোষণা করেছে দলটি।
প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ২৯ মে থেকে শুরু হয়ে ১০ জুন শেষ হবে।
সোমবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠিত দল ও এর সহযোগী সংগঠনের যৌথসভায় এ কর্মসূচি চূড়ান্ত করা হয়।
সভা শেষে মির্জা ফখরুল আলোচনা সভা, সেমিনার, আলোকচিত্র প্রদর্শনী, কালো ব্যাজ ধারণ, জিয়ার প্রতি শ্রদ্ধা নিবেদন, দুস্থদের মাঝে খাদ্য ও ত্রাণ সামগ্রী বিতরণসহ বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেন।
একজন সামরিক শাসক ও রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৮ সালে বিএনপি প্রতিষ্ঠা করেন। ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউজে একদল সেনা কর্মকর্তার হাতে তিনি নিহত হন।
আরও পড়ুন: খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত করছে সরকার: খসরু
কর্মসূচির অংশ হিসেবে আগামী ৩০ মে সকাল ৬টায় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়সহ দলের অন্যান্য কার্যালয়ে কালো পতাকা উত্তোলন ও দলীয় পতাকা অর্ধনমিত অবস্থায় রাখা হবে।
এ ছাড়া দলের জ্যেষ্ঠ নেতাদের নেতৃত্বে দলের নেতাকর্মীরা সকালে শেরেবাংলা নগরে জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করবেন।
মৃত্যুবার্ষিকীর কর্মসূচির অংশ হিসেবে ২৯ মে থেকে ১০ জুন পর্যন্ত জিয়ার কর্মকাণ্ড নিয়ে আলোচনার আয়োজন করবে বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলো।
আগামী ৩০ মে নগরীর বিভিন্ন স্থানে দুস্থদের মাঝে খাদ্য ও ত্রাণসামগ্রী বিতরণ করবেন ঢাকার দক্ষিণ ও উত্তর নগর ইউনিটের নেতারা।
দলটির জেলা,মহানগর ও থানা শাখাও নানা কর্মসূচির মধ্যদিয়ে দিবসটি পালন করবে।
আরও পড়ুন: অনুকূল পরিবেশ থাকলে রাজনীতি করবেন খালেদা জিয়া: বিএনপি
১ বছর আগে