স্কুলব্যাগ
গাইবান্ধায় স্কুলব্যাগে ধারালো অস্ত্র, কিশোর গ্যাংয়ের ১৬ সদস্য আটক
স্কুলের পোশাক পরা অবস্থায় গাইবান্ধায় দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাং-এর ১৬ সদস্যকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার সন্ধ্যায় গাইবান্ধা রেল স্টেশন এলাকা থেকে তাদের আটক করা হয়।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহেদুজ্জামান বলেন, ‘বৃহস্পতিবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিছু স্কুলছাত্রকে ব্যাগ কাঁধে নিয়ে রেল স্টেশন এলাকায় জড়ো হতে দেখা যায়। তাদের অস্বাভাবিক চলাফেরা ও আচরণে স্টেশনে থাকা লোকজন ভীত হয়ে পড়ে।’
আরও পড়ুন: স্কুলছাত্র হত্যা: কিশোর গ্যাংয়ের ২ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব
পরে খবর দিলে গাইবান্ধা সদর থানার পুলিশ এসে স্টেশন এলাকায় তল্লাসি চালিয়ে স্কুলব্যাগ ও স্কুলের পোশাক পরিহিত ১৬ জনকে আটক করে।
পুলিশ আরও জানায় যে তাদের স্কুলব্যাগ তল্লাসি করলে বই খাবার ভেতর লুকানো অবস্থায় কয়েক প্রকারের ধারালো অস্ত্র পাওয়া যায়।
পুলিশ অস্ত্রসহ স্কুল ছাত্র আয়ান আলী, লিমন মিয়া, মুন্না আকন্দ, লিয়ন ইসলাম, মো. আলী সান, মেহেদী হাসান, মেজবাউল ইসলাম, হিমেল সরকার, শালিন, রিয়াদ সরকার, মজিদ আদনান, জীবন সরকার, রিয়াদ সরকার ও জান্নাতুল ফেরদৌসকে আটক করে।
আরও পড়ুন: সিলেটে ‘কিশোর গ্যাং’র ছুরিকাঘাতে আহত ২
তাদের বিরুদ্ধে অভিযোগ আছে যে তারা কিশোর গ্যাং-এর সদস্য হিসেবে শহরের বিভিন্ন এলাকা দাপিয়ে বেড়ায়।
এ ব্যাপারে ওসি ওয়াহেদুজ্জামান বলেন, যেহেতু তাদের কাছ থেকে ধারালো অস্ত্র পাওয়া গেছে, তাই পুলিশ তাদের আটক করে।
গাইবান্ধা সদর থানার পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছে বলে জানান তিনি।
আরও পড়ুন: চাঁদপুরে ‘কিশোর গ্যাংয়ের’ ১৫ সদস্য আটক
১ বছর আগে