কোকেন জব্দ
কক্সবাজারে যাত্রীবাহী বাস থেকে সাড়ে ৩ কেজি কোকেন জব্দ
কক্সবাজারে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৩ কেজি ৪৮৫ গ্রাম কোকেন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আরও পড়ুন: খুলনায় কোকেনের মামলায় একজনকে মৃত্যুদণ্ড, ৫ জনকে বিভিন্ন মেয়াদে সাজা
শনিবার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের বাংলাবাজার মহাসড়কে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে কোকেন জব্দ করা হয়।
কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরীর সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কুষ্টিয়া থেকে যাত্রীবাহী বাসে করে কোকেনের একটি চালান কক্সবাজারে পাচার করা হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৮টা ১০ মিনিটের দিকে সদর উপজেলার বাংলাবাজার এলাকায় কক্সবাজার মহাসড়কে অভিযান চালিয়ে ৩ কেজি ৪৮৫ গ্রাম কোকেন জব্দ করা হয়।
এ ঘটনায় কাউকে আটক করা যায়নি বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
আরও পড়ুন: ঢাকা বিমানবন্দরে ১৮০০ গ্রাম কোকেন জব্দ, ভারতীয় নারী আটক
চট্টগ্রাম বন্দরে কোকেন জব্দ: মামলার চার্জ গঠন ১০ নভেম্বর
১ বছর আগে
ঢাকা বিমানবন্দরে ১৮০০ গ্রাম কোকেন জব্দ, ভারতীয় নারী আটক
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১ কেজি ৮০০ গ্রাম কোকেন জব্দ এবং এক ভারতীয় নারীকে আটকের দাবি করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ।
আটক সালোমি লালরামদাহিরি ভারতের মিজোরামের বাসিন্দা।
শুল্ক গোয়েন্দার তদন্ত সার্কেলের উপ-পরিচালক নাজমা জাবিন জানান, শুক্রবার দিবাগত রাত ১টা ১৮ মিনিটের দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট দোহা থেকে বিমানবন্দরে অবতরণ করে।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় ১৪ স্বর্ণের বার জব্দ, ৪ পাচারকারী আটক
গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দা কর্মকর্তাদের একটি দল তার লাগেজে মাদকদ্রব্য শনাক্তের বিষয় নিশ্চিত হলে তিনি যখন ইমিগ্রেশন পয়েন্ট অতিক্রম করছিলেন তখন তাকে আটক করে।
পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল তাদের সঙ্গে যোগ দিয়ে তার লাগেজ থেকে ১২ কোটি টাকা মূল্যের কোকেন জব্দ করে।
আরও পড়ুন: রংপুরে ১৫টি স্বর্ণের বার জব্দ, আটক ১
সাতক্ষীরা সীমান্তে হেরোইন ও এলএসডি জব্দ, সাবেক ইউপি সদস্য আটক
১ বছর আগে