দুই বন্ধু
বগুড়ায় ট্রাকচাপায় দুই বন্ধু নিহত
বগুড়ার শেরপুর উপজেলায় ট্রাকের চাপায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তাদের আরেক বন্ধু।
নতুন ভোটারের ছবি তুলে বাড়ি ফেরার পথে সোমবার (১৭ মার্চ) বেলা ১১টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের রাজাপুর বিরইল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— মির্জাপুর ইউনিয়নের বিরইল গ্রামের আব্দুল হাইয়ের ছেলে শুভ ইসলাম (২০) ও একই এলাকার সোলাইমানের ছেলে হৃদয় হাসান (২০)।
এই ঘটনায় আহত হলেন— আরেক বন্ধু মোটরসাইকেল চালক সাগর।
প্রত্যক্ষদর্শীরা জানান, মির্জাপুর ইউসুফ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ভোটার হিসেবে তিন বন্ধু ছবি তুলতে যান। ছবি তোলা শেষে বাড়িতে ফেরার পথে অজ্ঞাতনামা একটি ট্রাক পেছন থেকে মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেলের পেছনে থাকা দুজন ছিটকে রাস্তায় পড়ে গেলে ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে শুভ ও হৃদয় ঘটনাস্থলে মারা যায়।
আরও পড়ুন: গাজীপুরে ট্রাকচাপায় অটোরিকশার চালকসহ নিহত ৩
২৬৩ দিন আগে
কুড়িগ্রামে ট্রাক্টরচাপায় দুই বন্ধু নিহত
কুড়িগ্রামের তবকপুর ইউনিয়নের নিরাশির পাতার এলাকায় ট্রাক্টরচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। রবিবার (৯ মার্চ) এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—উপজেলার পান্ডুল ইউনিয়নের মিনাবাজার ঢেঁকিয়ারাম এলাকার সৌরভ আলী ও প্লাবন মিয়া। তারা দুজনই কুড়িগ্রাম কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।
আরও পড়ুন: বগুড়ায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত
স্থানীয়রা জানায়, সৌরভ ও প্লাবন দুই বন্ধু মিলে চিলমারী উপজেলার থানাহাট বাজার থেকে ফেরার পথে নিরাশির পাতার বটতলা এলাকায় পৌঁছালে একটি ট্রাক্টর তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে সৌরভ মারা গেলেও গুরুত্বর আহত অবস্থায় প্লাবনকে উদ্ধার করে উলিপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, ‘লাশ দুটি উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
২৭১ দিন আগে
দিনাজপুরে ট্রাকচাপায় প্রাণ গেল দুই বন্ধুর
নাজপুরের বিরামপুরে ট্রাকচাপায় রিফাত হোসেন (১৭) ও খোকা বাবু (১৭) নামে দুই বন্ধুর মৃত্যু হয়েছে।
সোমবার (৪ নভেম্বর) দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের জোয়ালকামড়া এলাকায় ট্রাককে ওভারটেক করার সময় এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: সিলেটে অক্টোবর মাসে ৩৬টি সড়ক দুর্ঘটনায় ৩৪ জনের মৃত্যু
রিফাত বিরামপুর পৌর শহরের সারাংগপুর মহল্লার জিয়ারুল ইসলামের ছেলে এবং তার বন্ধু খোকা একই এলাকার মৃত রফিকের ছেলে।
স্থানীয়রা জানায়, বন্ধুকে মোটরসাইকেলে নিয়ে যাওয়ার সময় একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে রিফাতের মৃত্যু হয়। আহত অবস্থায় খোকাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর সময় মারা গেছে সে।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক বলেন, দুর্ঘটনায় দুইজন মারা গেছে। ঘাতক ট্রাক আটক করা হয়েছে।
আরও পড়ুন: রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় সেনাসদস্যসহ নিহত ২
৩৯৬ দিন আগে
মুন্সীগঞ্জে বজ্রপাতে দুই বন্ধুর মৃত্যু
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় বজ্রপাতে দুই বন্ধুর মৃত্যু হয়েছে।
শনিবার দুপুর দেড়টার দিকে উপজেলার ইছাপুরা ইউনিয়নের দক্ষিণ কুসুমপুর মাদরাসা রোডের দেলোয়ারের লাকড়ির দোকানের সামনে এ ঘটনা ঘটে।
নিহত দুই বন্ধু হলেন- লৌহজং উপজেলার কনকসার ইউনিয়নের বটতলা এলাকার মোসলেম সরদারের ছেলে মো. জুম্মন (৪৫) ও মো. শাহজাহানের ছেলে মো. কাউসার (৫০)। তারা পরস্পর ঘনিষ্ঠ বন্ধু ও অটোরিকশার চালক ছিলেন।
আরও পড়ুন: ময়মনসিংহে বজ্রপাতে দুই স্কুলছাত্র নিহত
প্রত্যক্ষদর্শী আসলাম ভূঁইয়া জানান, জোহরের নামাজ শেষে দেখি দুই বন্ধু এক নারীসহ দেলোয়ারের লাকড়ির দোকানে দাঁড়িয়ে আছে।
এ সময় ওই নারী বাসে করে চলে যায়। এর মধ্যেই বজ্রপাতের ঘটনা ঘটে। এরা দুইজন দোকানের মাঝে শুয়ে পড়ে। দৌড়ে এসে দেখি দুইজনই মারা গেছে।
এ বিষয়ে সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুল হক জানান, আমরা ৯৯৯ এ কল পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠাই।
দুই ব্যক্তি বজ্রপাতে মারা গেছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
আরও পড়ুন: সিরাজগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু
টেকনাফে বজ্রপাতে ২ জন নিহত
৯২২ দিন আগে