প্রিন্স রহিম আগা খান
বাংলাদেশে অবদানের জন্য প্রিন্স রহিম ও আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ককে প্রধানমন্ত্রীর ধন্যবাদ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা কয়েক দশক ধরে বাংলাদেশে অবদানের জন্য প্রিন্স রহিম আগা খান এবং আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্কের (একেডিএন) প্রশংসা করেছেন।
প্রধানমন্ত্রী আগা খান একাডেমি ঢাকা প্রতিষ্ঠার কথা বিশেষভাবে স্মরণ করেন। কারণ, এটি দেশের আরও উন্নয়নে অবদান রাখবে এমন ভবিষ্যতের বাংলাদেশি নেতা তৈরি করতে চায়।
বুধবার সুইজারল্যান্ডের জেনেভায় বাংলাদেশের শিক্ষা ও জলবায়ু অগ্রাধিকার নিয়ে প্রিন্স রহিম আগা খান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলোচনা করেছেন।
তিনি সরকারের চলমান সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান, বিশেষ করে শিক্ষাক্ষেত্রে।
প্রিন্স বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে মহামান্য আগা খান এবং আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্কের অব্যাহত অঙ্গীকারের কথা জানান।
আরও পড়ুন: আগা খান স্থাপত্য পুরস্কার জিতেছে বাংলাদেশের ২ প্রকল্প
একেডিএন অনুসারে, প্রায় সাত দশকের সহযোগিতার ভিত্তিতে ২০১৩ সালে স্বাক্ষরিত একটি প্রোটোকল অব কো-অপারেশনের মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করা হয়।
প্রিন্স রহিম স্বাধীনতার পর থেকে ৫০ বছর ধরে অনেক সামাজিক ও অর্থনৈতিক সূচকে উন্নতি, দারিদ্র্য বিমোচন এবং বাংলাদেশিদের জীবনযাত্রার মানোন্নয়নে বাংলাদেশের ভালো অগ্রগতির কথা স্বীকার করেন।
বিশ্বব্যাপী একেডিএন-এর কার্যক্রম নিয়ে আলোচনার পাশাপাশি প্রিন্স রহিম ২০২২ সালে আগা খান একাডেমি ঢাকায় উদ্বোধনসহ বাংলাদেশে সংগঠনটির কার্যক্রম সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন।
একাডেমিটি একটি বর্ধিত আন্তর্জাতিক স্নাতক পাঠ্যক্রম এবং নেতৃত্ব বিকাশের সুযোগ প্রদান করে, যাতে স্নাতকদের দেশ ও বিশ্বজুড়ে তাদের সমাজে অবদান রাখতে ক্ষমতায়ন করা যায়।
আরও পড়ুন: ওয়ার্ল্ড অব ওয়ার্ক সামিটে যোগ দিতে জেনেভার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী
বাংলাদেশ ও বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে আলোচনা করে প্রিন্স রহিম কার্বন ফুটপ্রিন্ট কমাতে একেডিএন-এর অভিজ্ঞতা ও কর্মসূচি তুলে ধরেন এবং সবুজ ও টেকসই উন্নয়নের জন্য নেটওয়ার্ক কর্তৃক গৃহীত জলবায়ু অভিযোজন ও প্রশমন ব্যবস্থার রূপরেখা তুলে ধরেন।
আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) আয়োজিত 'ওয়ার্ল্ড অব ওয়ার্ক সামিট: সোশ্যাল জাস্টিস ফর অল' এ যোগ দিতে জেনেভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রিন্স রহিম আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রধানদের সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূত ও জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি আয়োজিত মধ্যাহ্নভোজে যোগ দেবেন।
আরও পড়ুন: ওয়ার্ল্ড অব ওয়ার্ক সামিটে যোগ দিতে জেনেভা পৌঁছেছেন প্রধানমন্ত্রী
১ বছর আগে