বিস্ফোরণ
ঝিনাইদহে বয়লার বিস্ফোরণে ২ শ্রমিক নিহত
ঝিনাইদহের কোটচাঁদপুরে কাঠ রিফাইন কারখানার বয়লার বিস্ফোরণে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২ জন।মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকেলে উপজেলার বলুহর বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।নিহতরা হলেন—কোটচাঁদপুর উপজেলার সিঙ্গিয়া গ্রামের ওমর আলীর ছেলে মিল্টন (২৬) ও একই গ্রামের ক্ষিতিশের ছেলে রাম কুমার (৫৫)।স্থানীয়রা জানায়, ওই এলাকার মিজানুর রহমানের কাঠ ডিজাইন কারখানার বয়লারে কাঠ দিয়ে তাপ দেওয়া হচ্ছিল। হঠাৎ সেটার বিস্ফোরণ ঘটে। এতে ওই কারখানার মিস্ত্রি মিল্টন ও রাম ঘটনাস্থলেই মারা যান।আহত হন আরও দুজন। তাদের উদ্ধার করে প্রথমে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে যশোরে পাঠানো হয়।কোটচাঁদপুর থানার ওসি কবির হোসেন মাতুব্বর বলেন, ঘটনার সংবাদ শুনে ঘটনাস্থলে এসেছি। দুজন মারা গেছেন আর দুজন আহত হয়েছেন। বয়লারে অতিরিক্ত তাপ দেওয়ার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে।
৭৬ দিন আগে
নারায়ণগঞ্জে চার্জার ফ্যান বিস্ফোরণ: স্বামীর পর স্ত্রীর মৃত্যু
নারায়ণগঞ্জের ফতুল্লার কাশীপুর এলাকায় একটি বাসায় চার্জার ফ্যান বিস্ফোরণে দগ্ধ আব্দুস সালাম মন্ডলের (৫৫) পর তার স্ত্রী বুলবুলি বেগম (৪০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
সোমবার রাতে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় স্বামী ও আজ (মঙ্গলবার) সকালে স্ত্রীর মৃত্যু হয়।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে রেস্টুরেন্টে ঢুকে প্রকাশ্যে গুলি, গুলিবিদ্ধ ২
ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক মো. তরিকুল ইসলাম বলেন, নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে চার্জার ফ্যান বিস্ফোরণ হয়ে একই পরিবারের নারী ও শিশুসহ পাঁচজন এসেছিলেন।
তিনি আরও বলেন, তাদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় আব্দুস সালাম মন্ডল গত সোমবার রাতে মারা যান। তার শরীরের ৭০ শতাংশ দগ্ধ ছিল। আজ (মঙ্গলবার) সকালে মারা যান বুলবুলি বেগম। তার শরীরের ২৫ শতাংশ দগ্ধ ছিল।
এ ঘটনায় দগ্ধ আরও তিনজন চিকিৎসাধীন আছেন।
ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. মহসীন বলেন, সোমবার রাতে একজন মারা গেছে এমন তথ্য পেয়েছি। পরে আর কেউ মারা গেছে কি না জানা নেই।
উল্লেখ্য, গত ৯ জুন সকাল ৮টায় ফতুল্লা কাশিপুর খিলমার্কেট এলাকায় সেলিনা বেগমের বাড়িতে চার্জার ফ্যান বিস্ফোরণে আগুন ধরে একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়।
দগ্ধরা হলেন- আব্দুস সালাম (৫৫), তার স্ত্রী বুলবুলি বেগম (৪০), ছেলে টুটুল (২০), মেয়ে সোনিয়া (৩০) ও নাতিন মেহজাবীন (৭)।
আরও পড়ুন: তীব্র গরম ও লোডশেডিংয়ে অতিষ্ঠ নারায়ণগঞ্জের জনজীবন
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পাইপলাইনে লিকেজ, অধিকাংশ এলাকা গ্যাসবিহীন
৬৫৭ দিন আগে