বার্ষিক
বার্ষিক কর্মসম্পাদন চুক্তি জনগণের আস্থা তৈরি করবে: তথ্য প্রতিমন্ত্রী
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেছেন, ‘বার্ষিক কর্মসম্পাদন চুক্তি সরকারের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতের ক্ষেত্রে জনগণের আস্থা তৈরি করবে এবং সুশাসনের ক্ষেত্রে অবদান রাখবে।’
প্রতিমন্ত্রী বলেন, ‘এই চুক্তি সইয়ের মাধ্যমে এক ধরণের প্রতিশ্রুতি বা অঙ্গীকার প্রকাশ করা হচ্ছে। এর মাধ্যমে দালিলিক প্রমাণ থাকছে।’
আরও পড়ুন: গণমাধ্যমে শৃঙ্খলা আনার কাজ করা হচ্ছে: তথ্য প্রতিমন্ত্রী
এছাড়া এ বিষয়গুলো আরও জবাবদিহি নিশ্চিত করবে বলে জানান তিনি।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আওতার দপ্তর-সংস্থার ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি সই সম্পন্ন হয়েছে।
বুধবার (২৬ জুন) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি সইয়ের পর প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘বার্ষিক কর্মসম্পাদন চুক্তির বিষয়গুলো তথ্য মন্ত্রণালয়ের মাধ্যমে প্রচার করে আমরা বাইরে নিয়ে আসতে চাই।’
আরও পড়ুন: গণমাধ্যমকে দেশ-জনগণের স্বার্থে দাঁড়ানোর আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
প্রতিমন্ত্রী বলেন, সুশাসনের বিষয়ে সরকারের পদক্ষেপগুলো জনসাধারণকে আরও বেশি জানানো দরকার। তাহলে সাধারণ মানুষের মধ্যে একটা আস্থা তৈরি হবে। সরকার স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এ প্রক্রিয়াগুলো শুরু করেছে।’
৫ মাস আগে
বিসিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিসিসিসিআই) ১৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) চেম্বার কার্যালয়ে শারীরিক উপস্থিতি ও অনলাইনে অংশগ্রহণের মধ্য দিয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন চেম্বাররের ভাইস প্রেসিডেন্ট আজিজুল আকিল ডেভিড।
আরও পড়ুন: অপু বিশ্বাসের ভুল স্বীকার
বিসিসিসিআইয়ের সেক্রেটারি জেনারেল আল মামুন মৃধা তার বক্তব্যে বাংলাদেশ ও চীনের দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্কের উন্নয়নে চেম্বারের নিরলস ভূমিকার কথা পূনর্ব্যক্ত করেন।
২০২২ কর্মবর্ষে চেম্বারের বিভিন্ন বাস্তবায়িত কর্মসূচির কথা উল্লেখ করে তিনি বলেন, এই চেম্বার দুই দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক বিকাশে, বিশেষ করে বাংলাদেশে চীনা বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে সমন্বিতভাবে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন অব্যাহত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।
আরও পড়ুন: ঢাকা চেম্বারের সভাপতি নির্বাচিত হলেন আশরাফ আহমেদ
সভার সভাপতি আজিজুল আকিল ডেভিড চেম্বারের অভীষ্ট লক্ষ্যসমূহ উল্লেখ করে বলেন, এই চেম্বার দুই দেশের দ্বিপাক্ষিক অর্থনৈতিক উন্নয়নে উদ্যোক্তা ও বিনিয়োগকারিদের মধ্যে সেতুবন্ধন হিসেবে যে ভূমিকা পালন করছে, বর্তমান নির্বাহী কমিটির নেতৃত্বে আগামী দিনগুলোতে তা আরও বেগবান ও বহমুখী করে তোলার প্রচেষ্টা অব্যাহত থাকবে।
আরও পড়ুন: বিদেশে কর্মী না পাঠালে দরিদ্রের হার ১০% বাড়ত: প্রবাসীকল্যাণ সচিব
১ বছর আগে
বাজেটে বার্ষিক অর্থনৈতিক প্রবৃদ্ধি ৭.৫ ও মূল্যস্ফীতি ৬.৫ শতাংশ নির্ধারণ
২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সাড়ে ৭ শতাংশ বার্ষিক প্রবৃদ্ধির সঙ্গে ৫০ দশমিক ০৬ লাখ কোটি মূল্যের আনুমানিক গ্রস ডমেস্টিক প্রোডাক্ট (জিডিপি) নির্ধারণ করা হয়েছে।
প্রস্তাবিত বাজেটে মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৬ দশমিক ৫ শতাংশ যা এখন ৯ দশমিক ২৮ শতাংশ।
বৈশ্বিক অর্থনীতির অনিশ্চয়তা এবং অভ্যন্তরীণ অন্যান্য বিভিন্ন চ্যালেঞ্জের পরিপ্রেক্ষিতে সাড়ে ৭ শতাংশ প্রবৃদ্ধির অনুমানকে উচ্চাভিলাষী হিসেবে বিবেচনা করা যেতে পারে।
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল অর্থনৈতিক চাপ সত্ত্বেও কেন এবার উচ্চ প্রবৃদ্ধি আশা করছেন সে বিষয়ে তার অবস্থান ব্যাখ্যা করেছেন।
তিনি বলেন, ‘উৎপাদনশীল খাতে বিনিয়োগ এবং উৎপাদনশীলতা ও অভ্যন্তরীণ চাহিদাকে উদ্দীপিত করার মাধ্যমে আমরা উচ্চ প্রবৃদ্ধির গতিপথে ফিরে আসার এবং সাড়ে ৭ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি অর্জনের আশা করছি।’
আরও পড়ুন: সমস্ত নগদ-ভিত্তিক সামাজিক নিরাপত্তা কর্মসূচি ইএফটি’র আওতায় আসবে: অর্থমন্ত্রী
কামাল ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ এবং জিডিপি লক্ষ্যমাত্রা অর্জনে চলমান মেগা-প্রকল্পগুলো সম্পূর্ণ করার দিকে মনোনিবেশ করেন।
অর্থবছরে বাংলাদেশ রেকর্ড ৮ দশমিক ১৫ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি অর্জন করেছে। এরপর এলো মহামারি। অর্থমন্ত্রী ২০২০ অর্থবছরে ৮ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিলেন, কিন্তু প্রকৃত প্রবৃদ্ধি অর্জিত হয়েছিল তিন দশমকি ৪৫ শতাংশ, যা কয়েক দশকের মধ্যে সর্বনিম্ন।
মহামারি প্রভাব থেকে পুনরুদ্ধার করার পর ২০২১ অর্থবছরে বৃদ্ধির হার ৬ দশমিক ৯৪ শতাংশে উন্নীত হয়েছে। ২০২২ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি আরও বেড়ে ৭ দশকি এক শতাংশ হয়েছে।
আরও পড়ুন: মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, চলতি হিসাবের ভারসাম্য বাড়ানো এবং বৈদেশিক মুদ্রার হার স্থিতিশীল করা প্রধান চ্যালেঞ্জ: অর্থমন্ত্রী
১ বছর আগে