কেরাণীগঞ্জ
কেরাণীগঞ্জে রূপালী ব্যাংক থেকে ৩ ডাকাতের আত্মসমর্পণ
ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জের চুনকুটিয়া রূপালী ব্যাংক শাখায় ঢুকে পড়া তিন ডাকাত র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) কাছে আত্মসমর্পণ করেছেন।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে ডাকাতরা আত্মসমর্পণ করলে তাদের র্যাব- ১০ এর হেডকোয়ার্টারে নেওয়া হয়।
বৃহস্পতিবার দুপুর ২টায় গ্রাহক সেজে ১০-১২ জন ডাকাত ব্যাংকে ঢুকে ম্যানেজার শেখর মন্ডলসহ কর্মচারীদের অস্ত্রের মুখে জিম্মি করে লকার থেকে টাকার বস্তুা দিতে বলে।
এসময় কৌশলে এক কর্মচারী গ্রহক সেজে নিচের লোকজন নিয়ে ব্যাংকের গেটে তালা লাগিয়ে দেয়। এ সময় এলাকাবাসী পুলিশের জরুরি সেবা ৯৯৯- এ ফোন দিয়ে ডাকাতির ঘটনা জানান। পরে খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ, র্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ব্যাংকটির আশপাশের এলাকা ঘিরে রাখে।
আরও পড়ুন: কেরাণীগঞ্জে রূপালী ব্যাংকের শাখায় ডাকাত, ঘিরে ফেলেছে পুলিশ
দক্ষিণ কেরাণীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, সংবাদ সম্মেলন করে মিডিয়া কর্মীদের সব তথ্য জানানো হবে।
তিনি বলেন, শেখর মন্ডল কোনো মন্তব্য করতে রাজি হয়নি। পুলিশ, ডিবি, সেনাবাহিনীর ও র্যাবের সদস্যরা এ যৌথ অভিযান পরিচালনা করে।
এই সংবাদ লেখা পর্যন্ত পুলিশ, ডিবি, সেনাবাহিনীর ও র্যাবের সদস্যরা রুপালী ব্যাংকটি ঘেরাও করে রাখে।
৩ দিন আগে
অস্বাভাবিক বেশি দাম, ক্রেতা নেই কেরাণীগঞ্জের পাইকারি কাপড় বাজারে
ক্রেতা খরায় ভুগছে কেরাণীগঞ্জের কাপড়ের পাইকারি মার্কেট। সাধারণত শবে-বরাতের আগে থেকেই ঈদ বাজারের ব্যস্ততা শুরু হয় বিক্রেতাদের। কিন্তু এ বছর বেচাকেনা জমেনি এখনো। ব্যবসায়ীদের দাবি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রভাব পড়েছে ঈদ বাজারেও। কাপড়ের দাম বেড়ে যাওয়ায় কমেছে খুচরা ক্রেতা। যারা আসছেন তারাও কিনছেন প্রয়োজনের তুলনায় কম কাপড়।
এদিকে পাইকারি দোকানগুলোতে খোঁজ নিয়ে জানা যায়, গেঞ্জি, শার্ট, প্যান্ট, শাড়ি, পাঞ্জাবি, পায়জামা, থ্রি পিস, বোরকা ও থান কাপড় মান ভেদে পাইকারি বিক্রিতে ২০ টাকা থেকে শুরু করে ৩০০-৪০০ টাকা পর্যন্ত দাম বেড়েছে।
ব্যবসায়ীরা জানান, মানভেদে প্রতিটি শার্ট ও প্যান্টে দাম বেড়েছে ৫০ থেকে ১০০ টাকা। সাধারণ গেঞ্জিতে দাম বেড়েছে ৫০ থেকে ৬০ টাকা এবং চায়না গেঞ্জিতে ৩০০ থেকে ৪০০ টাকা পর্যন্ত দাম বেড়েছে। এদিকে প্রতিটি শাড়িতে গজপ্রতি দাম বেড়েছে ১৫-২০ টাকা করে। অর্থাৎ প্রতিটি শাড়িতে ১০০ থেকে ১৫০ টাকা করে দাম বেড়েছে। আবার পাঞ্জাবি ও পায়জামাতে পিস প্রতি ৫০ থেকে ৮০ টাকা করে দাম বেড়েছে।
থান কাপড় ও থ্রি পিসে গজ প্রতি দাম বেড়েছে ১২-১৫ টাকা করে। বোরকায় প্রতি পিসে দাম বেড়েছে ১৫০-৩০০ টাকা।
আরও পড়ুন: রমজানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির ধাক্কায় শহরাঞ্চলে 'সঙ্কুচিত মধ্যবিত্ত'
৯ মাস আগে
কেরাণীগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১
কেরাণীগঞ্জের ইকুরিয়া এলাকায় বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬ টায় ঢাকা-মাওয়া হাইওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। এসময় অপর একজন পথচারী গুরুতর আহত হয়েছেন।
নিহতের নাম মনিরুল ইসলাম (৩০)।
হাসাড়া হাইওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) রাসেদুল ইসলাম জানান, আহত ব্যক্তি এবং নিহতের লাশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে।
দক্ষিণ কেরাণীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুল আলম সুমন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তারা এখনও আহতের নাম-ঠিকানা উদ্ধার করতে পারেনি। পরিচয় জানার চেষ্টা চলছে।
আরও পড়ুন: চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ২ যুবক নিহত
সাভার ও ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় বিসিএস ক্যাডারসহ নিহত ৩
১ বছর আগে
বিএনপি-জামায়াত জোট কেরাণীগঞ্জকে সন্ত্রাসের জনপদ বানিয়েছিল: নসরুল হামিদ
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, বিএনপি-জামায়াত জোট কেরাণীগঞ্জকে সন্ত্রাসের জনপদ বানিয়েছিল। বিএনপির সময় কেরাণীগঞ্জে তারা সন্ত্রাসের পৃষ্ঠপোষকতা করেছিল।
শুক্রবার (১৩ অক্টোবর) বিকালে দক্ষিণ কেরাণীগঞ্জের কোন্ডা ইউনিয়নের আইন্তা মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নসরুল হামিদ বলেন, কেরাণীগঞ্জ এক সময় সন্ত্রাসের জনপদ হিসেবে পরিচিত ছিল। ঢাকার খুব কাছে হওয়ার পরেও কেরাণীগঞ্জে বিএনপি-জামায়াত জোট বা সামরিক স্বৈরাচার সরকারগুলো কোনো উন্নয়ন করেনি। একারণে কেরাণীগঞ্জকে বলা হতো বাতির নিচে অন্ধকার।
তিনি বলেন, বিগত সরকারগুলো সন্ত্রাস, চাঁদাবাজি ও খুনের রাজত্ব কায়েম করেছিল। সাধারণ মানুষের জানমালের কোনো নিরাপত্তা ছিল না। ব্যবসা-বাণিজ্য হয়ে পড়েছিল স্থবির।
আরও পড়ুন: নবায়নযোগ্য জ্বালানির উন্নয়নে প্রযুক্তিগত সহায়তা ও অর্থায়ন প্রয়োজন: নসরুল হামিদ
তিনি আরও বলেন, আমানউল্লাহ আমানের সময় এ এলাকায় মিথ্যা ও বানোয়াট মামলা ছিল সাধারণ ব্যাপার। আমাদের নেতা-কর্মীদের উপর প্রায় সাড়ে চারশ’র বেশি মিথ্যা ও বানোয়াট মামলা ছিল। সেখানে হাজার হাজার নেতা-কর্মীরা ছিল সেই মামলার আসামি।
নসরুল হামিদ অভিযোগ করে বলেন, বিগত বিএনপি-জামায়াত জোট সরকার বা স্বৈরাচারী সরকারগুলোর সময়ে দেশের জনসংস্কৃতি, কৃষ্টি ও খেলাধুলা হারিয়ে যেতে বসেছিল। মাদক ও জঙ্গিবাদের মতো ভয়াল সংস্কৃতি দেশে শেকড় গেড়ে বসেছিল। আমরা সেগুলো থেকে উত্তোরণ পেতে কাজ করেছি। আমরা মাদকমুক্ত সুস্থ সুন্দর প্রজন্ম গড়ে তুলতে সাংস্কৃতির চর্চা ও খেলাধুলার উপর জোর দিয়েছি।
কোন্ডা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাফর ইকবাল বাপ্পির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমরোজ সোহাগের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন কেরাণীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি শাহীন আহমেদ, দক্ষিণ কেরাণীগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ম.ই মামুন, কোন্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাঈদুর রহমান চৌধুরী ফারুকসহ জেলা ও স্থানীয় নেতারা।
আরও পড়ুন: আন্তর্জাতিক সৌর জোটকে কার্যকর কর্মসূচি গ্রহণের আহ্বান নসরুলের
নিরাপত্তা নিশ্চিত করতে এলপিজি ব্যবহারের জন্য সময়োপযোগী নীতি প্রয়োজন: নসরুল
১ বছর আগে
কেরাণীগঞ্জে হেরোইন তৈরির কারখানা আবিষ্কার, আটক ৬
ঢাকার কেরাণীগঞ্জে পুলিশ অভিযান চালিয়ে একটি হেরোইন তৈরির কারখানার সন্ধান পেয়েছে। মঙ্গলবার কেরাণীগঞ্জ মডেল থানার ঘাটারচর এলাকায় এটির সন্ধান পায় পুলিশ।
এসময় কারখানা থেকে ২ কোটি ১০ লাখ টাকার মূল্যের হেরোইন, হেরোইন তৈরির উপকরণ ও বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। এটির সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৬ জনকে আটক করেছে পুলিশ।
আটক মাদক কারবারিরা হলেন- হেলাল (৪৫), বিপ্লব (২২), বিল্লাল (২৩), শরিফুল ইসলাম (২০), মোহাম্মদ আলী (২৬) ও হাবিবুর রহমান রানা (৩০)।
আরও পড়ুন:রাজশাহীতে হেরোইনসহ ইউপি সদস্য আটক
ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার শাহাবুদ্দিন কবির জানান, গোপন তথ্যের ভিত্তিতে তারা মঙ্গলবার দুপুর ১২টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত ঘাটারচর লেক সিটি ও সুজন আবাসিক হাউজিং এ টানা পাঁচ ঘণ্টা অভিযান চালিয়ে একটি হেরোইন তৈরির কারখানা আবিষ্কার করেন। এসময় হেরোইন তৈরির মেশিনপত্র ও বিভিন্ন কাঁচামাল সহ ৬ জনকে হাতেনাতে আটক করে পুলিশ।
ঘটনাস্থল থেকে প্রায় ২ কোটি ১০ লাখ টাকা মূল্যের দুই কেজি ১০০ গ্রাম হেরোইনও জব্দ করা হয় বলে জানান তিনি।
কেরাণীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন অর রশিদ জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে কারখানার মূল মালিক ও মাদক কারবারির হোতা আরিফ হোসেন পালিয়ে যেতে সক্ষম হয়। আরিফকে ধরতে বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান অব্যাহত আছে।
ঢাকা জেলা পুলিশের সিনিয়র অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলামমের নেতৃত্বে মাদক তৈরির কারখানা আবিষ্কার ও মাদক কারবারিদের ধরতে পুলিশ অভিযান চালায়।
আরও পড়ুন: নাটোরে পৌনে ৪ কোটি টাকার হেরোইন জব্দ, আটক ২
১ বছর আগে
বুড়িগঙ্গায় ডুবে যাওয়া ওয়াটার বাস উদ্ধার
কেরাণীগঞ্জের তেলঘাট এলাকায় বুড়িগঙ্গা নদীতে রবিবার (১৬ জুলাই) রাতে ডুবে যাওয়া ওয়াটার বাসটি উদ্ধার করা হয়েছে।
সোমবার (১৭ জুলাই) সকালে নদীর তলদেশ থেকে ওয়াটার বাসটিকে উদ্ধার করা হয়।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পরিচালক (পরিচালনা ও রক্ষণাবেক্ষণ) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: বুড়িগঙ্গায় বাল্কহেডের ধাক্কায় ওয়াটার বাস ডুবে নিহত ৪
তিনি জানান, উদ্ধারকারী জাহাজ এমভি রুস্তম সকাল ৭টা ৫০ মিনিটের দিকে ওয়াটার বাসটিকে টেনে তুলেছে।
এই দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে। এর মধ্যে- দুইজন পুরুষ এবং একজন ছেলেশিশু। তাদের পরিচয় এখনো জানা যায়নি।
এছাড়া নদী থেকে ৮জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। যাদের মধ্যে তিনজন অচেতন অবস্থায় চিকিৎসাধীন এবং বাকিদের চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।
রবিবার রাত সোয়া ৮টার দিকে বালুবোঝাই বাল্কহেডের ধাক্কায় প্রায় ১০০ যাত্রী নিয়ে ওয়াটারবাসটি ডুবে যায়।
খবর পেয়ে সদরঘাট ও সিদ্দিক বাজার ফায়ার স্টেশন থেকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট উদ্ধার কাজ চালাতে ঘটনাস্থলে ছুটে যায়।
এছাড়াও উদ্ধার তৎপরতা ত্বরান্বিত করতে কোস্টগার্ডের ডুবুরিরা ফায়ার সার্ভিসের কর্মীদের সঙ্গে যোগ দেন।
জানা যায়, নদীর তীরের কাছে তলিয়ে যাওয়ায় বেশিরভাগ যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হন।
এছাড়া ইউএনবি’র কেরাণীগঞ্জ প্রতিনিধি বলেন, ওয়াটারবাসটি দিনের শেষ যাত্রার জন্য ওয়াইজঘাট থেকে কেরাণীগঞ্জের নগরমহলের দিকে যাচ্ছিল।
দক্ষিণ কেরাণীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ জামান বলেন, বেশিরভাগ যাত্রী সাঁতরে তীরে উঠতে পেরেছেন বলে তাদের ধারণা।
আরও পড়ুন: কোম্পানীগঞ্জে নৌকাডুবি: নিখোঁজ শ্রমিকের লাশ উদ্ধার
বুড়িগঙ্গা নদী থেকে স্কুল শিক্ষার্থীর লাশ উদ্ধার
১ বছর আগে
কেরাণীগঞ্জে রাসায়নিক ড্রাম বিস্ফারণে শ্রমিক নিহত, দগ্ধ ২
ঢাকার কেরাণীগঞ্জ দক্ষিণ থানার বনগ্রাম এলাকায় পিকআপ থেকে রাসায়নিক ভর্তি ড্রাম নামাতে গিয়ে বিস্ফোরণে এক শ্রমিক নিহত হয়েছেন।
এ ঘটনায় আরও দুই শ্রমিক দগ্ধ হয়ে আহত হয়েছেন।
আরও পড়ুন: কুড়িগ্রামে পিকআপ-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ২জন নিহত, আহত ৫
শনিবার (৮ জুলাই) রাত ৮টায় বনগ্রাম মোস্ট ডিজাইন ম্যানুফ্যাকচার কারখানায় এ ঘটনা ঘটে।
নিহত শ্রমিক ইয়াসিন (২০) বরিশালের মুলাদী উপজেলার বাসিন্দা।
দগ্ধরা হলেন- রাব্বি (২৫) ও বিপ্লব (২৬)। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের শেখ হাসিনা জাতীয় বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
কেরাণীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ জামান জানান, শনিবার রাত আটটায় বনগ্রাম মোস্ট ডিজাইন ম্যানুফ্যাকচার কারখানা কেমিকেল ভর্তি ড্রাম বিস্ফোরণে এ হতাহতের ঘটনা ঘটেছে।
তিনি বলেন, পুলিশ রাত ১০টায় ইয়াসিনের লাশ উদ্ধার করে ময়নাতদান্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
তিনি আরও বলেন, এ ব্যাপার কেরাণীগঞ্জ দক্ষিণ থানা পুলিশে রাত ১১টায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
আরও পড়ুন: ভোলায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, মোটরসাইকেল আরোহী নিহত
পাবনায় ট্রেনের ধাক্কায় যুবক নিহত
১ বছর আগে
১৯৭১ সালে আটকা পড়া অবাঙালিদের কেরাণীগঞ্জে পুনর্বাসন করা হবে
রাজধানীর মোহাম্মদপুরে তথাকথিত 'বিহারি ক্যাম্পে' বসবাসকারী অবাঙালিদের পুনর্বাসনের জন্য ঢাকার কেরাণীগঞ্জে ৫ হাজার ৬০০টি আবাসিক ফ্ল্যাট নির্মাণের পরিকল্পনা করেছে সরকার।
মঙ্গলবার সংসদে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ বরিশাল থেকে নির্বাচিত ক্ষমতাসীন দলের সংসদ সদস্য মো. শাহে আলমের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান।
এসময় মন্ত্রী আরও বলেন, দেশের সব শহরে ধীরে ধীরে দরিদ্র জনগোষ্ঠীর প্রান্তিক অংশকে টেকসই উন্নয়নের আওতায় আনার পরিকল্পনা রয়েছে।
আরও পড়ুন: রাজউক অধিক্ষেত্র সম্প্রসারণের পরিকল্পনা করছে: সংসদকে জানান প্রতিমন্ত্রী
সরকার সংবাদপত্রের স্বাধীনতা রক্ষায় খুবই আন্তরিক: সংসদে হাছান মাহমুদ
বিএফআইইউ-এর কার্যক্রম সম্পর্কে সংসদে অর্থমন্ত্রীর ব্রিফিং
১ বছর আগে
সংঘর্ষের মামলায় ৩ মাসের আগাম জামিন পেলেন নিপুন রায়
গত ২৬ মে কেরাণীগঞ্জে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় বিএনপি নেতা নিপুন রায় চৌধুরীকে তিন মাসের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।
এ মামলায় বিএনপি নেতার জামিন চেয়ে করা আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মো. হাবিবুল গণি ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আবেদনের শুনানিকালে নিপুনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী ও ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল।
আগের দিন মাথায় ব্যান্ডেজ বেঁধে হাইকোর্ট বেঞ্চে হাজির হন নিপুন রায়। তিনি রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
গ্রেপ্তার এড়াতে হাসপাতাল থেকে সরাসরি হাইকোর্টে আসেন তিনি।
সংঘর্ষে কয়েক ডজন আহত হওয়ার একদিন পর গত ২৭ মে কেরাণীগঞ্জ মডেল থানায় জিনজিরা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুমন মিয়া বাদী হয়ে মামলা করেন।
সংঘর্ষের ঘটনায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নিপুন রায় চৌধুরীসহ মোট ১০৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।
আরও পড়ুন: চট্টগ্রামে বিএনপির পদযাত্রা থেকে পুলিশের ওপর হামলার অভিযোগ
খাগড়াছড়িতে আ.লীগের সঙ্গে সংঘর্ষে বিএনপির ৫ নেতাকর্মী আহত
রাজশাহীতে বিএনপির কার্যালয় ঘিরে রেখেছে পুলিশ, পদযাত্রা পণ্ড
১ বছর আগে
কেরাণীগঞ্জে আ.লীগ-বিএনপি সংঘর্ষে ডজনখানেক আহত
ঢাকার কেরাণীগঞ্জে শুক্রবার বিএনপি ও আওয়ামী লীগের কর্মীদের মধ্যে সংঘর্ষে কয়েক ডজন লোক আহত হয়েছে। এ সহিংসতার জন্য দুইপক্ষ পাল্টিাপাল্টি দোষারোপ করেছে।
এদিন কেরাণীগঞ্জে বিরোধী দলের কর্সূচিতে আওয়ামী লীগের সঙ্গে সংঘর্ষে নিপুন রায় চৌধুরীসহ দলের অন্তত ১৫ নেতাকর্মী আহত হয়েছেন বলে স্থানীয় বিএনপি নেতারা জানিয়েছেন।
শুক্রবার বিকালে কেরাণীগঞ্জের জিনজিরা এলাকায় আওয়ামী লীগ নেতা আজহার বাঙ্গালীর নেতৃত্বে ২৫ থেকে ৩০ জনের একটি দল সমাবেশ চলাকালে বিএনপি কার্যালয়ে হামলা চালায় বলে দাবি করেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য নিপুণ।
আহতদের মধ্যে রয়েছেন- কেরাণীগঞ্জ যুবদলের সভাপতি সাজ্জাদ হোসেন, দক্ষিণ কেরাণীগঞ্জ স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক জহিরুল ইসলাম মামুন, ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোজাজ্জেদ হোসেন।
আরও পড়ুন: রাজশাহীতে বিএনপির কার্যালয় ঘিরে রেখেছে পুলিশ, পদযাত্রা পণ্ড
আগামী সাধারণ নির্বাচনের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পদত্যাগসহ দলের ১০ দফা দাবি ঘরে তুলতে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অন্যদিকে, আজহার বাঙালি দাবি করেন যে তিনি ওই এলাকা দিয়ে যাওয়ার সময় বিএনপির লোকজন তার ওপর হামলা চালায়।
স্থানীয় আ.লীগ নেতাদের অভিযোগ, দক্ষিণ কেরাণীগঞ্জে আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর করা হয়েছে এবং এসময় অন্তত ২৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানান তারা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, উভয় পক্ষের লোকজন বাঁশের লাঠি নিয়ে একে অপরের ওপর হামলা চালায়।
আরও পড়ুন: পটুয়াখালীতে আ.লীগ-বিএনপি সংঘর্ষে পুলিশসহ ৩০ জন আহত
খুলনায় বিএনপির কেন্দ্রীয় নেতাসহ ১৩০০ জনের নামে মামলা, গ্রেপ্তার ১৩
১ বছর আগে