পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
পাবনায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
পাবনার ঈশ্বরদীতে পুকুরের পানিতে ডুবে আলামিন হোসেন (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।মঙ্গলবার (২ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার মুলাডুলি ইউনিয়নের রামনাথপুর গ্রামে এই ঘটনা ঘটে।
মৃত আলামিন ওই গ্রামের খায়রুল ইসলাম ভাষার ছেলে। সে রামনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল।
স্থানীয়রা জানায়, আলামিন বন্ধুদের সঙ্গে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ঝাঁপ দেয়। পুকুরের গভীরতা বেশি থাকায় ও সাঁতার না জানায় সে নিচের দিকে তলিয়ে যায়। পরে বন্ধুদের চেঁচামেচিতে লোকজন জড়ো হয়ে আলামিনকে মৃত অবস্থায় উদ্ধার করে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, নিহতের পরিবারের আপত্তি না থাকায় বিনা ময়নাতদন্তে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
৮ মাস আগে
চাঁদপুরে পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
চাঁদপুর সদরে নিজ বাড়ির পুকুরের পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার ২নং আশিকাটি ইউনিয়নের হোসেনপুর গ্রামের হোসেন খানের বাড়ির পুকুরে গোসল করতে গিয়ে এ ঘটনা ঘটে।
নিহত শিশু সেলিম খানের মেয়ে নুসরাত (৮) ও একই পরিবারের চান মিয়ার মেয়ে মরিয়ম আক্তার (১০)। তারা দু’জন সম্পর্কে চাচাতো বোন ছিল ও তারা দু’জনেই হোসেনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম ও ৩য় শ্রেণীর ছাত্রী।
স্বজনরা জানান, শুক্রবার বেলা ১২টার দিকে মরিয়ম আক্তার ও নুসরাত আক্তার দুই বোন একসঙ্গে বাড়ি পাশে পুকুরে গোসল করতে যায়। এদের মধ্যে মরিয়ম আক্তার সাঁতার জানলেও নুসরাতের সাঁতার জানা ছিলোনা। গোসল করার সময় হঠাৎ নুসরাত আক্তার পানিতে তলিয়ে যেতে দেখে বড় বোন মরিয়ম আক্তার তাকে বাঁচাতে এগিয়ে যায়। নুসরাত প্রাণে বাঁচার জন্য বড় বোন মরিয়মকে জড়িয়ে আঁকড়ে ধরলে এতে দু’জনেই পুকুরের পানিতে তলিয়ে যায়। পরে বাড়ির অন্যান্য লোকজন তাদেরকে পুকুরের পানিতে ভেসে উঠতে দেখে তাৎক্ষণিক সেখান থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যান।
আরও পড়ুন: সুনামগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু
এ বিষয়ে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার মনসুর আহমেদ কাউসার বলেন, পানিতে পড়া ওই দুই শিশুকে মৃত অবস্থায়ই এখানে নিয়ে আসা হয়েছে। হাসপাতালে আনার পর তাদের পরীক্ষা-নিরীক্ষা করে তাদেরকে মৃত দেখতে পাই।
পরে স্বজনরা হাসপাতাল থেকে তাদের লাশ বাড়িতে নিয়ে যায়।
স্থানীয় ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন শাখা আওয়ামী লীগ নেতা মো. বিল্লাল হোসেন মাষ্টার এর সত্যতা নিশ্চিত করেন।
আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু
১ বছর আগে