পাটখেত
নিখোঁজের ১০ দিন পর পাটখেতে তরুণীর লাশ উদ্ধার
মাগুরায় নিখোঁজের ১০ দিন পর হুসনেয়ারা (২০) নামে বাক প্রতিবন্ধী এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৩০ জুন) বিকালে সদর উপজেলার বেরইল পলিতা গ্রামের শিকদার পাড়ার একটি পাটখেত থেকে লাশটি উদ্ধার করা হয়।
মাগুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, ১০ দিন আগে বাড়ি থেকে নিখোঁজ হয় হুসনেয়ারা। রবিবার বাড়ির কাছাকাছি একটি পাটখেতে মেয়েটির ক্ষতবিক্ষত লাশ দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে মর্গে পাঠায়।
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার দেবাশীষ কর্মকার জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মেয়েটিকে হত্যা করা হয়েছে। ময়নাতদন্ত শেষে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।
এ ব্যাপারে মাগুরা থানায় মামলা করা হয়েছে বলেও জানান তিনি।
৫ মাস আগে
ঠাকুরগাঁওয়ে পাটখেত থেকে যুবকের লাশ উদ্ধার
ঠাকুরগাঁওয়ে পাটখেত থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার সদর উপজেলার আখানগর ইউনিয়নের ফেলানপুর এলাকায় পাটখেত থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
নিহত শাহরিয়ার পারভেজ চৌধুরী (৪৫) আখানগর ইউনিয়নের মহেশপুর চৌধুরী পাড়ার মৃত তোজাম্মেল হক চৌধুরীর ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ওই দিন সকালে স্থানীয় কৃষকেরা জমিতে হালচাষ করতে যান। এ সময় একটি পাটখেতের আইলের পাশে শাহরিয়ার পারভেজের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।
আরও পড়ুন: ওসমানীনগরে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের জন্য লাশ ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
আরও পড়ুন: ভৈরবে শোবার ঘর থেকে নারীর লাশ উদ্ধার
বরিশালে বিএম কলেজের হল থেকে শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার
১ বছর আগে
মাদারীপুরে পাটখেতে থেকে শাক তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল গৃহবধূর
মাদারীপুরের শিবচরে পাটখেতে শাক তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল গৃহবধূর। শনিবার (২৭ মে) উপজেলার উমেদপুর ইউনিয়নের চর কাচিকাটা এলাকায় এ ঘটনা ঘটে।
গৃহবধূ লিপি বেগম (২৭) ওই এলাকার নুর হাবিব মাদবরের স্ত্রী।
আরও পড়ুন: রাজধানীর উত্তরায় বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে রান্না করার জন্য লিপি তার বাড়ির পাশে একটি পাটখেতে শাক তুলতে যান। এ সময় পাটখেতে পড়ে থাকা বৈদ্যুতিক তারে জড়িয়ে সেখানে পড়ে থাকেন তিনি।
পরে লিপির মেয়ে বাড়িতে ফিরতে দেরি হওয়ায় তার মাকে খুঁজতে যায়। এ সময় মাকে খেতে পড়ে থাকতে দেখে বাড়ির লোকজনকে খবর দেয়।
পরে তার বাড়ির লোকজন তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক সে মৃত বলে জানান।
শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রাশেদুল ইসলাম বলেন, আমরা পরীক্ষা করে দেখতে পাই তাকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
আরও পড়ুন: রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে গ্যারেজ মালিকের মৃত্যু
মোহাম্মদপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
১ বছর আগে