ভবনের ছাদ
সিরাজগঞ্জে ভবনের ছাদ থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু
সিরাজগঞ্জ পৌর এলাকায় আটতলা ভবনের ছাদ থেকে পড়ে মোহাম্মদ সাব্বির নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। রবিবার (২৬ মে) সন্ধ্যায় পৌর এলাকার ভাঙাবাড়ি মহল্লায় এ ঘটনা ঘটে।
নিহত সাব্বির সদর উপজেলার বেড়াবাড়ি গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম জানান, সিরাজগঞ্জ পৌর এলাকার ভাঙ্গাবাড়ি মহল্লায় প্রকৌশলী নুরনবী ও সুলতান মাহমুদের আটতলা ভবনের চিলেকোঠায় রবিবার সকাল থেকে সাব্বির কাজ করছিলেন। কাজ শেষে সন্ধ্যায় পলিথিন দিয়ে সারাদিনের কাজের অংশ বৃষ্টি থেকে নিরাপদ রাখতে ঢেকে দিতে গিয়ে ঝড়ো বাতাসে পলিথিনসহ পাশের দোতলার ছাদে পড়ে গুরুতর আহত হন তিনি।
পরে তাকে উদ্ধার করে আশঙ্কজনক অবস্থায় সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। রাতে ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলেও জানান ওসি।
৬ মাস আগে
সিলেটে ভবনের ছাদ থেকে পাইপ পড়ে সেনা সদস্য নিহত, আটক ৯
সিলেট সিটি করপোরেশনের নির্মাণাধীন ভবনের ছাদ থেকে স্টিলের পাইপ পড়ে পথচারী সেনা সদস্য নিহত হয়েছেন। এ সময় ৯ জনকে আটকের দাবি করেছে পুলিশ।
শনিবার দুপুর আড়াইটার দিকে নগরীর বন্দরবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ল্যান্স কর্পোরাল দেলোয়াল হোসেন সেনাবাহিনীর ৫০ ফিল্ট রেজিমেন্ট আর্টিলারী, ১৭ ডিভিশন, সিলেটে কর্মরত। তার বাড়ি মেহেরপুর জেলার গাংনি থানাধীন জগিরগোফার রায়পুর গ্রামে। তিনি এক ছেলে সন্তানের জনক।
সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ জানান, দুর্ঘটনার সময় তিনি নগর ভবনের পার্শ্ববর্তী সিটি সুপার মার্কেটে ছিলেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার বেলা আড়াইটার দিকে সিলেট সিটি কর্পোরেশনের নির্মাণাধীন বিল্ডিংয়ের ১২ তলার ছাদ থেকে হঠাৎ করেই একটি স্টিলের পাইপ পাশের সিটি মার্কেটের ভিতরে ওই সেনা সদস্যের মাথায় এসে পড়ে। সঙ্গে সঙ্গে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল হাসপাতালে পাঠালে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: সিলেটে পাথর ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার
এদিকে এ ঘটনায় নগর ভবনের নির্মাণ কাজের সঙ্গে সম্পৃক্ত ঠিকাদারী প্রতিষ্ঠানের ৯ সদস্যকে আটক করেছে পুলিশ। তাৎক্ষণিকভাবে তাদের নাম জানা যায়নি।
দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে উপস্থিত হন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
তিনি বলেন, নগর ভবনের ১১ ও ১২ তলার নির্মাণ কাজ চলছে। শনিবার দুপুরে নির্মান কাজ চলাকালেই এই দুর্ঘটনা ঘটে।
মেয়র বলেন, অনাকাঙ্খিত এই ঘটনাটি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া আর যাতে এরকম ঘটনা না ঘটে সে ব্যবস্থা নেয়া হবে।
ওসি মোহাম্মদ আলী মাহমুদ বলেন, নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই নির্মাণ কাজের জন্য নগর ভবনের নির্মাণকাজে জড়িত ঠিকাদারী প্রতিষ্ঠানের ৯ জনকে আটক করা হয়েছে। নিহতের লাশ ওসমানী মেডিকেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এদিকে, সিলেট সিটি করপোরেশনের নির্মাণাধীন ভবনের ছাদ থেকে স্টিলের পাইপ পড়ে সেনা সদস্য নিহতের ঘটনা তদন্তে ৭ সদস্যের কমিটি গঠন করেছেন মেয়র আরিফুল হক চৌধুরী। কমিটিকে ৭২ ঘন্টার মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
সিসিকের প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমানকে প্রধান করে গঠিত কমিটির অন্য সদস্যরা হলেন- গণপূর্ত বিভাগ সিলেটের নির্বাহী প্রকৌশলী রিপন কুমার রায়, সিসিকের তত্বাবধায়ক প্রকৌশলী আলী আকবর, শিক্ষা ও প্রকৌশল অধিদপ্তর সিলেটের নির্বাহী প্রকৌশলী নজরুল হাকিম, সিসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা মো. মতিউর রহমান খান, সিসিকের নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) রুহুল আলম ও সিসিকের নির্বাহী প্রকৌশলী রাজি উদ্দিন খান।
শনিবার সন্ধ্যায় তদন্ত কমিটি গঠনের তথ্য জানিয়ে মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, এ ধরণের ঘটনায় আমি মর্মাহত। এ ঘটনায় ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছি। ৭২ ঘন্টার মধ্যে তারা প্রতিবেদন জমা দিবেন। আমি সেনা কর্তৃপক্ষের সঙ্গেও কথা বলেছি। তদন্ত রিপোর্ট অনুযায়ী এ বিষয়ে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
আরও পড়ুন: সিলেটে ছুরিকাঘাতে সবজি ব্যবসায়ী খুন
১ বছর আগে