মুয়াজ্জিন নিহত
লালমনিরহাটে বাসের ধাক্কায় মুয়াজ্জিন নিহত
লালমনিরহাটে বাসের ধাক্কায় নুরুজ্জামান নামে এক মুয়াজ্জিনের মৃত্যু হয়েছে। বুধবার (২৬ জুন) সকালে সদর উপজেলার বুড়িমারী-রংপুর মহাসড়কের মহেন্দ্রনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নুরুজ্জামান (৫৮) সদর উপজেলার ঢাকনাই এলাকার মৃত আজমল মুন্সির ছেলে ও চিনি পাড়া জামে মসজিদের মুয়াজ্জিন।
স্থানীয়রা জানায়, বুধবার সকালে মহেন্দ্রনগর বাজার এলাকায় বুড়িমারী-রংপুর মহাসড়কে পাটগ্রামগামী একটি বাসের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান নুরুজ্জামান।
আরও পড়ুন: খুলনায় বাসের ধাক্কায় বাবা-ছেলে নিহত
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘাতক বাসটি শনাক্তের চেষ্টা চলছে বলেও জানান ওসি।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় বাসের ধাক্কায় নিহত ১
৪ মাস আগে
মাগুরায় মোটরসাইকেলের ধাক্কায় মুয়াজ্জিন নিহত
মাগুরায় মোটরসাইকেলের ধাক্কায় আব্দুল খালেক মুসল্লি (৬৫) নামে স্থানীয় এক মসজিদের মুয়াজ্জিন নিহত হয়েছেন।মঙ্গলবার (৩০ মে) বিকাল ৪টার দিকে মাগুরা-ঝিনাইদহ সড়কের হাটগোপালপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল খালেক মুসল্লি মাগুরা জেলার হাজীপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের মৃত আজিজ মুসল্লির ছেলে। তিনি দীর্ঘ ৪০ বছর ধরে রামচন্দ্রপুর পুরনো জামে মসজিদের মুয়াজ্জিনের দায়িত্ব পালন করে আসছিলেন।
গোপালপুর এসে বাড়ি ফেরার পথে দ্রুতগামী মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে তিনি আহত হন। আহত অবস্থায় স্বজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জব্বারুল ইসলাম বলেন, তাকে হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসক মৃত ঘোষণা করেছে। লাশ হাসপাতালের অস্থায়ী লাশ ঘরে রাখা হয়েছে।
তিনি আরও বলেন, আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ব্যাপারে মাগুরা থানায় মামলা হয়েছে।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় মোটরসাইকেলের ধাক্কায় নারীর মৃত্যু
কুড়িগ্রামে মোটরসাইকেলের ধাক্কায় শিক্ষক নিহত
১ বছর আগে