এডিস মশাবাহিত ডেঙ্গু
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় বছরের রেকর্ড ১,৬২৩ জন আক্রান্ত
দেশে এডিস মশাবাহিত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ৬২৩ জন। যা এ বছরের দৈনিক হিসাবে সর্বোচ্চ আক্রান্ত। এ সময়ে মারা গেছেন ৭ জন। ফলে, এ বছরে এখন পর্যন্ত মারা গেছেন ১০০ জন।
শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ২৪ ঘণ্টায় উক্ত আক্রান্তের মধ্যে ১ হাজার ১৬৮ জন ঢাকার এবং বাকি ৪৫৫ জন ঢাকার বাইরের। অন্যদিকে মৃত ৭ জনের মধ্যে ঢাকার ভেতরের ও বাইরের যথাক্রমে ৪ ও ৩ জন।
আরও পড়ুন: দেশে ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১২৪৬
গত ২৪ ঘণ্টায় চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন ৮৮৯ জন। এর মধ্যে ঢাকায় ৬৮১ জন এবং ঢাকার বাইরে ২০৮ জন।
এ বছর মোট মৃত্যুর ৭৮টি ঢাকায় এবং বাকি ২২টি ঢাকার বাইরে। এ সময়ে মোট আক্রান্তের সংখ্যা ১৯ হাজার ৪৫৪ জন। যার মধ্যে ঢাকায় ১৩ হাজার ১০৯ জন এবং ঢাকার বাইরে ৬ হাজার ৩৪৫ জন।
আরও পড়ুন: দেশে আরও ৪৪৯ জন ডেঙ্গু আক্রান্ত
দেশে ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১২৩৯
১ বছর আগে
ডেঙ্গু: ২৪ ঘণ্টায় আক্রান্ত ১০৮ জন
দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। বুধবার (২৮ জুন) সকাল ৮টা পর্যন্ত পূর্বের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১০৮ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৫ জন। আর ঢাকার বাইরে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন বাকি ৫৩ জন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সারাদেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত ১ হাজার ৩৩৬ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ৯৫৩ জন ঢাকায় এবং ৩৮৩ জন রোগী ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন।
আরও পড়ুন: দেশে ডেঙ্গুতে আক্রান্ত ৩৭১ জন
সরকারি প্রতিবেদন অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ২৮ জুন ২০২৩ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৭ হাজার ৮৬২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৬ হাজার ১৪ জন ও ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ১ হাজার ৮৪৮ জন ডেঙ্গু রোগী।
অন্যদিকে, চিকিৎসা শেষে ৬ হাজার ৪৭৯ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন। এদের মধ্যে ৫ হাজার ২৪ জন ঢাকার ও বাকি ১ হাজার ৪৫৫ জন অন্যান্য জেলার বাসিন্দা।
চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৭ জন।
আরও পড়ুন: দেশে ডেঙ্গুতে মৃত্যু ৩, আক্রান্ত ৩৯৯
দেশে ডেঙ্গুতে মৃত্যু ২, আক্রান্ত ১৪৫
১ বছর আগে
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় বছরের সর্বোচ্চ ৫০০ জন হাসপাতালে ভর্তি
এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় চলতি বছরের সর্বোচ্চ সংখ্যক রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। শনিবার সকাল ৮টা থেকে আগের ২৪ ঘণ্টায় নতুন রোগীর সংখ্যা ৫০০। একই সময়ে মারা গেছেন দুইজন।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।
উক্ত সময়ে ঢাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে রোগী ভর্তি হয়েছেন ৪১৭ জন। অপরদিকে, ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৮৩ জন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সারাদেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত ১ হাজার ৫০৩ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ১ হাজার ১৫৯ জন ঢাকায় এবং ৩৪৪ জন রোগী ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন।
আরও পড়ুন: দেশে ডেঙ্গুতে মৃত্যু ১, আক্রান্ত ৩৬৯
সরকারি প্রতিবেদন অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ২৪ জুন ২০২৩ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৬ হাজার ৮৩৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৫ হাজার ৩৫২ জন ও ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ১ হাজার ৪৮৭ জন ডেঙ্গু রোগী।
অন্যদিকে, চিকিৎসা শেষে ৫ হাজার ২৯৪ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন। এদের মধ্যে ৪ হাজার ১৬০ জন ঢাকার ও বাকি ১ হাজার ১৩৪ জন অন্যান্য জেলার বাসিন্দা।
চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৪২ জন।
আরও পড়ুন: দেশে ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি, আক্রান্ত ৪
দেশে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, আক্রান্ত ৩৬০
১ বছর আগে
দেশে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, আক্রান্ত ১৩৪
দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্তের হার দ্রুত বৃদ্ধি পাচ্ছে। বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত পূর্বের ২৪ ঘণ্টায় নতুন মৃত্যুর সংখ্যা দুই। এ সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১৩৪ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১২২ জন। আর ঢাকার বাইরে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১২ জন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সারাদেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত ৫০৬ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ৪৩৭ জন ঢাকায় এবং ৬৯ জন রোগী ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন।
আরও পড়ুন: দেশে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, আক্রান্ত ১৪৭
সরকারি প্রতিবেদন অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ৮ জুন ২০২৩ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ২ হাজার ৮৫৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ২ হাজার ১১৯ জন ও ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ৭৩৫ জন ডেঙ্গু রোগী।
অন্যদিকে, চিকিৎসা শেষে ২ হাজার ৩২৭ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন। এদের মধ্যে ১ হাজার ৬৬৫ জন ঢাকার ও বাকি ৬৬২ জন অন্যান্য জেলার বাসিন্দা।
চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ২১ জন।
আরও পড়ুন: দেশে ডেঙ্গুতে মৃত্যু ১, আক্রান্ত ১০১
ডেঙ্গুতে আক্রান্তের ঊর্ধ্বগতির হারে একদিনে হাসপাতালে ভর্তি ৯৬ রোগী
১ বছর আগে