মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অভিযানে ১২৯৯ জন গ্রেপ্তার: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর
গত ৪ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত সারা দেশে ধারাবাহিকভাবে ৫ হাজার ২৬৪টি বিশেষ অভিযান চালিয়ে ১ হাজার ২৯৯ জনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদর দপ্তরে সোমবার (৭ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে ডিএনসির মহাপরিচালক খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, গ্রেপ্তারদের মধ্যে ১১ জন মূলহোতাসহ ৮৯ জন শীর্ষ মাদক ব্যবসায়ী রয়েছেন।
তিনি বলেন, গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ৩ লাখ ৯ হাজার ১০১ পিস ইয়াবা ট্যাবলেট, ৩ কেজি ৭৬০ গ্রাম হেরোইন, ১ দশমিক ১ কেজি আইস, ৩ হাজার ৭৭৪ বোতল ফেনসিডিল, ২ হাজার ৪১৬ বোতল বিদেশি মদ, ২ হাজার ৪১৬ ক্যান বিয়ার, ৫ হাজার ৭৯১ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১ হাজার ৩৮০ লিটার চোলাই মদ, ৬৬৪ দশমিক ২ কেজি গাঁজা, ৪ হাজার ২২২ অ্যাম্পুল ইনজেকশন, ১টি শটগান, ৫১ রাউন্ড গুলি, ৯টি গাড়ি এবং নগদ ২১ লাখ ১১ হাজার ৭৮০ টকা জব্দ করা হয়।
আরও পড়ুন: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এলাকাকে 'নীরব এলাকা' ঘোষণা করল ডিএনসিসি
অবৈধ মাদকদ্রব্য উদ্ধারে গত ৪ সেপ্টেম্বর থেকে ডিএনসির এই বিশেষ অভিযান শুরু হয়।
মাদক সচেতনতা কার্যক্রমের অংশ হিসেবে সারাদেশে নিয়মিত সমাজসচেতনতামূলক সভা-সমাবেশ ও র্যালির আয়োজন করা হচ্ছে।
তিনি বলেন, ‘মাদকমুক্ত দেশ গড়তে মাদকাসক্তদের চিকিৎসায় সরকারি ও বেসরকারি নিরাময় কেন্দ্রের সেবার সক্ষমতা ও পরিধি বাড়ানো হয়েছে।’
আরও পড়ুন: মশা নিধন কার্যক্রমের পাশাপাশি জনসচেতনতা বাড়াতে পদক্ষেপ নেওয়া হচ্ছে: ডিএনসিসির সিইও
২ মাস আগে
রংপুরে ১৫টি স্বর্ণের বার জব্দ, আটক ১
রংপুরে ১৫টি স্বর্ণের বার জব্দ করা হয়েছে। এ সময় এক ব্যক্তিকে আটকের দাবি করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বুধবার (৭ জুন) সকাল ৯ টার দিকে মহানগরীর কামারপাড়া ইউনিয়নের ঢাকা কোচস্ট্যান্ড থেকে তাকে আটক করা হয়েছে।
আটক ফয়সাল মুন্সিগঞ্জ জেলা সদরের দেওভোগ
মৃধাবাড়ি এলাকার আবুল হোসেনের ছেলে।
রংপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আসলাম আলী মণ্ডল জানান, ঢাকা থেকে রংপুরে স্বর্ণের একটি চালান পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল একটি বাস আটক করে। এ সময় শ্যামলী পরিবহনের যাত্রী ফয়সাল নামে এক যুবকের কোমর থেকে স্বর্ণের ১৫টি বার উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, ওই যাত্রীর পরিহিত প্যান্টের বেল্টের নিচ থেকে বিশেষ কায়দায় স্কচটেপ দিয়ে মোড়ানো ছিলো স্বর্ণের বারগুলো। ১৫০ ভরি ওজনের ১৫টি স্বর্ণের বারের আনুমানিক বাজার মূল্য প্রায় ১ কোটি ২৭ লাখ টাকা।
আরও পড়ুন: সাতক্ষীরা সীমান্তে হেরোইন ও এলএসডি জব্দ, সাবেক ইউপি সদস্য আটক
শাহ আমানত বিমানবন্দরে ৬৩.১৭ লাখ টাকার স্বর্ণ জব্দ
রাজশাহীতে ২ কোটি টাকার হেরোইন জব্দ, নারী গ্রেপ্তার
১ বছর আগে