ছড়ানো
আন্দোলন দমন করতে সরকার সহিংসতা ছড়ানোর চেষ্টা করছে: ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার অভিযোগ করেছেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ চলমান সরকারবিরোধী আন্দোলনকে দমন করতে পরিকল্পিতভাবে সহিংসতা ছড়ানোর চেষ্টা করছে।
তিনি বলেন, ‘কয়েকদিন ধরে মন্ত্রী ও ক্ষমতাসীন দলের নেতারা একটা কথাই বারবার বলছেন অগ্নিসংযোগ হবে, বিএনপি আবার আগুন নিয়ে খেলবে। তবে এটি একটি পরিকল্পিত বিবৃতি এবং তারা নিজেরাই এই ধরনের কার্যক্রম চালাতে চলেছে।’
আরও পড়ুন: 'আপনার সময় শেষ': সরকারের প্রতি ফখরুল
সোমবার দুপুরে এক গোলটেবিল আলোচনায় বক্তৃতাকালে এই বিএনপি নেতা এসব কথা বলেন।
ফখরুল বলেন, ক্ষমতাসীন দল ইতোমধ্যে সহিংসতার কথা বলে কিছুটা সাফল্য অর্জন করেছে, কারণ নির্বাচন ঘনিয়ে আসায় বিভিন্ন দূতাবাস তাদের নাগরিকদের জন্য সংঘাতের সম্ভাবনা সম্পর্কে সতর্কতা জারি করছে।
ফখরুল বলেন, সরকার সহিংসতা ছড়ানোর অংশ হিসেবে খুলনা, রাজবাড়ী, নেত্রকোনা ও পটুয়াখালীতে বিএনপির সাম্প্রতিক শান্তিপূর্ণ সমাবেশে হামলা চালিয়েছে। ‘তারা (আ.লীগ) এটা করছে কারণ তারা মনে করে সহিংসতাই প্রতিবাদ থামানোর একমাত্র উপায়। তারা সহিংসতা সৃষ্টি করে জনগণের দাবি চাপা দিতে চায়।’
বনানীর গোল্ডেন টিউলিপ হোটেলের সভাকক্ষে এ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (এ্যাব) ‘দেশের জ্বালানি খাতে অমানিশা: লুটপাট আর অরাজগতার চালচিত্র’-শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ফখরুল বলেন, তাদের দল বর্তমান সরকারকে হটিয়ে গণমুখী সরকার প্রতিষ্ঠার জন্য রাজনৈতিক দল, ব্যক্তি ও সংগঠনকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করছে। ‘অনেক দল আমাদের সঙ্গে যুগপৎ আন্দোলন করছে... যে আন্দোলন শুরু হয়েছে তা চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে হবে।’
আরও পড়ুন: আসন্ন সিটি নির্বাচনে জনগণের কোনো আগ্রহ নেই: ফখরুল
তিনি সকল পেশাজীবীদের নিজেদের মধ্যে মতভেদ ও ভুল বোঝাবুঝি ভুলে ঐক্যবদ্ধভাবে সরকারবিরোধী আন্দোলনে অংশ নেওয়ার আহ্বান জানান।
বিএনপির এই নেতা বলেন, আওয়ামী লীগ আরও পাঁচ বছর ‘লুণ্ঠন’ চালিয়ে যেতে আবারও ভোট চাওয়া শুরু করেছে।
তিনি বলেন, ক্ষমতাসীন দল বিরোধীদেরও তাদের অধীনে ভোটে অংশ নেওয়ার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড এবং মত প্রকাশের স্বাধীনতা ছাড়াই আহ্বান জানাচ্ছে। তারা (সরকার) ইতোমধ্যেই আমাদের নেতা-কর্মীদের গ্রেপ্তার, নির্যাতন ও হয়রানি এবং মিথ্যা মামলায় ফাঁসানোর খেলা শুরু করেছে।
ফখরুল হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, বাংলাদেশের জনগণ আর কোনো ‘সাজানো’ নির্বাচনে অংশগ্রহণ করবে না এবং তারা এই ফাঁদে পা দেবে না।
তিনি বলেন, তাদের দল সহিংসতা ও সংঘর্ষে জড়াতে চায় না, কারণ তাদের লক্ষ্য শান্তিপূর্ণভাবে দাবি আদায় করা।
এই বিএনপি নেতা বলেন, ‘নির্দলীয় (নির্বাচনকালীন) সরকারের জন্য আমাদের দাবি মেনে নিন এবং তারপরে একটি বিশ্বাসযোগ্য ও শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে। তত্ত্বাবধায়ক সরকার ছাড়া দেশে কোনো নির্বাচন হবে না।’
আরও পড়ুন: দাবি একটাই, শেখ হাসিনার পদত্যাগ: মির্জা ফখরুল
১ বছর আগে