মেসবাহ আহমেদ
জনপ্রিয় গজলশিল্পী মেসবাহ আহমেদের একক গজল সন্ধ্যা
দেশের জনপ্রিয় গজলশিল্পী মেসবাহ আহমেদ। দেশের বাইরেও প্রশংসিত হয়েছেন তিনি। কিছুদিন আগেই ভারতের ঐতিহ্যবাহী আন্তর্জাতিক গজল সম্মেলনে যোগ দিয়ে দেশের সুনাম বয়ে এনেছেন।
এবার রাজধানীর মতিঝিলের ইয়র্ক মিলনায়তনে আগামী ৯ জুন (শুক্রবার) সন্ধ্যা ৭টায় মেসবাহ আহমেদের একক গজল সন্ধ্যার আয়োজন করা হয়েছে। এটি আয়োজন করছে ‘বাংলাদেশ ৮৮’।
‘বাংলাদেশ ৮৮’ হচ্ছে ১৯৮৮ সালে এসএসসি পাস করা বন্ধুদের একটি প্ল্যাটফর্ম। যারা বন্ধুদের সুখে-দুঃখে সবসময় পাশে থেকে বিভিন্ন চ্যারিটিমূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
আরও পড়ুন: সুবর্ণজয়ন্তী উপলক্ষে 'সোলস' এর লোগো উন্মোচন
মেসবাহ আহমেদ বাংলাদেশের একমাত্র গজলশিল্পী, যিনি উপমহাদেশের প্রখ্যাত গজল ব্যক্তিত্ব জগজিৎ সিংয়ের শিষ্য। দেশসেরা শাস্ত্রীয় সঙ্গীতজ্ঞ ওস্তাদ নিয়াজ মুহাম্মদ চৌধুরীও তার গুরু।
দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে এই শিল্পী সঙ্গীতের এই অভিজাত ধারাটি দর্শকদের কাছে পৌঁছে দিচ্ছেন।
মেসবাহ আহমেদ ছাড়াও ওই গজল সম্মেলনে পারফর্ম করেছেন হরিহরণ, অনুপ জালোটা, পঙ্কজ উদাস, তালাত আজিজ, অনুরাধা পাড়োয়াল, চন্দন দাস, আবিদা পারভীন, প্রতিভা সিংসহ ভারত-পাকিস্তানের খ্যাতিমান গজলশিল্পীরা।
আরও পড়ুন: আর্টসেল সদস্যদের সঙ্গে দেখা করার সুযোগ
ব্যান্ডের বাইরে কখনও নিজেকে নিয়ে চিন্তা করিনি: পার্থ বড়ুয়া
১ বছর আগে