সিরাজদিখান
সিরাজদিখানে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণশ্রমিকের মৃত্যু
মুন্সীগঞ্জের সিরাজদিখানে বিদ্যুৎস্পৃষ্টে মো. নাজমুল মিয়া (৩২) নামে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে।
বুধবার (৩১ জুলাই) লতব্দী নতুন চর এলাকায় ঘটনাটি ঘটে।
আরও পড়ুন: পাবনায় বিদ্যুৎস্পৃষ্টে ভাই-বোনের মৃত্যু
নাজমুল মিয়া গাইবান্ধা জেলার সাদুল্যপুর থানার পশ্চিম কেশালী ডাঙ্গা গ্রামের কাসেম মিয়ার ছেলে।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজাহিদুল ইসলাম বলেন, ‘ভবনের ছাদে রড নিয়ে কাজ করার সময় বিদ্যুতের মেইন লাইনের তারের সঙ্গে রড লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণশ্রমিকের মৃত্যু হয়।’
আইনি প্রক্রিয়ার পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।
আরও পড়ুন: নরসিংদীতে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২, আহত ৫
লালমনিরহাটে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু
৪ মাস আগে
সিরাজদিখানে ২ দলের সংঘর্ষে ৯ জন টেঁটাবিদ্ধসহ ২০ জন আহত
মুন্সীগঞ্জে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে দুই দলের সংঘর্ষে ৯ জন টেঁটাবিদ্ধসহ ২০ জন আহত হয়েছেন।
সিরাজদিখান পূর্ব চান্দেরচরে বুধবার (১০ জুলাই) ঘটনাটি ঘটে।
এই ঘটনায় পুলিশ ৯ জনকে আটক করেছে। এছাড়া ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে টেঁটাবিদ্ধ ১, আটক ৩
পুলিশ জানায়, প্রভাব বিস্তারকে কেন্দ্র করে পূর্ব চান্দেরচর গ্রামে দুই দলের সংঘর্ষ হয়েছে। এতে উভয় দলের ৯ জন টেঁটাবিদ্ধসহ ২০ জন আহত হয়েছেন।
আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গিয়ে ২৫ রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজাহিদুল ইসলাম বলেন, ‘বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।’
এ ঘটনায় তথ্য সংগ্রহের সময় স্থানীয় সাংবাদিক সালাউদ্দিন সালমানকে ডেকে নিয়ে মারধর করার অভিযোগ উঠেছে ওসির বিরুদ্ধে। এ বিষয়ে তিনি বলেন, ‘এটা একটা ভুল বোঝাবুঝি হয়েছে।’
এর আগে একই কারণে গত ২১ জুন উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে ৪ জন টেঁটাবিদ্ধসহ ১০ জন আহত হয়।
আরও পড়ুন: মাগুরায় দুই গ্রুপের সংঘর্ষে আহত ২০, আটক ৪
জমি নিয়ে বিরোধ: মুন্সীগঞ্জে টেঁটাবিদ্ধ যুবক নিহত, আহত ১১
৫ মাস আগে
সিরাজদিখানে একই বাড়ি থেকে মাসহ ২ সন্তানের লাশ উদ্ধার
মুন্সীগঞ্জের সিরাজদীখানে একই বাড়ি থেকে মা সালমা বেগমের ঝুলন্ত লাশসহ তার দুই সন্তানের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার সকালে উপজেলার কেয়াইন ইউনিয়নের উত্তর ইসলামপুর গ্রামে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া তিনজন হলেন- সৌদি প্রবাসী অলি মিয়ার স্ত্রী সালমা বেগম, তার মেয়ে সায়মুনা আক্তার ও ছেলে তাওহীদ। প্রায় ৭ বছর আগে সৌদি যাওয়ার সময় ঋণ করেন বিভিন্ন এনজিও থেকে।
আরও পড়ুন: শেবাচিমের কোয়ার্টার থেকে আইএইচটি ছাত্রীর লাশ উদ্ধার
স্থানীয়রা জানান, প্রায় ৭ বছর আগে সালমা বেগমের স্বামী অলি মিয়া ঋণ করে সৌদীতে যান। সেই ঋণের টাকা দিনে দিনে বাড়তে থাকে। সেই ঋণের চাপ সইতে না পেরে এই ঘটনা ঘটেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) মোস্তাফিজুর রহমান রিফাত জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুই শিশু সন্তানসহ মায়ের লাশ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, কিস্তির টাকা পরিশোধ করতে না পারায় সালমা বেগম প্রথমে বিষ খাইয়ে দুই সন্তানের মৃত্যু নিশ্চিত করে। পরে নিজে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। ঘর থেকে বিষের বোতল উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুন: ভারত সীমান্তের ভেতরে পড়ে থাকা বাংলাদেশি কিশোরের লাশ হস্তান্তর
সাতক্ষীরার ইছামতি নদী থেকে বিএসএফ সদস্যের লাশ উদ্ধার
৯ মাস আগে
মুন্সীগঞ্জে বজ্রপাতে দুই বন্ধুর মৃত্যু
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় বজ্রপাতে দুই বন্ধুর মৃত্যু হয়েছে।
শনিবার দুপুর দেড়টার দিকে উপজেলার ইছাপুরা ইউনিয়নের দক্ষিণ কুসুমপুর মাদরাসা রোডের দেলোয়ারের লাকড়ির দোকানের সামনে এ ঘটনা ঘটে।
নিহত দুই বন্ধু হলেন- লৌহজং উপজেলার কনকসার ইউনিয়নের বটতলা এলাকার মোসলেম সরদারের ছেলে মো. জুম্মন (৪৫) ও মো. শাহজাহানের ছেলে মো. কাউসার (৫০)। তারা পরস্পর ঘনিষ্ঠ বন্ধু ও অটোরিকশার চালক ছিলেন।
আরও পড়ুন: ময়মনসিংহে বজ্রপাতে দুই স্কুলছাত্র নিহত
প্রত্যক্ষদর্শী আসলাম ভূঁইয়া জানান, জোহরের নামাজ শেষে দেখি দুই বন্ধু এক নারীসহ দেলোয়ারের লাকড়ির দোকানে দাঁড়িয়ে আছে।
এ সময় ওই নারী বাসে করে চলে যায়। এর মধ্যেই বজ্রপাতের ঘটনা ঘটে। এরা দুইজন দোকানের মাঝে শুয়ে পড়ে। দৌড়ে এসে দেখি দুইজনই মারা গেছে।
এ বিষয়ে সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুল হক জানান, আমরা ৯৯৯ এ কল পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠাই।
দুই ব্যক্তি বজ্রপাতে মারা গেছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
আরও পড়ুন: সিরাজগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু
টেকনাফে বজ্রপাতে ২ জন নিহত
১ বছর আগে