ছাত্রদল কর্মীর মৃত্যু
নরসিংদীতে দু’পক্ষের সংঘর্ষে আহত আরেক ছাত্রদল কর্মীর মৃত্যু
নরসিংদীর সদর উপজেলায় দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে আহত আরেক ছাত্রদল কর্মী ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।
আরও পড়ুন: নরসিংদীতে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১,আহত ৭
নিহত ছাত্রদল কর্মীর নাম আশরাফুল ইসলাম (২২)।
এর আগে, বৃহস্পতিবার কপালে আঘাত পেয়ে মারা যান জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক (৩২)।
বিষয়টি নিশ্চিত করে ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি স্থানীয় থানায় জানানো হয়েছে।
জানা যায়, চার মাস আগে ছাত্রদলের জেলা শাখার ৭১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটির পদাধিকারী ও কমিটিতে পদবঞ্চিতদের মধ্যে বেশ কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটে।
বৃহস্পতিবার বিকাল ৩টা ৪৫ মিনিটের দিকে সদর উপজেলার চিনিশপুর এলাকায় বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের বাড়ির পাশে জেলা বিএনপির কর্মসূচির পক্ষে মিছিল করে পদবঞ্চিত ছাত্রদলের নেতারা।
হঠাৎ মিছিলে ছাত্রদলের একটি দল গুলি চালায় বলে জানান সাবেক যুগ্ম আহ্বায়ক ও নতুন কমিটির পদবঞ্চিত সদস্য মাঈন উদ্দিন।
তিনি বলেন, সাদেকের কপালে ও আশরাফুলের উরুতে গুলি লেগেছে।
তিনি আরও বলেন, গুরুতর অবস্থায় তাদের প্রথমে সদর হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
আরও পড়ুন: নরসিংদীতে প্রতিপক্ষের গুলিতে ছাত্রদলনেতা নিহত, আহত ১
নরসিংদীতে মা-মেয়ের ওপর দিয়ে চলে গেছে বাস
১ বছর আগে