বাউফল উপজেলা
ভারতে প্রশিক্ষণরত অবস্থায় ইউএনও’র মৃত্যু
বাউফল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আল আমিন হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। রবিবার (১১ জুন) বাংলাদেশ সময় সাড়ে ১১ টায় দিকে তিনি ভারতের মুশরী লালবাহাদুর শাস্ত্রি প্রশাসনিক একাডেমিতে প্রশিক্ষণরত অবস্থায় মৃত্যুবরণ করেন।
আল আমিন তানিশা ও আনিশা নামের জমজ কন্যা শিশু রয়েছে।
আরও পড়ুন: সাজেকে ডায়রিয়ায় নারীর মৃত্যু, মুমূর্ষু আরও অর্ধশতাধিক
আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
জানাগেছে, আল আমিন ৩৩ তম বিসিএস’এ প্রশাসনিক ক্যাডার পদে যোগদান করেন। এরপর থেকে তিনি নিষ্ঠার সঙ্গে সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
২০২১ সালে তিনি পটুয়াখালী জেলার বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা পদে যোগদান করেন। সেখানেও তিনি ব্যাপক সুনাম অর্জন করেছেন।
গত ৬ জুন মিড ক্যারিয়ার ১৫ দিনের প্রশিক্ষণে ভারতের মুশরি লালবাহাদুর শাস্ত্রি প্রশাসনিক একাডেমিতে যান। সেখানে তিনি প্রশিক্ষণরত অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন।
কুকুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বোরহান উদ্দিন মাসুম তালুকদার বলেন, ইউএনও আল আমিন আমার এলাকার কৃতি সন্তান। তার এমন অকাল মৃত্যু সবাইকে ব্যাথিত করেছে।
আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম বলেন, ভারতের মুশরি লালবাহাদুর শাস্ত্রি প্রশাসনিক একাডেমিতে মিড ক্যারিয়ার প্রশিক্ষণরত অবস্থায় তিনি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন।
আরও পড়ুন: চাঁদপুরে পা পিছলে ঘরের চাল থেকে পড়ে যুবকের মৃত্যু
নাটোরে ট্রেনের ধাক্কায় দম্পতির মৃত্যু
১ বছর আগে