দু’পক্ষ
শৈলকুপায় দু’পক্ষের সংঘর্ষে ১ জনের মৃত্যু
ঝিনাইদহের শৈলকুপায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। রবিবার (৩ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে ফরিদপুরে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
মৃত বিল্লাল হোসেন ভাটই আদর্শপাড়ার মৃত নুর ইসলামের ছেলে। সে ভারতের ব্যাঙ্গালুরে মুদি ব্যবসা করতেন।
আরও পড়ুন: বগুড়ায় ছেলের লাশ দেখে বাবার মৃত্যু
স্থানীয়রা জানায়, শনিবার দুপুরে ঝিনাইদহ শহরে ভাটই গ্রামের যুবক শাকিল হোসেনকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারধর করে একই গ্রামের বিল্লাল হোসেনের ভাগ্নে সাগরের বন্ধুরা। এ নিয়ে ওইদিন সন্ধ্যায় বাকবিতণ্ডা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
এরই জের ধরে রবিবার বিকালে উভয় পক্ষের লোকজন মারামারিতে লিপ্ত হয়। এতে আহত হয় বিল্লাল হোসেন। সেখান থেকে তাকে উদ্ধার করে প্রথমে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়।
পরে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুরে নেওয়ার পথে মারা যায় বিল্লাল। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ভাটই পুলিশ ক্যাম্পের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ বেলায়েত হোসেন বলেন, বিল্লাল হোসেনের মৃত্যু আঘাতজনিত নাকি হার্টঅ্যাটাক তা ময়নাতদন্তের পর জানা যাবে।
আরও পড়ুন: নাটোরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত যুবকের মৃত্যু
কক্সবাজারে ট্রলারে বিস্ফোরণের ঘটনায় আহত ১ জনের মৃত্যু
১ বছর আগে
ঝিনাইদহে আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষে আহত ১০
ঝিনাইদহের কালীগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষে কমপক্ষে ১০জন আহত হয়েছেন। সোমবার (৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার রামচন্দ্রপুর বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ওই গ্রামের আওয়ামী লীগ নেতা আহম্মদ আলী ও ইউপি সদস্য চান্নুর সমর্থকদের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল।
আরও পড়ুন: সিলেটে পশুর হাট নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ৪
সোমবার সকালে রামচন্দ্রপুর বাজারে আহম্মদ আলী বিশ্বাসের এক সমর্থককে মারধর করে চান্নু মেম্বর ও তার সমর্থকরা। এরই জের ধরে সকালে দু’পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে কমপক্ষে ১০ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, দুই দলের বিরোধে সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে দুজনের শারীরিক অবস্থার অবনতি হলে তাদের যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।
তিনি আরও বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
আরও পড়ুন: মাগুরায় দুই পক্ষের সংঘর্ষে আহত ১০
ভোলায় আ. লীগের দুই পক্ষের সংঘর্ষ, একজন গুলিবিদ্ধসহ আহত ২০
১ বছর আগে
নরসিংদীতে দু’পক্ষের সংঘর্ষে আহত আরেক ছাত্রদল কর্মীর মৃত্যু
নরসিংদীর সদর উপজেলায় দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে আহত আরেক ছাত্রদল কর্মী ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।
আরও পড়ুন: নরসিংদীতে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১,আহত ৭
নিহত ছাত্রদল কর্মীর নাম আশরাফুল ইসলাম (২২)।
এর আগে, বৃহস্পতিবার কপালে আঘাত পেয়ে মারা যান জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক (৩২)।
বিষয়টি নিশ্চিত করে ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি স্থানীয় থানায় জানানো হয়েছে।
জানা যায়, চার মাস আগে ছাত্রদলের জেলা শাখার ৭১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটির পদাধিকারী ও কমিটিতে পদবঞ্চিতদের মধ্যে বেশ কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটে।
বৃহস্পতিবার বিকাল ৩টা ৪৫ মিনিটের দিকে সদর উপজেলার চিনিশপুর এলাকায় বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের বাড়ির পাশে জেলা বিএনপির কর্মসূচির পক্ষে মিছিল করে পদবঞ্চিত ছাত্রদলের নেতারা।
হঠাৎ মিছিলে ছাত্রদলের একটি দল গুলি চালায় বলে জানান সাবেক যুগ্ম আহ্বায়ক ও নতুন কমিটির পদবঞ্চিত সদস্য মাঈন উদ্দিন।
তিনি বলেন, সাদেকের কপালে ও আশরাফুলের উরুতে গুলি লেগেছে।
তিনি আরও বলেন, গুরুতর অবস্থায় তাদের প্রথমে সদর হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
আরও পড়ুন: নরসিংদীতে প্রতিপক্ষের গুলিতে ছাত্রদলনেতা নিহত, আহত ১
নরসিংদীতে মা-মেয়ের ওপর দিয়ে চলে গেছে বাস
১ বছর আগে