প্রহেলিকা
ঈদ সিনেমা: আলোচনা বড় শক্তি
শোবিজ জগতে বাংলা সিনেমা আলোচনার দ্বিতীয় সাড়িতে ছিল বহুদিন। অশ্লীলতার সময় পেরিয়ে ঢালিউডে খুব বেশিদিন সুবাতাস বয়নি। এ যেন এক ঘুনে খাওয়া অবস্থা। আর ঈদে বাংলা সিনেমার চেয়ে টিভি নাটক নিয়েই গণমাধ্যমের পাতায় বেশি খবর ও আলোচনা প্রকাশ পেত।
সেই সময়টা ঘুরেছে। এখন ঈদে সর্বোচ্চ আলোচনায় থাকছে বাংলা সিনেমা। এমনকি ঈদের দুই-তিন মাস পর্যন্ত তা স্থায়ী হচ্ছে। তাই বলা যায় শুধু আলোচনা নয়, এরসঙ্গে ব্যবসার দিক থেকে নতুন দিগন্তে ফিরছে ঢালিউড ইন্ডাস্ট্রি।
কয়েকদিন আগে পর্যন্তও চিত্রনায়ক শাকিব খান পুরো ইন্ডাস্ট্রির একমাত্র শক্ত খুঁটি ছিল। এই সময়ে অনেকে নায়কের সাড়িতে থাকলেও, ঠিক যেন কিছু হয়ে উঠছিল না।
তবে গত বছর থেকে ঢালিউডের চেহাড়া পাল্টে দিল তরুণ কয়েকজন নির্মাতা। সেই তালিকায় রয়েছেন- মেজবাউর রহমান সুমন, রায়হান রাফি, তপু খানসহ আরও কয়েকজন।
এরমধ্য দিয় ঢালিউডে একটি বিষয় ফিরে এলো যে নির্মাতা হলো ‘ক্যাপ্টেন অব দ্য শিপ’। এই অভাবটা ইন্ডাস্ট্রিতে ছিল বহুদিন। এরসঙ্গে ঈদ উৎসবে সিনেমার প্রভাবও বেড়ে গেল। দর্শক হলমুখি হওয়া শুরু করলো। এরপর যেটা প্রয়োজন ছিল সেটি নিয়মিত থাকা।
এ বছরের রোজার ঈদ আর আসন্ন কোরবানি ঈদ সেই ধারাবাহিকতা এখন ঠিকঠাক।
আরও পড়ুন: ঈদুল আজহার বাংলাদেশী সিনেমা ২০২৩: ওটিটি ও হলে মুক্তি পাচ্ছে যে সিনেমাগুলো
আগামীকাল ঈদুল আযহা। এ দিন মুক্তি পেতে যাচ্ছে পাঁচটি সিনমা। সেগুলো হলো- ‘প্রিয়তমা’, ‘সুড়ঙ্গ’, ‘প্রহেলিকা’, ‘লাল শাড়ি’ ও ‘ক্যাসিনো’।
হল বুকিংয়ের দিক থেক শাকিব খানের সিনেমা বরাবরই এগিয়ে থাকে। এবারও এর ব্যতিক্রম হয়নি।‘প্রিয়তমা’র পরিচালক হিমেল আশরাফ জানিয়েছেন ১০৭টি হলে মুক্তি পাচ্ছে এই সিনেমা।
রোমান্টিক-অ্যাকশন ধাঁচের সিনেমা প্রযোজনা করেছেন আরশাদ আদনান। কাহিনী লিখেছেন প্রয়াত ফারুক হোসেন। এতে শাকিবের সঙ্গে জুটি বেঁধেছেন কলকাতার নায়িকা ইধিকা পাল।এতে আরও অভিনয় করছেন- কাজী হায়াৎ, শহীদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, ডন, সহীদ নবী প্রমুখ।
এবার ঈদে বড়পর্দায় অভিষেক হতে যাচ্ছে আফরান নিশোর। ছোটপর্দার সবচেয়ে জনপ্রিয় এই তারকার সিনেমায় আগমনকে ইন্ডাস্ট্রির জন্য বেশ ইতিবাচকভাবে দেখছেন সংশ্লিষ্টরা। রায়হান রাফির পরিচালনায় ঈদে মুক্তি পাচ্ছে তার ‘সুড়ঙ্গ’। এরইমধ্যে ৩০টির মতো হল বুকিং হয়েছে।রাফি জানান, পরবর্তীতে তা আরও বাড়নো হবে।
আফরান নিশোর বিপরীতে ‘সুড়ঙ্গ’তে অভিনয় করেছেন তমা মির্জা। ঈদের পর কলকাতায় মুক্তি পাবে এই সিনেমা।
আরও পড়ুন: ৩০ হলে দেখা যাবে ‘সুড়ঙ্গ’
এবার ঈদের আরও একটি চমক হলেন মাহফুজ আহমেদ। দীর্ঘদিন পর্দার বাইরে থাকা এই তারকা ফিরছেন ‘প্রহেলিকা’ সিনেমা দিয়ে। চয়নিকা চৌধুরীর নির্মাণে এতে মাহফুজ আহমেদের সঙ্গে জুটি বেঁধেছেন শবনম বুবলি।পান্থ শাহরিয়ারের কাহিনি, সংলাপ ও চিত্রনাট্যে ছবিটি প্রযোজনা করেছেন জামাল হোসেন।
এবার ঈদে চিত্রনায়িকা অপু বিশ্বাসের অভিষেক হচ্ছে প্রযোজক হিসেবে। সরকারি অনুদানের সিনেমা ‘লাল শাড়ি’ মুক্তি পাবে তার। প্রযোজনার পাশাপাশি সিনেমাটির নায়িকা অপু বিশ্বাস।
‘লাল শাড়ি’ পরিচালনা করেছেন বন্ধন বিশ্বাস। এতে অপুর সঙ্গে প্রথমবার জুটি বেঁধেছেন সায়মন সাদিক।
রোজার ঈদের পর এবারের ঈদেও মুক্তি পাচ্ছে নির্মাতা সৈকত নাসিরের সিনেমা। ‘ক্যাসিনো’ শিরোনামে এই সিনেমায় জুটি বেঁধেছেন নিরব হোসেন ও শবনম বুবলি।
এছাড়াও ‘ক্যাসিনো’তে অভিনয় করেছেন তাসকিন রহমান, দোয়েল ম্যাশ প্রমুখ।
সিনেমার লাভ-লোকসানের হিসেবটা যাই হোক প্রতিটি সিনেমাই আগামীর দর্শক তৈরি করে যাবে বলে বিশ্বাস করেন সংশ্লিষ্টরা।
আরও পড়ুন: ঈদ-উল-আজহার বাংলা নাটক ২০২৩: যে নাটকগুলো দর্শকনন্দিত হওয়ার অপেক্ষায়
১ বছর আগে
প্রহেলিকায় ওস্তাদ জামশেদ হয়ে আসছেন নাসির
মাহফুজ আহমেদের মনা চরিত্রের পর এবার প্রকাশিত হল ‘প্রহেলিকা’ সিনেমার অন্যতম প্রধান চরিত্র জামশেদের ক্যারেক্টার লুক পোস্টার। চরিত্রটিতে অভিনয় করেছেন বর্তমান সময়ের জনপ্রিয় ও আলোচিত অভিনেতা নাসির উদ্দিন খান।
হাওয়া ছবির নাগু ও সাম্প্রতিক সময়ে ওয়েব সিরিজের অ্যালেন স্বপন চরিত্রের পর প্রকাশিত পোস্টারে তানপুরা হাতে সঙ্গীতে মগ্ন ভিন্ন এক নাসিরকেই দেখা গেলো। পোস্টারের আবহে খাঁচায় বন্দী কারও আবছায়া ছবি আর লাল রঙে লেখা 'ওস্তাদ ওস্তাদ-ই' জানান দিচ্ছে প্রহেলিকাতে তার এই চরিত্রের বৈচিত্র্যময়তা।
প্রহেলিকায় ওস্তাদ জামসেদ ভালো মানুষ না কি এই ভালোর পেছনে রয়েছে অন্য গল্প? গান ছাড়াও কি প্রহেলিকায় তিনি অন্য ওস্তাদি দেখাবেন? এসব প্রশ্নের উত্তর জানতে দর্শকদের আসন্ন কোরবানির ঈদে হলে গিয়েই প্রহেলিকা দেখার আগাম আমন্ত্রণ জানালেন প্রহেলিকার পরিচালক চয়নিকা চৌধুরী।
আরও পড়ুন: প্রকাশ পেলো নিশোর প্রথম সিনেমার ঝলক
তিনি বলেন, ‘প্রহেলিকার গল্প দেখে মুগ্ধ হবেন। আরও মুগ্ধ হবেন চরিত্রগুলোর অভিনয় দেখে।’
অভিনেতা নাসির উদ্দিন বলেন, ‘এ চরিত্রে অভিনয় করতে গিয়ে আমার নতুন কিছু অভিজ্ঞতা হয়েছে। এক প্রাণস্পর্শী গল্পের অন্যতম শক্তিশালী চরিত্র এই জামশেদ। এ চরিত্রের আনন্দ বেদনায় আমাকে ডুবে গিয়ে অভিনয় করতে হয়েছে। এ চরিত্রের সঙ্গে অন্য চরিত্রগুলোর সম্পর্কের টানাপোড়েন আমাকে অন্য জগতে নিয়ে গিয়েছিল। আমার দর্শক আমাকে এই চরিত্রে এক অন্য আলোয় খুঁজে পাবেন।’
উল্লেখ্য, রঙ্গন মিউজিক প্রযোজিত ‘প্রহেলিকা’ চয়নিকা চৌধুরীর দ্বিতীয় চলচ্চিত্র। এটির কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন পান্থ শাহরিয়ার। প্রযোজনা করেছেন জামাল হোসেন।
আসন্ন ঈদুল আজহায় মুক্তি পাবে সিনেমাটি। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মাহফুজ আহমেদ, বুবলী, নাসির উদ্দিন খান, রাশেদ মামুন অপু, এ কে আজাদ সেতু, রহমত উল্লাহ, সাবিহা জামান প্রমুখ।
আরও পড়ুন: রবীন্দ্রনাথের ছোটগল্প অবলম্বনে ‘হৈমন্তীর ইতিকথা’ দিয়ে বড়পর্দায় অভিষেক ঐশিকা ঐশির
১ বছর আগে