আকস্মিক ধর্মঘট
ভারতীয় ট্রাক চালকদের আকস্মিক ধর্মঘটে হিলি স্থলবন্দরে পণ্য আমদানি বন্ধ
দিনাজপুরের হিলি স্থলবন্দরে ভারতীয় ট্রাক চালকদের আকস্মিক ধর্মঘটে রবিবার (০৪ জুন) সারাদিন কোনো ভারতীয় পণ্য বাংলাদেশে প্রবেশ করতে পারেনি। এতে করে ভারতীয় এলাকায় আটকা পড়েছে শতশত পণ্যবাহী ট্রাক।
সংকট নিরসনে আলোচনায় বসতে ভারতীয় রপ্তানিকারকরা বাংলাদেশি আমদানিকারকদের চিঠি দিলেও দু’পক্ষের মধ্যে কোনো বৈঠক বসেনি। তবে সোমবার থেকে পণ্য পরিবহন স্বাভাবিক অবস্থায় ফেরার আশা করছেন সংশ্লিষ্টরা।
জানা গেছে, শনিবার (০৩ জুন) কয়েকজন ভারতীয় ট্রাক চালক হিলির বেসরকারি অপারেটর পানামা ল্যান্ডপোর্টের বাইরে লোকালয়ে চলাচলে বাধা দেন পোর্টের নিরাপত্তা কর্মীরা। এ নিয়ে নিরাপত্তা কর্মীসহ স্থানীয়দের সঙ্গে ট্রাক চালকদের হাতাহাতির ঘটনা ঘটে। এতে পিটুনির শিকার হন কয়েকজন ভারতীয় ট্রাক চালক।
আরও পড়ুন: বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে হিলি স্থলবন্দরে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ
রবিবার (০৪ জুন) সকালে ভারতে ফিরে অন্যান্য ট্রাক চালকদের শনিবারের ঘটনা জানান লাঞ্ছিতের শিকার ট্রাক চালকরা। এতে ক্ষুব্ধ অন্যান্য ভারতীয় ট্রাক চালকরা আকস্মিক ধর্মঘট শুরু করে। এতে রবিবার সারাদিন ভারত থেকে আমদানির পণ্যবাহী কোনো ট্রাক হিলিবন্দরে প্রবেশ করতে পারেনি।
হিলির বাংলাদেশি আমদানি রপ্তানিকারক সংগঠনের নেতা হাকিমপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুন উর রশিদ জানান, ভারত থেকে পণ্য নিয়ে আসা ট্রাক চালকদের বাংলাদেশি এলাকায় চলাচলে উভয় দেশের ব্যবসায়ী সংগঠন যৌথভাবে কিছু নিয়ম নীতি প্রণয়ন করেছিল। তাতে ভারতীয় ট্রাক চালকদের পণ্য খালাস শেষে নিজ দেশে ফিরে যাবার আগ পর্যন্ত ল্যান্ডপোর্টে সীমিত পরিসরে চলাচল করতে বলা হয়েছিল। কিন্তু তারা বন্দরে প্রবেশের পর লোকালয়ে অবাধে চলাচল অবৈধ পণ্য বেচাকেনা, মদপানসহ বিভিন্ন অসামাজিক কাজে জড়িয়ে পরিবেশ অসনীয় করে তুলছিল। এ নিয়ে বেসরকারি অপারেটর পানামা পোর্টের নিরাপত্তা কর্মীদের নিষেধাজ্ঞা উপেক্ষা করে লোকালয়ে প্রবেশের চেষ্টা করায় কিছুটা অস্বস্তিকর পরিস্থিতির উদ্ভব ঘটে। এ সময় রাস্তায় আড়াআড়ি ভাবে ট্রাক রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছিল তারা। এনিয়ে স্হানীয়দের হাতে লাঞ্ছিত কয়েকজন ট্রাক চালক রবিবার সকালে দেশে ফিরে ধর্মঘটের উদ্ভব ঘটায়।
আরও পড়ুন: মে দিবস উপলক্ষে হিলি স্থলবন্দরে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ
১ বছর আগে