ঢাকাসহ ৪ বিভাগ
ঢাকাসহ ৪ বিভাগে মৃদু তাপপ্রবাহ বয়ে যেতে পারে: আবহাওয়া অধিদপ্তর
সোমবার সকাল ৯টা থেকে ২৪ ঘণ্টায় ঢাকা, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের কিছু অংশে মৃদু তাপপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর (বিএমডি)।
এছাড়া সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এছাড়া খুলনা বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
বিএমডির এক বুলেটিনে বলা হয়েছে, সারাদেশে দিনের তাপমাত্রা (এক থেকে দুই) ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
রবিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে বরিশালের খেপুপাড়ায় এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সোমবার তেতুলিয়ায় ২২ ডিগ্রি সেলসিয়াস।
আরও পড়ুন: দূষিত শহরের তালিকায় ঢাকা আবারও শীর্ষে
ঢাকাসহ ৮ বিভাগে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে: আবহাওয়া অধিদপ্তর
১ বছর আগে