দুই বন্ধু
দিনাজপুরে ট্রাকচাপায় প্রাণ গেল দুই বন্ধুর
নাজপুরের বিরামপুরে ট্রাকচাপায় রিফাত হোসেন (১৭) ও খোকা বাবু (১৭) নামে দুই বন্ধুর মৃত্যু হয়েছে।
সোমবার (৪ নভেম্বর) দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের জোয়ালকামড়া এলাকায় ট্রাককে ওভারটেক করার সময় এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: সিলেটে অক্টোবর মাসে ৩৬টি সড়ক দুর্ঘটনায় ৩৪ জনের মৃত্যু
রিফাত বিরামপুর পৌর শহরের সারাংগপুর মহল্লার জিয়ারুল ইসলামের ছেলে এবং তার বন্ধু খোকা একই এলাকার মৃত রফিকের ছেলে।
স্থানীয়রা জানায়, বন্ধুকে মোটরসাইকেলে নিয়ে যাওয়ার সময় একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে রিফাতের মৃত্যু হয়। আহত অবস্থায় খোকাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর সময় মারা গেছে সে।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক বলেন, দুর্ঘটনায় দুইজন মারা গেছে। ঘাতক ট্রাক আটক করা হয়েছে।
আরও পড়ুন: রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় সেনাসদস্যসহ নিহত ২
১ মাস আগে
মুন্সীগঞ্জে বজ্রপাতে দুই বন্ধুর মৃত্যু
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় বজ্রপাতে দুই বন্ধুর মৃত্যু হয়েছে।
শনিবার দুপুর দেড়টার দিকে উপজেলার ইছাপুরা ইউনিয়নের দক্ষিণ কুসুমপুর মাদরাসা রোডের দেলোয়ারের লাকড়ির দোকানের সামনে এ ঘটনা ঘটে।
নিহত দুই বন্ধু হলেন- লৌহজং উপজেলার কনকসার ইউনিয়নের বটতলা এলাকার মোসলেম সরদারের ছেলে মো. জুম্মন (৪৫) ও মো. শাহজাহানের ছেলে মো. কাউসার (৫০)। তারা পরস্পর ঘনিষ্ঠ বন্ধু ও অটোরিকশার চালক ছিলেন।
আরও পড়ুন: ময়মনসিংহে বজ্রপাতে দুই স্কুলছাত্র নিহত
প্রত্যক্ষদর্শী আসলাম ভূঁইয়া জানান, জোহরের নামাজ শেষে দেখি দুই বন্ধু এক নারীসহ দেলোয়ারের লাকড়ির দোকানে দাঁড়িয়ে আছে।
এ সময় ওই নারী বাসে করে চলে যায়। এর মধ্যেই বজ্রপাতের ঘটনা ঘটে। এরা দুইজন দোকানের মাঝে শুয়ে পড়ে। দৌড়ে এসে দেখি দুইজনই মারা গেছে।
এ বিষয়ে সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুল হক জানান, আমরা ৯৯৯ এ কল পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠাই।
দুই ব্যক্তি বজ্রপাতে মারা গেছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
আরও পড়ুন: সিরাজগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু
টেকনাফে বজ্রপাতে ২ জন নিহত
১ বছর আগে