১৬ জন আহত
৩ জেলায় সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত, ১৬ জন আহত
কুমিল্লা, ঠাকুরগাঁও ও গাজীপুর জেলায় রবিবার পৃথক সড়ক দুর্ঘটনায় সাতজন নিহত এবং ১৬ জন আহত হয়েছেন।
রবিবার বিকালে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার জোড়কাননে কাভার্ডভ্যান ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুই স্কুলছাত্রসহ তিনজন নিহত এবং ১১ জন আহত হয়েছেন।
নিহতরা হলেন- পিকআপ ভ্যানের চালক মোরশেদ, স্কুলছাত্র ফয়সাল ও শাহীন। হতাহত ১৪ শিক্ষার্থী লালবাগ উচ্চ বিদ্যালয় থেকে সদর দক্ষিণ উপজেলা মাঠে বঙ্গবন্ধু অনুর্ধ্ব-১৭ ফুটবল খেলায় অংশ নিতে যাচ্ছিল।
আরও পড়ুন: যশোরে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২০
কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চক্রবর্তী জানান, ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি কাভার্ডভ্যানের সঙ্গে ভুল দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত এবং ১১ জন আহত হয়।
অন্যদিকে, ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় রবিবার সকালে মোটরসাইকেল, নসিমন ও থ্রি-হুইলারের (পাগলু) মধ্যে ত্রিমুখী সংঘর্ষে দুইজন নিহত এবং চারজন আহত হয়েছেন।
নিহতরা হলেন- জেলার রানীশংকৈল উপজেলার মুজাহিদাবাদ গ্রামের খাতু মোহাম্মদের ছেলে আলিম উদ্দিন (৫৫) এবং মালিবস্তি গ্রামের মৃত দরবারুর ছেলে আবুল হোসেন (৬৭)।
বালিয়াডাঙ্গী থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সোবহান জানান, বালিয়াডাঙ্গী উপজেলার মোড়ে একটি নসিমন ও একটি থ্রি-হুইলার (পাগলু) মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই আলিম উদ্দিন নামে একজন নিহত হন। বিকালে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আবুল হোসেন মারা যান।
এছাড়া, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মাওনা-কালিয়াকৈর সড়কে সিএনজিচালিত অটোরিকশায় ট্রাকের ধাক্কায় দুইজন নিহত এবং অপর একজন আহত হয়েছেন।
নিহত থ্রি-হুইলারের দুই যাত্রীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ফুলবাড়িয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল রানা জানান, ভোর ৬টার দিকে ফুলবাড়িয়া বাজার এলাকায় ফুলবাড়িয়াগামী একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দিলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
তিনি বলেন, লাশের ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, আহত অটোরিকশাচালক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
ওই পুলিশ কর্মকর্তা জানান, ট্রাকটি জব্দ করা সম্ভব হলেও এর চালক পালিয়ে যেতে সক্ষম হয়েছে।এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
আরও পড়ুন: সাতক্ষীরায় পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু
যশোরে সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগ নেতা নিহত
১ বছর আগে